LightBlog
Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 209 Answer
Type Here to Get Search Results !

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 209 Answer

HS ABTA Test Paper 2023 History Page AC 209 Answer

hs abta test paper 2022-23 History page ac 209 solved
hs abta test paper 2022-23 History page ac 209 solved


1. সঠিক উত্তরটি নির্বাচন করো :

(i) রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় - চীনকে

(ii) হাজারদুয়ারী জাদুঘর হলো - ঐতিহাসিক জাদুঘর

(iii) 'নয়া সাম্রাজ্যবাদ' কথাটি প্রথম ব্যবহার করেন - হবসন

(iv) শিমনোসিকির সন্ধি স্বাক্ষরিত হয় - চীন ও জাপানের মধ্যে

(v) আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় - ১৭৫৭ সালে ৯ই ফেব্রুয়ারি

(vi) বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটে - ১৭৭২ খ্রিস্টাব্দে

(vii) নানকিং সন্ধি স্বাক্ষরিত হয় - প্রথম অহিফেন যুদ্ধের পর

(viii) পটলডাঙা একাডেমির বর্তমান নাম হলো - হেয়ার স্কুল

(ix) সতীহাদ প্রথা নিষিদ্ধ আইন হয়েছিল - ১৮২৯ সালে xii রেগুলেশনে

(x) 'লোকহিতবাদী' নামে পরিচিত - গোপালহরি দেশমুখ

(xi) রাওলাট কমিশনের অপর নাম হলো - সিডিশন কমিশন

(xii) 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও :

স্তম্ভ ১ স্তম্ভ ২
(i) আইন অমান্য আন্দোলন (a) ১৯১৯ খ্রিস্টাব্দে
(ii) মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন (b) ১৯২৯ খ্রিস্টাব্দে
(iii) স্বরাজ্য দল (c) ১৯৩০ খ্রিস্টাব্দে
(iv) মীরাট ষড়যন্ত্র মামলা (d) ১৯২৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (i) আইন অমান্য আন্দোলন - (c) ১৯৩০ খ্রিস্টাব্দে

(ii) মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন - (a) ১৯১৯ খ্রিস্টাব্দে

(iii) স্বরাজ্য দল - (d) ১৯২৩ খ্রিস্টাব্দে

(iv) মীরাট ষড়যন্ত্র মামলা - (b) ১৯২৯ খ্রিস্টাব্দে

(xiii) Now or Never শীর্ষক পুস্তিকাটি লেখেন - চৌধুরী রহমত আলি

(xiv) 'শের-ই-বঙ্গাল' বলা হয় - ফজলুল হককে

(xv) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন - রুজভেল্ট

(xvi) ইন্দোচিন কাদের উপনিবেশ ছিল - ফরাসী

(xvii) ফাতাহ সংগঠনটি প্রতিষ্ঠা করেন - ইয়াসের আরাফত

(xviii) জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিলেন না - ফ্রান্স

(xix) U-2 হলো - একটি অভিযানের নাম

(xx) মধ্যপ্রাচ্যের সবচেয়ে উল্লেখযোগ্য জলপথ হলো - সুয়েজ খাল

(xxi) ঘানার পূর্ব নাম ছিল - গোল্ডকোষ্ট

(xxii) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম ছিল - ইয়াহিয়া খান

(xxiii) ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন - সুকুমার সেন

(xxiv) বাংলাদেশের আইন সভার নাম হলো - জাতীয় সংসদ

HS ABTA  Test Paper All Subject Solved : Click Here...

2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশণগুলির উতর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close