HS ABTA Test Paper 2023 History Page AC 177 Solved
(i) রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় - চীনকে
(ii) 'রাজাবলী' গ্রন্থের রচয়িতা হলেন - মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
(iii) 'দূরপ্রাচ্য' বলা হয় - চীন ও জাপানকে
(iv) 'কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা' ধারণাটি প্রচার করেন - জেমস মিল
(v) 'দস্তক' কথার অর্থ - বাণিজ্যিক ছাত্রপত্র
(vi) আমিনি কমিশন গঠন করেন - ওয়ারেন হেস্টিংস
(vii) প্রথম অহিফেন যুদ্ধ সংঘঠিত হয় - ১৮৪২ খ্রিস্টাব্দে
(viii) ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ম্যাগনকার্টা বলা হয় - উডের ডেসপ্যাচকে
(ix) হিন্দু পাইওনীয়ার পত্রিকাটি প্রকাশ করেন - নব্যবঙ্গ দল
(x) 'লোকহিতবাদী' নামে পরিচিত - গোপালহরি দেশমুখ
(xi) 'উকিল নেহী, দলিল নেহী, আপিল নেহী' - রাওলাট আইন সম্পর্কে এই বিখ্যাত উক্তিটি করেন - গান্ধিজী
(xii) ভারতে প্রথম মে দিবস পালিত হয় - ১৯২৩ খ্রিস্টাব্দে
(xiii) AITUC-র প্রথম সভাপতি ছিলেন - লালা লাজপত রায়
(xiv) স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় - ১৯৪৯ খ্রিস্টাব্দে
(xv) মহম্মদ হাত্তা ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম - উপরাষ্ট্রপতি
(xvi) এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি ছিল - জাপানের
(xvii) দাঁতাত কথার অর্থ কী? - উত্তেজনা প্রশমন
(xviii) পটসডম সম্মেলন অনুষ্ঠিত হয় - ১৯৪৫ খ্রিস্টাব্দে
(xix) গ্লাসনস্তের প্রবর্তক ছিলেন - গর্বাচেভ
(xx) বারবারা স্প্রিং প্রতিবাদী আন্দোলন হয়েছিল - আলজেরিয়ায়
(xxi) প্যাট্রিক লুমুম্বা প্রধানমন্ত্রী ছিলেন - কঙ্গো
(xxii) বাংলাদেশের আইনসভার নাম হলো - জাতীয় সংসদ
(xxiii) ন্যাটোর সদর কার্যালয় অবস্থিত - ব্রাসেলস
(xxiv) 'Discovery of India' গ্রন্থটির লেখক - জওহরলাল নেহরু
HS ABTA Test Paper All Subject Solved : Click Here...