HS ABTA Test Paper 2023 History Page AC 219 Answer
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) 'জাতিগর্বের তত্ত্ব' তুলে ধরেছেন - কিপলিং
(ii) ইতিহাস রচনার সূত্রপাত ঘটেছিল - গ্রিসে
(iii) পোর্তুগিজরা 'ব্ল্যাক গোল্ড' বলত - গোলমরিচ
(iv) ইনকা সভ্যতা ধ্বংস করেন - ফ্রান্সিসকো পিজারো
(v) পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি ছিলেন - রবার্ট ক্লাইভ
(vi) বাংলাদেশে স্বাধীন নবাবির সূচনা করেন - আলিবর্দী
(vii) স্তম্ভ-ক এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও :
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
---|---|
(i) সলবাই সন্ধি | (a) ১৮০৯ |
(ii) অমৃতসরের সন্ধি | (b) ১৭৬৫ |
(iii) দেওয়ানি লাভ | (c) ১৭৭০ |
(iv) ছিয়াত্তরের মন্বত্বর | (d) ১৭৮২ |
উত্তরঃ (i) সলবাই সন্ধি - (d) ১৭৮২
(ii) অমৃতসরের সন্ধি - (a) ১৮০৯
(iii) দেওয়ানি লাভ - (b) ১৭৬৫
(iv) ছিয়াত্তরের মন্বত্বর - (c) ১৭৭০
(viii) গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষকরা যে নামে পরিচিত ছিল - পতিদার
(ix) সত্যশোধক সমাজের মুখপাত্র ছিল - দীনমিত্র
(x) তাইপিং কথাটির অর্থ - মহান শান্তি
(xi) ওয়ালচাঁদ ও হীরাচাঁদ পুঁজি বিনিযোগ করেন - জাহাজ শিল্পে
(xii) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয় - ১৯৩২ খ্রিস্টাব্দে
(xiii) পশ্চিম ভারতে দেশীয় পুঁজিতে গড়ে ওঠে - বস্ত্র শিল্প
(xiv) স্তম্ভ-ক এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও :
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
---|---|
(i) দিল্লী চলো | (a) গান্ধীজি |
(ii) ডু অর ডাই | (b) মুসলিম লিগ |
(iii) এশিয়া এশিয়াবাসীর জন্য | (c) নেতাজি |
(iv) লড়কে লেঙ্গে পাকিস্তান | (d) জাপান |
উত্তরঃ (i) দিল্লী চলো - (c) নেতাজি
(ii) ডু অর ডাই - (a) গান্ধীজি
(iii) এশিয়া এশিয়াবাসীর জন্য - (d) জাপান
(iv) লড়কে লেঙ্গে পাকিস্তান - (b) মুসলিম লিগ
(xv) নেতাজিকে জাপানে আমন্ত্রণ জানান - রাসবিহারী বসু
(xvi) রশিদ আলি দিবস পালিত হয় - ১২ ফেব্রুয়ারি
(xvii) Mr. X ছদ্মনাম ছিল - জর্জ কেন্নান-এর
(xviii) পটলডাম সম্মেলন অনুষ্ঠিত হয় - ১৯৪৫ খ্রিস্টাব্দে
(xix) জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন - ওয়েইজম্যান
(xx) পেন্টাগন যে দেশের সমর দপ্তর সেটি হল - মার্কিন যুক্তরাষ্ট্র
(xxi) জিম্বাবোয়ের পূর্ব নাম ছিল - রোডেশিয়া
(xxii) আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন - ফারহাস আব্বাস
(xxiii) ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার ছিলেন - জওহরলাল নেহরু
(xxiv) বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেনা দিয়ে সাহায্য করে - ভারত
HS ABTA Test Paper All Subject Solved : Click Here...
8 ar answer kunbi Hobe
উত্তরমুছুন