HS ABTA Test Paper 2023 Biological Science SC Page 11
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
(i) গর্ভযন্ত্র গঠিত হয় - ডিম্বক ও সহকারী কোশ নিয়ে
(ii) কর্পাস লুটিয়াম ক্ষরণ করে - প্রোজেস্টেরন
অথবা,
সারটোলি কোশের কাজ হলো - শুক্রাণুকে পুষ্টি যোগানো
(iii) কপার - T লুপ প্রতিরোধ করে - নিষেক
(iv) নিম্নলিখিত কোন্টি মনোসোমির উদাহরণ? - ডাউন সিনড্রোম
অথবা,
মা বর্ণন্ধতা রোগের বাহক (Xc+Sc) ও বাবা স্বাভাবিক (Xc+Y) হলে - অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে
(v) ব্যাকটিরিয়ার ট্রান্সক্রিপশনে rho ফ্যাক্টর-এর অপর নাম হলো - টারমিনেশন ফ্যাক্টর
(vi) নিম্নলিখিত কোন্ বিজ্ঞানী জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা? - ওয়াইসম্যান
(vii) Hardy Weinberg-এর মূলনীতিটি প্রযোজ্য - বৃহৎ জীবগোষ্ঠীর ক্ষেত্রে
(viii) চরস, গাঁজা, তাং ও ম্যারিজুয়ানা হলো - ক্যানাবিনয়েড
(ix) মুরগির একটি ইংলিশ ব্রিড হলো - অরপিংটন
অথবা,
ধানক্ষেত্রে গুরুত্বপূর্ণ জৈবসার হিসেবে ব্যবহৃত হয় - Cyanobacteria
(x) Taq polymerase উৎসেচক যে ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় তা হলো - Thermus aquaticus
অথবা,
PCR-এর উদ্দেশ্য হলো - DNA অ্যামপ্লিফিকেশন
(xi) কোন্টি BT জিন! - cry
(xii) অ্যামেনসালিজম হলো দুপ্রজাতির মধ্যে আন্তঃসম্পর্ক, যেখানে - একটি প্রজাতি ক্ষতিগ্রস্ত হয় এবং অপরটির কোনো প্রভাব পড়ে না
(xiii) ডেট্রিটাসে থাকে - সবকটিই
(xiv) 'চিপকো আন্দোলন' প্রদত্ত ব্যক্তিদের মধ্যে কার সঙ্গে সম্পর্কিত? - এস বহুগুণা
HS ABTA Test Paper All Subject Solved : Click Here...
Iv এর উত্তর টা ভুল আছে
উত্তরমুছুন