HS ABTA Test Paper 2023 History Page AC 209 Answer
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় - চীনকে
(ii) হাজারদুয়ারী জাদুঘর হলো - ঐতিহাসিক জাদুঘর
(iii) 'নয়া সাম্রাজ্যবাদ' কথাটি প্রথম ব্যবহার করেন - হবসন
(iv) শিমনোসিকির সন্ধি স্বাক্ষরিত হয় - চীন ও জাপানের মধ্যে
(v) আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় - ১৭৫৭ সালে ৯ই ফেব্রুয়ারি
(vi) বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটে - ১৭৭২ খ্রিস্টাব্দে
(vii) নানকিং সন্ধি স্বাক্ষরিত হয় - প্রথম অহিফেন যুদ্ধের পর
(viii) পটলডাঙা একাডেমির বর্তমান নাম হলো - হেয়ার স্কুল
(ix) সতীহাদ প্রথা নিষিদ্ধ আইন হয়েছিল - ১৮২৯ সালে xii রেগুলেশনে
(x) 'লোকহিতবাদী' নামে পরিচিত - গোপালহরি দেশমুখ
(xi) রাওলাট কমিশনের অপর নাম হলো - সিডিশন কমিশন
(xii) 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও :
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
---|---|
(i) আইন অমান্য আন্দোলন | (a) ১৯১৯ খ্রিস্টাব্দে |
(ii) মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন | (b) ১৯২৯ খ্রিস্টাব্দে |
(iii) স্বরাজ্য দল | (c) ১৯৩০ খ্রিস্টাব্দে |
(iv) মীরাট ষড়যন্ত্র মামলা | (d) ১৯২৩ খ্রিস্টাব্দে |
উত্তরঃ (i) আইন অমান্য আন্দোলন - (c) ১৯৩০ খ্রিস্টাব্দে
(ii) মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন - (a) ১৯১৯ খ্রিস্টাব্দে
(iii) স্বরাজ্য দল - (d) ১৯২৩ খ্রিস্টাব্দে
(iv) মীরাট ষড়যন্ত্র মামলা - (b) ১৯২৯ খ্রিস্টাব্দে
(xiii) Now or Never শীর্ষক পুস্তিকাটি লেখেন - চৌধুরী রহমত আলি
(xiv) 'শের-ই-বঙ্গাল' বলা হয় - ফজলুল হককে
(xv) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন - রুজভেল্ট
(xvi) ইন্দোচিন কাদের উপনিবেশ ছিল - ফরাসী
(xvii) ফাতাহ সংগঠনটি প্রতিষ্ঠা করেন - ইয়াসের আরাফত
(xviii) জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিলেন না - ফ্রান্স
(xix) U-2 হলো - একটি অভিযানের নাম
(xx) মধ্যপ্রাচ্যের সবচেয়ে উল্লেখযোগ্য জলপথ হলো - সুয়েজ খাল
(xxi) ঘানার পূর্ব নাম ছিল - গোল্ডকোষ্ট
(xxii) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম ছিল - ইয়াহিয়া খান
(xxiii) ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন - সুকুমার সেন
(xxiv) বাংলাদেশের আইন সভার নাম হলো - জাতীয় সংসদ
HS ABTA Test Paper All Subject Solved : Click Here...
History SAQ(1 Marks)Answer Gulo Dile Valo Hoy...
উত্তরমুছুন