Bank Account Aadhaar Link Online || How to Aadhar Link in Bank Account
Aadhaar Seeding Bank Document
(1) Account Number
(2) Linked Mobile Number (With Bank)
(3) Linked Mobile Number (With Aadhaar)
How to Link Bank Account with Aadhaar
প্রথমেই Google.com এ সার্চ করতে হবে "Aadhaar Seeding PNB" (if your bank sbi/pnb/hdfc/axix etc) এবং উপরের লিঙ্কে ক্লিক করে Visit করতে হবে।
তারপর "CLICK HERE FOR OTP BASED AADHAAR SEEDING" ক্লিক করে পরে পেজে যেতে হবে।
এরপর আপনার ব্যাঙ্কের Account Number (এক্ষেত্রে PNB) দিতে হবে এবং Captcha Solved kore "Continue" Button এ ক্লিক করে পরে পেজে যেতে হবে।
তারপর আপনার রেজস্ট্রেশন করার মোবাইলে একটি OTP আসলে এই ওটিপি এবং Captcha Solved করে পরের পেজে যেতে হবে।
এখন পরের পেজের "Proceed For Aadhaar Verification" এর উপর ক্লিক করে পরের পেজে যেতে হবে।
তারপর আপনার Aadhaar Card Number দিয়ে এবং Yes কে টিক চিহ্ন দিয়ে "Continue" Button এ ক্লিক করতে হবে।
এরপর আপনার Aadhaar Card এ যে Mobile Number Link করা আছে সেই মোবাইলে একটি OTP আসবে সেটা দিয়ে আপনার এই সম্পূর্ন প্রসেসটি শেষ করতে হবে।
সবার শেষে আপনার আধার কার্ডের এবং ব্যাঙ্কের Details আসলে আপনার Bank Aadhaar Link সম্পূর্ণ হয়েছে।
যদি আপনাদের এই পেজটির লেখা কোনো উপকারে লাগে বা ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের এই পেজটি গ্রো হতে সাহায্য করুন। ধন্যবাদ।।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ