HS ABTA Test Paper 2023 History Page AC 232 Answer
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার - রমেশচন্দ্র মজুমদার
(ii) ইংরেজি 'মিউজিয়াম' শব্দটি এসেছে - লাতিন শব্দ
(iii) 'মার্কেন্টাইলবাদ' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন - অ্যাডাম স্মিথ
(iv) ভাস্কো-ডা-গামা ভারতে প্রথম পদার্পণ করেন - কালিকট বন্দরে
(v) প্রথম সনদ আইন পাস হয়েছিল - ১৮১৩ খ্রিস্টাব্দে
(vi) বাংলায় দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান - ওয়ারেন হেস্টিংস
(vii) বক্সারের যুদ্ধে জড়িত ছিলেন না - সিরাজ-উদ-দৌলা
(viii) স্তম্ভ-১ এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও :
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
---|---|
(i) সাধারণ ব্রাহ্মসভা | (a) জ্যোতিরাও ফুলে |
(ii) সত্যশোধক সমাজ | (b) শিবনাথ শাস্ত্রী |
(iii) প্রার্থনা সমাজ | (c) রাজা রামমোহন রায় |
(iv) আত্মীয় সভা | (d) আত্মারাম পাণ্ডুরঙ্গ |
উত্তরঃ (i) সাধারণ ব্রাহ্মসভা - (c) রাজা রামমোহন রায়
(ii) সত্যশোধক সমাজ - (a) জ্যোতিরাও ফুলে
(iii) প্রার্থনা সমাজ - (d) আত্মারাম পাণ্ডুরঙ্গ
(iv) আত্মীয় সভা - (b) শিবনাথ শাস্ত্রী
(ix) শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন - দয়ানন্দ সরস্বতী
(x) গান্ধি প্রবর্তিত 'হরিজন' - এর অর্থ - ঈশ্বরের সন্তান
(xi) ভারতে 'দ্বিজাতিতত্ত্ব'-এর অবতারণা করেন - মহম্মদ আলি জিন্নাহ
(xii) প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেনি - কংগ্রেস
(xiii) ১৯৪০ খ্রিস্টাব্দে মুসলিম লিগের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল - লাহোরে
(xiv) 'গান্ধিবুড়ি' নামে পরিচিত ছিলেন - মাতঙ্গিনী হাজরা
(xv) 'India Wins Freedom' -এর রচয়িতা হলেন - মৌলানা আবুল কালাম আজাদ
(xvi) 'এশিয়াবাসীদের জন্য এশিয়া' - এই স্লোগানটি ছিল - জাপানের
(xvii) ফালটন বক্তৃতা দিয়েছিলেন - চার্চিল
(xviii) কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল - সোভিয়েত ইউনিয়ন
(xix) স্তম্ভ-১ এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও :
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
---|---|
(i) ম্যাক্সিম লিটভিনভ | (a) ব্রিটিশ প্রধানমন্ত্রী |
(ii) উইনস্টন চার্চিল | (b) মার্কিন রাষ্ট্রপতি |
(iii) জোসেফ স্ট্যালিন | (c) রুশ পরিরাষ্ট্রমন্ত্রী |
(iv) হ্যারি ট্রুম্যান | (d) রুশ রাষ্ট্রপতি |
উত্তরঃ (i) ম্যাক্সিম লিটভিনভ - (c) রুশ পরিরাষ্ট্রমন্ত্রী
(ii) উইনস্টন চার্চিল - (a) ব্রিটিশ প্রধানমন্ত্রী
(iii) জোসেফ স্ট্যালিন - (d) রুশ রাষ্ট্রপতি
(iv) হ্যারি ট্রুম্যান - (b) মার্কিন রাষ্ট্রপতি
(xx) ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? - সিরিয়া-মিশর
(xxi) আলজেরিয়ায় উপনিবেশ ছিল - ফ্রান্সের
(xxii) বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন - শেখ মুজিবর রহমান
(xxiii) ১৯৫১ খ্রিস্টাব্দে ভারতে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় - খড়্গপুরে
(xxiv) সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - ঢাকায়
HS ABTA Test Paper All Subject Solved : Click Here...
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ