LightBlog
Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 170 Solved
Type Here to Get Search Results !

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 170 Solved

HS ABTA Test Paper 2023 History Page AC 170 Solved

hs abta test paper 2022-23 History page ac 170 solved
hs abta test paper 2022-23 History page ac 170 solved


1. সঠিক উত্তরটি নির্বাচন করো :

(i) 'ইতিহাস একটি বিজ্ঞান' বেশিও নয়, কমও নয় - এটি কার উক্তি? - বিউরি

(ii) কার তত্ত্বাবধানে "ভারতীয় জাদুঘর" স্থাপিত হয়? - ডঃ ন্যাথানিয়েল উলরিখের

(iii) মুক্তদ্বার নীতিকে "অদৃশ্য সাম্রাজ্যবাদ" বলেন - জওহরলাল নেহরু

(iv) স্তম্ভ মেলাও :

স্তম্ভ ১ স্তম্ভ ২
(i) সগৌলির সন্ধি (a) ১৮৭৯ খ্রিস্টাব্দ
(ii) ইয়ান্দাবুর সন্ধি (b) ১৮১৬ খ্রিস্টাব্দ
(iii) নানকিং-এর সন্ধি (c) ১৮২৬ খ্রিস্টাব্দ
(iv) গন্ডামাকের সন্ধি (d) ১৮৪২ খ্রিস্টাব্দ

উত্তরঃ (i) সগৌলির সন্ধি - (b) ১৮১৬ খ্রিস্টাব্দ

(ii) ইয়ান্দাবুর সন্ধি - (c) ১৮২৬ খ্রিস্টাব্দ

(iii) নানকিং-এর সন্ধি - (d) ১৮৪২ খ্রিস্টাব্দ

(iv) গন্ডামাকের সন্ধি - (a) ১৮৭৯ খ্রিস্টাব্দ

(v) কত খ্রিস্টাব্দে সর্বশেষ সপর্দ আইন বা চার্টার অ্যাক্ট পাশ হয়? - ১৮৫৩ খ্রিস্টাব্দে

(vi) ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে - ১৮৪২ খ্রিস্টাব্দে

(vii) "কাও তাও প্রথা" হলো - চিন সম্রাটকে নতজানু হয়ে অভিবাদন জানানো

(viii) "গণবণী" পত্রিকার সম্পাদক ছিলেন - মুজফফর আহমদ

(ix) "হিন্দু পাইওনিয়ার" পত্রিকা কারা প্রকাশ করে? - নব্যবঙ্গ

(x) কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন - ওয়ারেন হেস্টিংস

(xi) ভারত সচিব এবং ভাইসরয় পদের সৃষ্টি হয় - ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে

(xii) পুণা চুক্তি স্বাক্ষরিত হয় - গান্ধিজী ও আম্বেদকরের মধ্যে

(xiii) মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়েছিল - ঢাকায়

(xiv) ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন - ডঃ সীতারামাইয়া

(xv) "ওয়াশিংটন চুক্তি" স্বাক্ষরিত হয় - ১৯২১ খ্রিস্টাব্দে

(xvi) ভারতীয় গণপরিষদের আসন সংখ্যা কত ছিল? - ৩৮৯

(xvii) NTBT স্বাক্ষরিত হয়? - আমেরিকা ও রাশিয়ার মধ্যে

(xviii) "গ্লাসনস্ত"-এর প্রবর্তক ছিলেন - গর্বাচভ

(xix) কবে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়? - ১৯৮৯ খ্রিস্টাব্দের ৭ই ডিসেম্বর

(xx) দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তর্ভুক্ত দেশগুলি হলো - ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন

(xxi) "আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি" - গানটি রচনা করেন - আবদুল গফফর চৌধুরী

(xxii) "স্বেচ্ছাধীন ক্ষমতা" একমাত্র প্রয়োগ করতে পারেন - রাজ্যপাল

(xxiii) ১৯৫১ খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় - খড়কপুরে

(xiv) প্রশান্তচন্দ্র মহলানবিশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? - প্রথম

HS ABTA  Test Paper All Subject Solved : Click Here...

2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. প্রসান্তচন্দ্র মহলানবিশ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা র খসরা প্রস্তুত করেছিলেন

    উত্তরমুছুন

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close