Madhyamik ABTA Test Papers
2022-2023
Physical Science
Page 115
Answer
বিভাগ-‘ক’
1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :
1.1 বায়ুমণ্ডলের কোন্ স্তরে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন স্থাপন করা হয়? - এক্সোস্ফিয়ার
1.2 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হল - PV= RT/4
1.3 STP-তে 1 লিটার H2 গ্যাসের ভর - 0.089 g
1.4 কঠিন পদার্থের ক্ষেত্রে α, β ও γ -এর মধ্যে সম্পর্ক - 6α = 3β = 2γ
1.5 আলোক কেন্দ্রগামী কোনো রশ্মির চ্যুতি হয় - 0°
1.6 আলোর প্রতিসরণের ক্ষেত্রে যেটি অপরিবর্তিত থাকে সেটি হল - কম্পাঙ্ক
1.7 1C = ______ esu আধান (শূন্যস্থান পূরণ করো) - 3×109
1.8 বৈদ্যুতিক যন্ত্রের গায়ে অঙ্কিত তারা (star) চিহ্ন নির্দেশ করে - এনার্জি রেটিং
1.9 তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না - γ-রশ্মি
1.10 4, 12, 20, 38 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলিকে বলে - ক্ষারীয় মৃত্তিকা ধাতু
1.11 কোন্ যৌগটির মধ্যে তড়িৎযোজী ও সমযোজী উভয় প্রকার বন্ধন বর্তমান? - KCN
1.12 অ্যাসিড মিশ্রিত জলের তড়িদ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ওজনের অনুপাত - 1 : 8
1.13 নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামী বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন করে - NH3
1.14 থামিট মিশ্রণটি হল - Fe2O3 + Al
1.15 কোটি অসম্পৃক্ত যৌগ? - C2H4
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
বিভাগ- ‘খ’
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :
2.1 কোন্ ধরনের ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে পরিণত করে?
উত্তরঃ মিথোনোজেনিক ব্যাকটেরিয়া
অথবা
ক্রমবর্দ্ধমান তাপনমূল্য অনুসারে সাজাও : প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোল, তরল হাইড্রোজেন।
উত্তরঃ কয়লা (15000 – 34000 KJ/kg) < পেট্রোল (48000 KJ/kg) < প্রাকৃতিক গ্যাস (52300 KJ/kg) < তরল হাইড্রোজেন (150000 KJ/kg)
2.2 বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো।
উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড (CO2)
2.3 30°C এবং 300K-এর মধ্যে কোটি বড়ো?
উত্তরঃ 30°C
2.4 PV-র SI একক কী?
উত্তরঃ নিউটন-মিটার (N-m) বা জুল (J)
অথবা
কোন্ উষ্ণতায় গ্যাসীয় অণুর গতিবেগ শূন্য হয়?
উত্তরঃ −273°C তাপমাত্রায়
2.5 তামা ও লোহার তৈরি একটি দ্বিধাতব পাতকে ঠাণ্ডা করা হলে কোটি বাইরের দিকে থাকবে?
উত্তরঃ লোহা
2.6 স্ট্রিট লাইটে প্রতিফলক হিসাবে কোন্ ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
উত্তরঃ অবতল দর্পন
2.7 নিম্নলিখিত তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলিকে ক্রমহ্রাসমান কম্পাঙ্ক অনুযায়ী সাজাও : X-রশ্মি, γ–রশ্মি, UV–রশ্মি, মাইক্রোয়েভ, রেডিয়োওয়েভ।
উত্তরঃ γ-রশ্মি > X-রশ্মি > UV-রশ্মি > মাইক্রোয়েভ > রেডিয়োওয়েভ
অথবা
ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব সদবিম্ব এবং বস্তু সাপেক্ষে অবশীর্ষ হয়।
2.8 বাড়িতে ব্যবহৃত তড়িৎযন্ত্রগুলি তড়িৎবর্তনীর সঙ্গে কোন্ সমবায়ে যুক্ত থাকে?
উত্তরঃ সমান্তরাল সমবায়ে
2.9 এমন একটি মৌলের নাম লেখো যার উষ্ণতা বাড়লে রোধ কমে।
উত্তরঃ সিলিকন (Si), জার্মেনিয়াম (Ge) প্রভৃতি।
2.10 নিউক্লীয় চুল্লিতে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তরঃ পারমাণবিক শক্তি তড়িৎ শক্তিতে
2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :
বামস্তম্ভ
2.11.1 একটি ক্ষার ধাতু
2.11.2 যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে
2.11.3 হেমাটাইট থেকে নিষ্কাশিত হয়
2.11.4 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল
ডানস্তম্ভ
(a) F
(b) Fe
(c) K
(d) Cl
উত্তরঃ
2.11.1 একটি ক্ষার ধাতু - (c) K
2.11.2 যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে - (d) Cl
2.11.3 হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় - (b) Fe
2.11.4 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল - (a) F
2.12 একটি সমযোজী কঠিন পদার্থের উদাহরণ দাও।
উত্তরঃ ন্যাপথ্যালিন (C10H8)
2.13 NaCl-এর লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়?
উত্তরঃ হাইড্রোজেন গ্যাস (H2)
2.14 তড়িৎ পরিবহণ করে কিন্তু আয়নিত হয় না, এরূপ পদার্থকে কী বলে?
উত্তরঃ ধাতব পরিবাহী।
অথবা
সোনার প্রলেপ দিতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির নাম লেখো।
উত্তরঃ পটাসিয়াম অরোসায়ানাইড [KAu(CN)2]
2.15 অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে NaHCO3 যোগ করলে কোন্ গ্যাস নির্গত হয়?
উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড (CO2)
অথবা
একটি সংশ্লেষিত জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো।
উত্তরঃ শর্করা বা কার্বোহাইড্রেট
2.16 ওলিয়াম কী?
উত্তরঃ স্পর্শ পদ্ধতিতে প্রস্তুত SO3 -কে ঠান্ডা করে কোকখন্ড দ্বারা পূর্ণ শোষক স্তম্ভে 98% গাঢ় H2SO4 দ্বারা শোষণ করলে যা পাওয়া যায় তাকে বলে ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড (H2S2O7) বা ধুমায়মান সালফিউরিক অ্যাসিড।
রাসায়নিক বিক্রিয়া : H2SO4 (98%) + SO3 = H2S2O7 (ওলিয়াম)
2.17 ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কোন্ বর্ণের ও কিসের অধঃক্ষেপ পড়ে?
উত্তরঃ বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড [Fe(OH)3]
অথবা
আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের পরিবর্তন হয়?
উত্তরঃ কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবনের বর্ণ সবুজ হয়ে যায়।
2.18 CH3CH2COOH-এর IUPAC নাম লেখো।
উত্তরঃ প্রোপানোয়িক অ্যাসিড
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
Very good question and answer
উত্তরমুছুনবাভাগ- গ
মুছুনbaki question gulo kothay?
উত্তরমুছুনবিভাগ- গ
মুছুন