HS ABTA Test Paper 2023 Biological Science SC Page 27
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
(i) কোনো কোনো বীজে সস্যের বাইরে বর্তমান ভ্রূণপোষক কলার অংশবিশেষকে বলা হয় - টেস্টা
(ii) নিম্নলিখিত কোন্ ক্ষেত্রে ঊজেনেসিস পদ্ধতিতে মিয়োসিস-II ঘটে? - প্রাথমিক ঊসাইট - গৌণ ঊসাইট
(iii) নীচের কোন্টি বাকিগুলির সাথে সঙ্গতিপূর্ণ নয়? - ট্রায়কোমোনিয়েসিস
(iv) একটি পপুলেশনে উপস্থিত জিনের সমষ্টিকে বলে - জিনপুল
(v) খন্ডিত জিন সংক্রান্ত কোন্ তথ্যটি সঠিক নয়? - প্রোক্যারিওটিক কোশের খন্ডিত জিনে ইনট্রনস থাকে
(vi) নীচের কোন্ জনন মাতৃকোশ থেকে সর্বাধিক ধরনের জনন কোশের সৃষ্টি হবে? - AaBb
(vii) নাইট্রোসেলুলোজে DNA ব্যান্ড নেবার পদ্ধতিকে বলে - সাউদার্ন ব্লট
(viii) কোন্টি সঠিক? - 1,2 এবং 4
(ix) গৌণ সিউয়েজ ট্রিটমেন্ট প্রক্রিয়াটি হল - ভৌত প্রক্রিয়া
(x) কোন্ বিজ্ঞানীকে জিন-প্রযুক্তিবিদ্যার জনক বলা হয়? - পল বার্গ
(xi) জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় - কালচারকে সংক্রমণ মুক্ত রাখতে
(xii) কোন্টি গ্রিন-হাউস গ্যাস নয়? - হাইড্রোজেন
(xiii) মনে করো সব ব্যাকটেরিয়া এবং ছত্রাক বিনষ্ট হয়েছে। এক্ষেত্রে কী হবে? - মৃতদেহ ও রেচন পদার্থ স্তুপীকৃত হবে
(xiv) ইকোলজিক্যাল নিচ হল - ইকোসিস্টেমে কোনো জীবের ভূমিকা
HS ABTA Test Paper All Subject Solved : Click Here...
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ