WB Class 9 History Model Question Paper
Type Here to Get Search Results !

WB Class 9 History Model Question Paper

বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র

ভূগোল

(১) নিচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ ‘জিওয়েড’ কথার অর্থ হল – 

(ক) অভিগত গোলক 

(খ) সম্পূর্ণ গোলক 

(গ) চ্যাপ্টা 

(ঘ) পৃথিবীর মতো

১.২ পৃথিবীর পরিক্রমণের গতিবেগ সেকেন্ডে প্রায় –

(ক) 20 কিমি 

(খ) 30 কিমি 

(গ) 40 কিমি 

(ঘ) 50 কিমি

১.৩ 15 ডিগ্রী দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য হয় – 

(ক) 30 মিনিট 

(খ) 45 মিনিট 

(গ) 60 মিনিট 

(ঘ) 120 মিনিট

১.৪ একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল – 

(ক) রকি 

(খ) আল্পাস 

(গ) আরাবল্লী 

(ঘ) হিমালয়

১.৫ বন্দুকের গুলি ছোঁড়ার মত আওয়াজ শোনা যায় - 

(ক) শল্কমোচন প্রক্রিয়ায় 

(খ) খন্ডীকরণ প্রক্রিয়ায় 

(গ) ক্ষুদ্রকণা বিশরন প্রক্রিয়ায় 

(ঘ) প্রস্তরচাঁই বিচ্ছিন্নকরন প্রক্রিয়ায়

১.৬ কোন্‌ দেশটিকে ‘ভূমিকম্পের দেশ’ বলা হয় – 

(ক) ইংল্যান্ড 

(খ) চীন 

(গ) অস্ট্রেলিয়া 

(ঘ) জাপান

১.৭ সবচেয়ে উঁচুমানের লোহার আকরিক হলো – 

(ক) ম্যাগনেটাইট 

(খ) হেমাটাইট 

(গ) লিমোনাইট

(ঘ) সিডেরাইট

১.৮ শৈলশহরের রানি বলা হত – 

(ক) দার্জিলিং 

(খ) কার্সিয়াং 

(গ) কালিম্পং

(ঘ) মিরিখ

১.৯ ভারতের লাদাখ মালভূমি এক ধরনের – 

(ক) ব্যবচ্ছিন্ন মালভূমি 

(খ) লাভা মালভূমি 

(গ) শিল্ড মালভূমি 

(ঘ) পর্বতবেষ্টিত মালভূমি

১.১০ নিচের কোন্‌টি পৃথিবীর বৃহত্তম পাত – 

(ক) প্রশান্ত মহাসাগরীয় 

(খ) উত্তর আমেরিকা 

(গ) ইউরেশিয় 

(ঘ) আফ্রিকা

WB Class 9 History Model Question Paper

(২) নীচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :

২.১ গেসপেরিওডাস কথার অর্থ কি? 

২.২ বিষুব কথাটির অর্থ কি?

২.৩ আন্তর্জাতিক তারিখ রেখার মান কত?

২.৪ কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত?

২.৫ একটি দ্রুতগতির অন্তর্জাত প্রক্রিয়ার নাম লেখো।

২.৬ ভারতের সাতপুরা কি ধরনের পর্বত?

২.৭ যে গোলাকার নলের মধ্য দিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে তাকে কি বলে?

২.৮ আবহবিকার ও ক্ষয়ীভবনকে একত্রে কি বলে?

২.৯ চারনোজেম মৃত্তিকা কোন্‌ পদ্ধতিতে সৃষ্টি হয়?

২.১০ সুনামি কথাটির অর্থ কি?

WB Class 9 History Model Question Paper

(৩) নীচের সংক্ষিপ্ত প্রশণগুলির উত্তর দাওঃ

৩.১ আকরিক লোহার শ্রেণীবিভাগ কর।

৩.২ অপ্রচলিত সম্পদ বলতে কী বোঝো?

৩.৩ লোয়েস কি?

৩.৪ পামির মালভূমিকে ‘পৃথিবীর ছাদ’ বলা হয় কেন?

৩.৫ সমপ্রায় ভূমি কাকে বলে?

WB Class 9 History Model Question Paper

(৪) নীচের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও :

৪.১ GPS পদ্ধতি তিনটি ব্যবহার লেখ।

৪.২ পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থা বলতে কী বোঝো?

৪.৩ কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা হয় কেন?

৪.৪ আবহবিকার ও ক্ষয়ীভবন এর প্রধান তিনটি পার্থক্য লেখ।

৪.৫ দুর্যোগ ও বিপর্যয়ের তিনটি পার্থক্য লিখো।

WB Class 9 History Model Question Paper

(৫) রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনো একটি প্রশ্ন)

৫.১ পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যা ও সম্ভাবনা লেখ।

৫.২ পাত সঞ্চালন তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তির কারণ গুলি আলোচনা করো।

WB Class 9 History Model Question Paper

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close