HS ABTA Test Paper 2023 History Page AC 222 Answer
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) 'What is History' এর লেখক হলেন - ই এইচ কার
(ii) 'রাজতরঙ্গিনী' গ্রন্থে মূলত কোন্ অঞ্চলের ইতিহাস জানা যায়? - কাশ্মীর
(iii) সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় - ১৮১৬ খ্রিস্টাব্দে
(iv) ক স্তম্ভ এর সাথে খ স্তম্ভ মেলাও :
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
---|---|
(i) রামমোহন রায় | (a) সতীদাহ প্রথা |
(ii) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | (b) বিধবা বিবাহ |
(iii) ডিরোজিও | (c) শুদ্ধি আন্দোলন |
(iv) দয়ানন্দ সরস্বতী | (d) ইয়ং বেঙ্গল |
উত্তরঃ (i) রামমোহন রায় - (a) সতীদাহ প্রথা
(ii) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - (b) বিধবা বিবাহ
(iii) ডিরোজিও - (d) ইয়ং বেঙ্গল
(iv) দয়ানন্দ সরস্বতী - (c) শুদ্ধি আন্দোলন
(v) 'নানকিং' -এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল - ১৮৪২ খ্রিস্টাব্দে
(vi) বাংলার উদ্ভব শাসনের অবসান ঘটান - ওয়ারেন হেস্টিংস
(vii) চিরস্থায়ী বন্দোবস্ত-এর প্রবর্তক ছিলেন - লর্ড কর্ণওয়ালিশ
(viii) ভারতের রেলপথের জনক হলেন - লর্ড ডালহৌসি
(ix) ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় - ১৮০০ খ্রিস্টাব্দে
(x) 'দক্ষিণী বিদ্যাসাগর' বলা হতো - বীরসালিঙ্গম পানতুলু
(xi) স্তম্ভ মেলাও :
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
---|---|
(i) স্বামী বিবেকানন্দ | (a) বিধবা বিবাহ |
(ii) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | (b) বর্তমান ভারত |
(iii) শ্রীরামকৃষ্ণ | (c) শুদ্ধি আন্দোলন |
(iv) দয়ানন্দ সরস্বতী | (d) যত মত তত পথ |
উত্তরঃ (i) স্বামী বিবেকানন্দ - (b) বর্তমান ভারত
(ii) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - (a) বিধবা বিবাহ
(iii) শ্রীরামকৃষ্ণ - (d) যত মত তত পথ
(iv) দয়ানন্দ সরস্বতী - (c) শুদ্ধি আন্দোলন
(xii) বারদৌলি সত্যগ্রহের নেতৃত্ব দেন - বল্লভভাই প্যাটেল
(xiii) 'সীমান্ত গান্ধী' নামে পরিচিত ছিলেন - খান আব্দুল গফফর খান
(xiv) পৃথক পাকিস্থানের দাবি তোলা যে অধিবেশনে - লাহোর
(xv) ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন - চার্চিল
(xvi) ডঃ সুকর্ণ নেতা ছিলেন - ইন্দোনেশিয়ার
(xvii) ভারতের লৌহমানব হিসেবে পরিচিত ছিলেন - সর্দার বল্লভভাই প্যাটেল
(xviii) ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে - ওলন্দাজ
(xix) জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন - নেহরু
(xx) ফুলটন বক্তৃতা দিয়েছিলেন - চার্চিল
(xxi) দাঁতাত কথার অর্থ হল - উত্তেজনা প্রশমন
(xxii) আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় - ১৯৪১ খ্রিস্টাব্দে
(xxiii) হরি সিং ছিলেন - কাশ্মীরের মহারাজা
(xxiv) প্যাট্রিক লুমুম্বা কোন্ দেশের প্রধানমন্ত্রী ছিলেন - কঙ্গো
HS ABTA Test Paper All Subject Solved : Click Here...
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ