LightBlog
Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - পঞ্চম অধ্যায় - ভারতের জলসম্পদ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - পঞ্চম অধ্যায় - ভারতের জলসম্পদ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

 মাধ্যমিক ভূগোল

পঞ্চম অধ্যায়

ভারতের জলসম্পদ



সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :


  • ভারতে যে নদীটি সর্বাধিক পরিমাণ জল বহন করে তার নাম হলো -

(ক) ব্রহ্মপুত্র

(খ) সিন্ধু

(গ) গঙ্গা

(ঘ) যমুনা

উত্তর : (ক) ব্রহ্মপুত্র


  • দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? -

(ক) নর্মদা

(খ) কৃষ্ণা

(গ) পেন্নার

(ঘ) গোদাবরী

উত্তর : (ঘ) গোদাবরী


  • ভারতের দুটি পশ্চিম বাহিনী নদী হল -

(ক) কৃষ্ণা ও কাবেরী

(খ) গঙ্গা ও ব্রহ্মপুত্র

(গ) নর্মদা ও তাপ্তি

(ঘ) মহানদী ও মাহি

উত্তর : (গ) নর্মদা ও তাপ্তি


  • বিশ্বের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হল -

(ক) কালিভেলি

(খ) সল্টলেক

(গ) প্যাংগং

(ঘ) উলার

উত্তর : (গ) প্যাংগং


  • স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো -

(ক) DVC

(খ) ভাকরা নাঙ্গাল

(গ) নাগার্জুন সাগর

(ঘ) তুঙ্গ ভদ্রা

উত্তর : (ক) DVC


  • ভারতের মধ্যে কোন রাজ্যে জলসেচ পদ্ধতি সবচেয়ে বেশি উন্নতি দেখা যায়? -

(ক) পাঞ্জাব

(খ) উত্তর প্রদেশ

(গ) হরিয়ানা

(ঘ) পশ্চিমবঙ্গ

উত্তর : (ক) পাঞ্জাব


উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :


  • ভারতের __________ অঞ্চলে অন্তর্বাহিনী নদী ব্যবস্থা গড়ে উঠেছে।

উত্তর : থর মরুভূমি


  • __________ পরিকল্পনা পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান রাজ্যের মিলিত প্রয়াস।

উত্তর : ভাকরা নাঙ্গাল


  • __________ নদীর তীরে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর অবস্থিত।

উত্তর : ঝিলাম


  • সারা বছর ধরে জলে পুষ্ট নদী থেকে কাটা খালকে __________ বলে।

উত্তর : নিত্যবহ খাল


  • ম্যাসানঞ্জোর বাঁধটি __________ নদী পরিকল্পনার সঙ্গে যুক্ত।

উত্তর : ময়ূরাক্ষী


নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ :


  • গঙ্গা নদীর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।

উত্তর : শু


  • তাপ্তি নদী খাম্বাত উপসাগরে পড়েছে।

উত্তর : শু


  • আগ্রা শহর যমুনা নদীর তীরে অবস্থিত।

উত্তর : শু


  • চম্বল নদীটি হল যমুনার উপনদী।

উত্তর : শু


  • DVC একটি বহুমুখী নদী পরিকল্পনা।

উত্তর : শু


বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও :


বাম স্তম্ভ

২.৪.১ চিল্কা

২.৪.২ লবণাক্ত জলের হ্রদ

২.৪.৩ হুড্রু জলপ্রপাত

২.৪.৪ পশ্চিমবঙ্গ


ডান স্তম্ভ

(ক) কৃষ্ণা নদী

(খ) উড়িষ্যা

(গ) ফারাক্কা পরিকল্পনা

(ঘ) সুবর্ণরেখা


উত্তর ঃ ২.৪.১ চিল্কা - (খ) উড়িষ্যা

২.৪.২ লবণাক্ত জলের হ্রদ - (ক) কৃষ্ণা নদী

২.৪.৩ হুড্রু জলপ্রপাত - (ঘ) সুবর্ণরেখা

২.৪.৪ পশ্চিমবঙ্গ - (গ) ফারাক্কা পরিকল্পনা


দু এক কথায় উত্তর দাও :


  • যমুনা নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে হয়েছে?

উত্তর : যমুনোত্রী হিমবাহ


  • ব্রহ্মপুত্র নদ কোন নামে ভারতে প্রবেশ করেছে?

উত্তর : ডিহং নামে


  • সিন্ধু কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত?

উত্তর : তিব্বত, পাকিস্তান ও ভারতের জম্মু ও কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত।


  • ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?

উত্তর : গেরসোপ্পা জলপ্রপাত


  • ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখ।

উত্তর : নর্মদা ও তাপ্তি


  • রাজস্থান অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে কি বলে?

উত্তর : প্লায়া


  • এলাহাবাদ কোন কোন নদীর সঙ্গমস্থল?

উত্তর : গঙ্গা-যমুনা-সরস্বতী


  • কোন নদী ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা তৈরি করেছে?

উত্তর : ঝিলাম


  • কলকাতায় অবস্থিত একটি লোকের নাম লেখ।

উত্তর : রবীন্দ্র সরোবর


সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :


  • ব্রহ্মপুত্র নদের দুটি উপনদীর নাম লেখ। কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র নদ?


  • অন্তর্বাহিনী নদী কাকে বলে? উদাহরণ দাও।


  • দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন?


  • দক্ষিণ ভারতের নদীগুলি খরস্রোতা কেন?


  • বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে?


  • বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি?


সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক প্রশ্ন গুলোর উত্তর দাও :


  • গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে লেখ।


  • ভারতের পূর্ব বাহিনী নদী গুলির মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে কেন?


  • নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন?


  • আদর্শ নদী বলতে কী বোঝো? গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন?


  • ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব গুলি আলোচনা করো।


  • উত্তর ও দক্ষিণ ভারতের নদী গুলির মধ্যে বৈশিষ্ট্যগত প্রধান তিনটি পার্থক্য লেখ


রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :


  • ভারতের জলসেচের যে কোন তিনটি প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করো।


  • ভারতের জল সংরক্ষণের কয়েকটি পদ্ধতি সম্বন্ধে লেখ।


  • ভারতে খরা ও বন্যার প্রাদুর্ভাব দেখা যায় কেন?


  • বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বহুমুখী নদী পরিকল্পনার নাম উল্লেখ করো। 


আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close