বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য
ইতিহাস
(১) বিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ কূটনীতির যাদুকর বলা হত –
(ক) ক্যাভুরকে
(খ) গ্যারিবল্ডিকে
(গ) মেটারনিখ্কে
(ঘ) বিসমার্ককে
১.২ কাউন্ট ক্যাভুরের উদ্দেশ্য ছিল –
(ক) বিদেশি শক্তির সাহায্যে অস্ট্রিয়াকে বিতারন করা
(খ) একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা
(গ) সন্ত্রাসের শাসন কায়েম করা
(ঘ) যুবশক্তির সাহায্যে ইতালির ঐক্য ফিরিয়ে আনা
১.৩ ‘সেফ্টি ল্যাম্প’ আবিষ্কার করেন –
(ক) জন কে
(খ) হামফ্রি ডেভি
(গ) জেমস ওয়াট
(ঘ) হারগ্রিভস
১.৪ ইংল্যান্ডের শ্রেষ্ঠ উপনিবেশ ছিল –
(ক) অস্ট্রেলিয়া
(খ) চিন
(গ) ভারত
(ঘ) নিউজিল্যান্ড
১.৫ উড্রো উইলসন চোদ্দো দফা নীতি ঘোষণা করেছিলেন –
(ক) ১৯১৬ সালে
(খ) ১৯১৭ সালে
(গ) ১৯১৮ সালে
(ঘ) ১৯১৯ সালে
১.৬ ইউরোপে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া’ নামে পরিচিত হল –
(ক) মাঞ্চুরিয়া অভিযান
(খ) পোল্যান্ড আক্রমণ
(গ) স্পেনের গৃহযুদ্ধ
(ঘ) আবিসিনিয়া দখল
১.৭ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল –
(ক) জার্মানির রাশিয়া আক্রমণ
(খ) জাপানের পার্ল হারবার আক্রমণ
(গ) রাশিয়ার বার্লিন আক্রমণ
(ঘ) জার্মানির পোল্যান্ড আক্রমণ
১.৮ ‘রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি’র স্থায়িত্বকাল ছিল –
(ক) ৫ বছর
(খ) ৭ বছর
(গ) ১০ বছর
(ঘ) ১২ বছর
১.৯ আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত –
(ক) প্যারিসে
(খ) ওয়াশিংটনে
(গ) লণ্ডনে
(ঘ) হেগ শহরে
১.১০ ‘ভেটো’ কথার অর্থ –
(ক) প্রস্তাব দিতে বাধা দেওয়া
(খ) প্রস্তাব স্বাক্ষর করা
(গ) প্রস্তাব দিতে বাধ্য করা
(ঘ) প্রস্তাব নাকচ করা
WB Class 9 History Model Question Paper
(২) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
২.২ বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলনটির নাম কি?
২.৩ লাল কুর্তা বাহিনীর নায়ক কে ছিলেন?
২.৪ কে স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন?
২.৫ দাস ক্যাপিটাল গ্রন্থটি কার রচনা?
২.৬ কাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে?
২.৭ মেঁই ক্যাম্প গ্রন্থটির রচয়িতা কে?
২.৮ এপ্রিল থিসিস কে ঘোষণা করেন?
২.৯ হিটলারের উপাধি কি ছিল?
২.১০ হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করে?
২.১১ জাপানের হিরোশিমা শহরে ফেলা পারমানবিক বোমাটির নাম কি?
২.১২ সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হয়?
২.১৩ চোদ্দো দফা নীতির প্রবর্তক কে?
২.১৪ জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে?
WB Class 9 History Model Question Paper
(৩) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
৩.১ ‘বিগ ফোর’ বলতে কী বোঝা?
৩.২ ‘এমস টেলিগ্রাম’ বলতে কী বোঝো?
৩.৩ প্যারি কমিউন বলতে কী বোঝো?
৩.৪ সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝা?
৩.৫ এপ্রিল থিসিস বলতে কী বোঝো?
৩.৬ পোলিশ করিডোর কি?
৩.৭ ক্যাশ এন্ড ক্যারি নীতি কি?
৩.৮ ফুলটন বক্তৃতা বলতে কী বোঝো?
৩.৯ অছি পরিষদ বলতে কী বোঝো?
WB Class 9 History Model Question Paper
(৪) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও :
৪.১ জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের 'রক্ত ও লৌহ' নীতি সম্পর্কে আলোচনা করো।
৪.২ ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন?
৪.৩ স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো।
৪.৪ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার যোগদানের কারণ আলোচনা করো।
WB Class 9 History Model Question Paper
(৫) রচনাধর্মী প্রশ্নগুলিত উত্তর দাও :
৫.১ ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনি, ক্যাভুর এবং গ্যারিবল্ডির অবদান উল্লেখ করো।
৫.২ প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করো।
৫.৩ জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানের পটভূমি আলোচনা করো।
৫.৪ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো।
WB Class 9 History Model Question Paper
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ