Higher Secondary ABTA Test Paper 2023 Philosophy Page AC 159 Solved
Type Here to Get Search Results !

Higher Secondary ABTA Test Paper 2023 Philosophy Page AC 159 Solved

HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 159 Solved

hs abta test paper 2023 Philosophy page ac 159 solved
hs abta test paper 2023 Philosophy page ac 159 solved


1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

(i) 'Logos' শব্দটির অর্থ হলো - চিন্তা

(ii) একটি বচন সর্বদা - সত্য / মিথ্যা

(iii) শর্ত অনুসারে বচন - দুই প্রকার

(iv) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধীতার সম্বন্ধ তা হলো - বিপরীত বিরোধিতা

(v) অমাধ্যম অনুমানে কয়টি বচন থেকে সিন্ধান্ত পাওয়া যায় - একটি বচন থেকে

(vi) অসম বিরোধীতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্যমূল্য হবে - অনিশ্চিত

(vii) যে বচনের আবর্তন সম্ভব নয় সেটি হলো - O বচন

(viii) রবীন্দ্রনাথ হয় বিশ্বকবি, বিশ্বকবি হয় রবীন্দ্রনাথ, এটি হলো - সম আবর্তন

(ix) নিরপেক্ষ ন্যায়ে সংস্থানের সংখ্যা হলো - চারটি

(x) BARBARA মূর্তিটি বৈধ হয় - প্রথম সংস্থানে

(xi) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তর প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হলো - পূর্বগ ও অনুগ

(xii) যদি p তাহলে q, q নয় p নয় - এই যুক্তি আকারটি হলো - বৈধ MT

(xiii) শূন্য শ্রেণির বুলীয় ভাষ্যটি হলো - S=O

(xiv) কোনো মানুষ নয় পূণ্য সত্তা - বচনটির ভেনচিত্র হলো - 

(xv) কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে - অঙ্গবচন ও যোজকের উপর

(xvi) যে যৌগিক বচনের সত্যসারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে - স্বতঃ মিথ্যা বচন

(xvii) আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো - প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি

(xviii) আরোহ অনুমানের সমস্যাটি হলো - সামান্যীকরণ

(xix) সাদৃশ্য কীসের ভিত্তি - উপমা যুক্তি

(xx) "পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান" - একথা বলে - কার্ভেথ রীড়

(xxi) বহুকারণ বাদের একজন সমর্থক হলেন - মিল

(xxii) দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো - অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি

(xxiii) নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো - 

পূর্ববতী ঘটনা অনুবর্তী ঘটনা
ABC abc
ADE ade
AFQ afq

সুতরাং A হলো a এর কারণ - অন্বয়ী পদ্ধতি

(xxiv) "অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ" - বাক্যটিতে 'কারণ' কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো - আব্যশিক শর্ত

HS ABTA  Test Paper All Subject Solved : Click Here...

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close