LightBlog
Madhyamik ABTA Test Papers 2023 Physical Science Page 85 Answer
Type Here to Get Search Results !

Madhyamik ABTA Test Papers 2023 Physical Science Page 85 Answer

Madhyamik ABTA Test Papers 

2022-2023 

Physical Science 

Page 85

Answer

Madhyamik ABTA Test Paper Physical Science 2022-2023 Page 85 Solved
Madhyamik ABTA Test Paper Physical Science 2022-2023 Page 85 Solved


বিভাগ-‘ক’

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো : 

1.1 কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? - CO2

1.2 কোটির মান 290K-এর সমান? - 17°C

1.3 STP -তে  112 mL  O2 গ্যাসকে তরলে পরিণত করলে তার ভর হবে - 0.16 গ্রাম

1.4 কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক  α, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক  β  এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক  γ  হলে  α : β : γ -র সঠিক মান কোটি? - 1 : 2 : 3

1.5 কোন্ আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? -

1.6 সাদা আলোয় উপস্থিত কোন্ বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? - বেগুনি

1.7  একটি পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ উভয়ই দ্বিগুণ করলে পরিবাহীর রোধ প্রাথমিকের - অর্ধেক হবে

1.8 32 এবং 62 মানের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যরোধ হবে - 22 ওহম

1.9 α, β, γ এই তিনপ্রকার রশ্মির ভেদনক্ষমতাকে ক্রমবর্ধমান মান অনুযায়ী সজ্জিত করলে সঠিক ক্রমটি হবে - α < β < γ

1.10 কোনটি সন্ধিগত মৌল নয়? - Zn

1.11 কোনটির জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিতা সর্বাধিক? - খাদ্যলবণের জলীয় দ্রবণ

1.12 বিশুদ্ধ কপার তড়িদ্বার ব্যবহার করে অম্লায়িত CuSO4  দ্রবণের তড়িৎ বিশ্লেষণে দ্রবর্ণে উপস্থিত কপারের পরিমাণ - একই থাকে

1.13 জলের নিম্ন অপসারণের মাধ্যমে নীচের কোন গ্যাসটি সংগ্রহ করা হয়? - N2

1.14 ধাতুসংকর জার্মান সিলভারে যে মৌলটি অনুপস্থিত সেটি হল - Ag

1.15 তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন যৌগে H পরমাণুর সংখ্যা - 4

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

 বিভাগ- ‘খ’

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 

2.1 বায়ুমণ্ডলের কোন্ স্তরে ঝড়বৃষ্টি দেখা যায়?

উত্তরঃ ট্রপোস্ফিয়ারে 

অথবা

বায়োগ্যাস প্ল্যান্টে বায়োমাসকে মিথেন গ্যাসে বিজারিত করে কোন্ ব্যাকটেরিয়া?

উত্তরঃ মিথানোজেনিক ব্যাকটেরিয়া 

2.2 “সহনশীল বিকাশের মূল শর্তটি হল পরিবেশের ওপর ন্যূনতম হস্তক্ষেপ”– বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো।

উত্তরঃ সত্য। 

2.3  A গ্যাসের x/2 লিটারে n সংখ্যক অণু থাকলে একই চাপ ও উষ্ণতায়  B গ্যাসের  y/3  লিটারে অণু সংখ্যা কত হবে?

উত্তরঃ 2nx/3y সংখ্যক অণু থাকবে। 

2.4 স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে ঐ পাত্রে অপর একটি গ্যাস (নিষ্ক্রিয়) যোগ করা হল। পাত্রে চাপের কী পরিবর্তন হবে?

উত্তরঃ পাত্রে চাপের মান বৃদ্ধি পাবে।

2.5 একটি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান  18×10−6 °C−1। ফারেনহাইট স্কেলে ঐ কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে?  

উত্তরঃ 10×10−6 °F−1

অথবা

তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী?

উত্তরঃ J.m−1.K−1.s−1  বা  W.m−1.K−1

2.6 দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন।

উত্তরঃ অবতল দর্পন।

2.7 একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখলে ওই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?

উত্তরঃ একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখলে ওই বস্তুর প্রতিবিম্ব অসীম দূরত্বে গঠিত হবে। 

2.8 কী শর্তে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মান সমান হয়?

উত্তরঃ তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধের মান শুন্য হলে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মান সমান হবে। 

2.9 রোধের মাত্রীয় সংকেত লেখো।

উত্তরঃ [ML2A−2T−3]

2.10 β কণার সাথে ইলেকট্রনের একটি পার্থক্য লেখো।

উত্তরঃ β কণা হলো পরমাণুর নিউক্লিয়াসের অংশ কিন্তু ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাইরের অংশ।

2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো : 

বামস্তম্ভ

2.11.1 গ্রুপ-17 এর সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল

2.11.2 একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল

2.11.3 কার্বন বিজারন পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু

2.11.4 ব্রোঞ্জে উপস্থিত

ডানস্তম্ভ

(a) Zn

(b) Sn

(c) F

(d) Mg

উত্তরঃ

2.11.1 গ্রুপ-17 এর সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল - (c) F

2.11.2 একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল - (d) Mg

2.11.3 কার্বন বিজারন পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু - (a) Zn

2.11.4 ব্রোঞ্জে উপস্থিত - (b) Sn

2.12 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সমপ্রবাহ না পরিবর্তী প্রবাহ ব্যবহৃত হয়? 

উত্তরঃ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সমপ্রবাহ (DC) ব্যবহৃত হয়। 

অথবা

লোহার চামচে রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহৃত হয়?

উত্তরঃ পটাসিয়াম আর্জেন্টো সায়ানাইড [KAg(CN)2]

2.13 ত্রিবন্ধনযুক্ত একটি যৌগিক অণুর গঠন সংকেত লেখো।

উত্তরঃ ত্রিবন্ধনযুক্ত একটি যৌগিক পদার্থের নাম অ্যাসিটিলিন বা ইথাইন (C2H2)

2.14 ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণের কী পরিবর্তন হবে?

উত্তরঃ হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণ বাদামি হয়ে যায়।

অথবা

সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।

উত্তরঃ সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণের সিলভার সালফাইডের অধঃক্ষেপ পরে যার সংকেত হলো Ag2S

2.15 ‘তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহণ করে।’ বাক্যটিকে শুদ্ধ করে লেখো।

উত্তরঃ ‘তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহণ করে।’

2.16 লাইকার অ্যামোনিয়া বলতে কী বোঝ?

উত্তরঃ 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট্য অ্যামোনিয়ার 35% গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে।

2.17 CH3CH2COOH–এর IUPAC নাম লেখো।

উত্তরঃ প্রোপানোয়িক অ্যাসিড

অথবা

ইথানলে ধাতব সোডিয়াম যোগ করলে কী কী পদার্থ উৎপন্ন হবে?

উত্তরঃ ইথানলে ধাতব সোডিয়াম যোগ করলে সোডিয়াম ইথোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে।

2.8 C3H6O সংকেত বিশিষ্ট দুটি ভিন্ন গঠন সংকেত যুক্ত যৌগের IUPAC নাম লেখো। 

উত্তরঃ (i) মিথোক্সিমিথেন (CH3-O-CH3)

(ii) ইথানল (CH3CH2OH)

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close