HS ABTA Test Paper 2023 History Page AC 156 Solved
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) বৈজ্ঞানিক ইতিহাসচর্চার জনক বলা হয় - থুকিডিডিসকে
(ii) ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় - ১৭৫৩ খ্রিস্টাব্দে
(iii) নতুন বিশ্ব বা 'New World' শব্দটি প্রথম ব্যবহার করেন - আমেরিগো ভেসপুচি
(iv) ভাস্কো-ডা-গামা ভারতের কোন্ বন্দরে প্রথম পদার্পণ করেন - কালিকট
(v) কে বাংলায় দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান - ওয়ারেন হেস্টিংস
(vi) ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় - ১৮০০ খ্রিস্টাব্দে
(vii) স্তম্ভ মেলাও :
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
---|---|
(i) অমৃতসরের সন্ধি | (a) ১৭৮২ সাল |
(ii) শ্রীরঙ্গপত্তমের সন্ধি | (b) ১৮০২ সাল |
(iii) সলবাইয়ের সন্ধি | (c) ১৮০৯ সাল |
(iv) বেসিনের সন্ধি | (d) ১৭৯২ সাল |
উত্তরঃ (i) অমৃতসরের সন্ধি - (c) ১৮০৯ সাল
(ii) শ্রীরঙ্গপত্তমের সন্ধি - (d) ১৭৯২ সাল
(iii) সলবাইয়ের সন্ধি - (a) ১৭৮২ সাল
(iv) বেসিনের সন্ধি - (b) ১৮০২ সাল
(viii) ডিরোজিওর অনুগামীদের বলা হয় - ইয়ংবেঙ্গল
(ix) 'দক্ষিণী বিদ্যাসাগর' কাকে বলা হতো - বীরসালিঙ্গম পানতুলু
(x) 'বর্তমান ভারত' রচনা করেন - স্বামী বিবেকানন্দ
(xi) মর্লে-মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় - ১৯০৯ খ্রিস্টাব্দে
(xii) মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তান-এর দাবি তোলা হয় সেটি হলো - লাহোর
(xiii) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন - র্যামসে ম্যাকডোনাল্ড
(xiv) 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' গান্ধীজির এই কথাটি যুক্ত ছিল - আইন অমান্য আন্দোলনের সঙ্গে
(xv) ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় - ১৯৪৭ সালের ১৮ জুলাই
(xvi) গান্ধীজি 'ফেল পড়া ব্যাংকের উপর আগামী তারিখের চেক' বলে মন্তব্য করেন - ক্রিপস প্রস্তাবকে
(xvii) ন্যাটো গঠিত হয় - ১৯৪৯ খ্রিস্টাব্দে
(xviii) পঞ্চশীল স্বাক্ষরিত হয় ভারত ও - চীনের মধ্যে
(xix) ফুলটন বক্তৃতা দিয়েছিলেন - চার্চিল
(xx) দিয়েন বিয়েন ফু-র যুদ্ধে জে জয়ী হয়েছিল - ভিয়েতনাম
(xxi) ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল - ১৯৫০ খ্রিস্টাব্দে
(xxii) পি সি মহালানবিশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন - প্রথম
(xxiii) আলজেরিয়ায় উপনিবেশ ছিল - ফ্রান্সের
(xiv) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় - ২১ ফেব্রুয়ারি
HS ABTA Test Paper All Subject Solved : Click Here...
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :
😓
উত্তরমুছুন