Madhyamik ABTA Test Papers 2023 Physical Science Page 137 Answer
Type Here to Get Search Results !

Madhyamik ABTA Test Papers 2023 Physical Science Page 137 Answer

Madhyamik ABTA Test Papers 

2022-2023 

Physical Science 

Page 137

Answer

Madhyamik ABTA Test Paper Physical Science 2022-2023 Page 137 Solved
Madhyamik ABTA Test Paper Physical Science 2022-2023 Page 137 Solved


বিভাগ-‘ক’

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো : 

1.1 বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হল - থার্মোস্ফিয়ার

1.2 বয়েলের সূত্রের গাণিতিক রূপটি হল - PV = ধ্রুবক

1.3 অ্যামোনিয়ার বাষ্পঘনত্ব হল - 8.5

1.4 কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হল - °C−1

1.5 একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? - অসদ্ ও সমশীর্ষ

1.6 কোন্ ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? - লম্ব আপতন

1.7 কোনো পরিবাহীর রোধ  R, দৈর্ঘ্য  l  এবং প্রস্থচ্ছেদ  A  হলে - R ∝ l/A

1.8 ফিউজ তারের উপাদানগুলি হল - টিন (Sn) ও সিসা (Pb)

1.9 সর্বাধিক ভেদন ক্ষমতাযুক্ত তেজস্ক্রিয় রশ্মিটি হল - γ

1.10 পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা - বৃদ্ধি পায়

1.11 দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগ হল - খাদ্যলবণ (NaCl)

1.12 তড়িৎ বিশ্লেষণে তড়িৎশক্তি রূপান্তরিত হয় - রাসায়নিক শক্তিতে

1.13 নীচের কোন্ গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায়? - H2S

1.14 ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান - Al

1.15 কোটির বন্ধন দৈর্ঘ্য সর্বাধিক? - C–C

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ - ‘খ’

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 

2.1 জ্বালানির তাপনমূল্য বলতে কী বোঝায়?

উত্তরঃ কঠিন ও তরল জ্বালানির ক্ষেত্রে একক ভর এবং গ্যাসীয় জ্বালানীর ক্ষেত্রে একক আয়তন কোন জ্বালানীর বাতাসের সম্পূর্ণ দহনের ফলে যে তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে।

2.2 শূন্যস্থান পূরণ করো : ______ বায়োগ্যাসের মূল উপাদান।

উত্তরঃ মিথেন (CH4)

অথবা

মিথানোজেনিক ব্যাকটেরিয়া কী?

উত্তরঃ যে বিশেষ ধরণের ব্যাকটেরিয়া বায়ুর অনুপস্থিতিতে বায়োমাসকে বিয়োজিত করে জৈব গ্যাস বা বায়োগ্যাস উৎপন্ন করে তাকে মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলে। 

2.3 চার্লসের সূত্রের V–T লেখচিত্রের প্রকৃতি কীরূপ?

উত্তরঃ ধনাত্মক নতিযুক্ত সরলরেখা। 

2.4 চাপ ও তাপমাত্রার কীরূপ অবস্থায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?

উত্তরঃ অতি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। 

অথবা

নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : 1 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022×1023

উত্তরঃ মিথ্যা

2.5 সূর্য থেকে তাপ কোন্ পদ্ধতিতে পৃথিবীতে সঞ্চালিত হয়?

উত্তরঃ বিকিরণ পদ্ধতিতে 

2.6 প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাতকে কী বলা হয়?

উত্তরঃ রৈখিক বিবর্ধন 

2.7 বিপদ সংকেত হিসাবে সর্বদা কোন্ আলো ব্যবহার করা হয়?

উত্তরঃ লাল বর্ণের আলো 

2.8 তড়িৎ আধান ও প্রবাহমাত্রার মধ্যে সম্পর্ক কী?

উত্তরঃ তড়িৎ আধান = তড়িৎ প্রবাহমাত্র × সময় 

2.9 শূন্যস্থান পূরণ করো : তড়িৎচালক বল ______ এর কারণ।

উত্তরঃ তড়িৎ প্রবাহ

অথবা

থ্রি–পিন প্লাগে কোন্ পিনটিকে তুলনামূলকভাবে মোটা ও লম্বা রাখা হয়?

উত্তরঃ আর্থ পিনটি তুলনামূলকভাবে মোটা ও লম্বা রাখা হয়। 

2.10 কোন্ ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস?

উত্তরঃ নিউক্লীয় সংযোজন বিক্রিয়া হলো সূর্যের প্রচন্ড শক্তির উৎস। 

2.11 মৌলের এমন একটি ধর্মের নাম লেখো যা পর্যাবৃত্ত নয়।

উত্তরঃ তেজস্ক্রিয়তা 

2.12 অষ্টক সূত্রের প্রবক্তা কে?

উত্তরঃ ১৮৬৬ সালে ব্রিটিশ বিজ্ঞানী জন নিউল্যান্ড। 

অথবা

বিবৃতিটি ‘সত্য’ না ‘মিথ্যা’ লেখো : কোনো পর্যায়ের বামদিক থেকে ডানদিকে গেলে মৌলের জারণ ক্ষমতা হ্রাস পায়।

উত্তরঃ মিথ্যা 

2.13 কোন্ ধরনের যৌগের বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই?

উত্তরঃ সমযোজী যৌগের 

2.14 তড়িৎ বিশ্লেষণে কোন্ ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়?

উত্তরঃ সমপ্রবাহ বা Direct Current (DC)

2.15 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো : 

বামস্তম্ভ

2.15.1 তীব্র তড়িৎ বিশ্লেষ্য  

2.15.2 নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা যায়  

2.15.3 নাইট্রোপ্রুসাইড দ্রবণ দ্বারা শনাক্ত করা যায়

2.15.4 একটি অ্যাসিডধর্মী বিগালক

ডানস্তম্ভ

(a) সিলিকা (SiO2)

(b) H2S

(c) H2SO4

(d) NH3

উত্তরঃ

2.15.1 তীব্র তড়িৎ বিশ্লেষ্য - (c) H2SO4 

2.15.2 নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা যায় - (b) H2S 

2.15.3 নাইট্রোপ্রুসাইড দ্রবণ দ্বারা শনাক্ত করা যায় - (d) NH3 

2.15.4 একটি অ্যাসিডধর্মী বিগালক - (a) সিলিকা (SiO2) 

2.16 কার্বন বিজারণ পদ্ধতিতে Zn ধাতু নিষ্কাশনের রাসায়নিক বিক্রিয়া লেখো।

উত্তরঃ কার্বন বিজারণ পদ্ধতিতে Zn ধাতু নিষ্কাশনের রাসায়নিক বিক্রিয়া লেখো।

অথবা

জার্মান সিলভারে শতকরা কত ভাগ সিলভার আছে?

উত্তরঃ 0%

2.17 সরলতম অ্যালকাইন কী? 

উত্তরঃ অ্যাসিটিলিন (C2H2)

2.18 শূন্যস্থান পূরণ করো : জৈব যৌগ সাধারণত ______ বন্ধন দ্বারা গঠিত।

উত্তরঃ সমযোজী 

অথবা

‘ক্যাটিনেশন‘ কাকে বলে? 

উত্তরঃ  যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি সমযোজী বন্ধনের (এক-বন্ধন, দ্বি-বন্ধন, ত্রি-বন্ধন) সাহায্যে পরস্পর যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে, কার্বন পরমাণুর সেই বিশেষ ধর্মকে শৃঙখল গঠন বা ইংরেজি পরিভাষায় ক্যাটিনেশন বলে।

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close