LightBlog
Madhyamik ABTA Test Papers 2022-2023 Life Science Page 348 Solved
Type Here to Get Search Results !

Madhyamik ABTA Test Papers 2022-2023 Life Science Page 348 Solved

Madhyamik ABTA Test Papers 

2022-2023 

Life Science 

Page 348

Answer

Madhyamik ABTA Test Paper Life Science 2022-2023 Page 348 Solved
Madhyamik ABTA Test Paper Life Science 2022-2023 Page 348 Solved


বিভাগ-‘ক’

1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :

1.1 রসস্ফীতির তারতম্যে চলন ঘটে নীচের কোন্ উদ্ভিদে, তা নির্বাচন করো - বনচাঁড়াল গাছে

1.2 যে হরমোনটি মানুষের পশ্চাৎ পিটুইটারী গ্রন্থি থেকে নিঃসৃত হয়, তা নিরূপণ করো - ADH

1.3 নীচের কোনটি সঠিক স্নায়বিক পথ, তা শনাক্ত করো - উদ্দীপনা → গ্রাহক → স্নায়ুকেন্দ্র → কারক → সাড়াপ্রদান

1.4 মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়, তা নির্বাচন করো - অ্যানাফেজ

1.5 সমসংস্থ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে যে কোশ বিভাজনে, তা নিরূপণ করো - মিয়োসিস-I

1.6 নীচের কোনটি জীবনের অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয়, তা শনাক্ত করো - জনন

1.7 ক্রিস–ক্রস উত্তরাধিকার দেখা যায় নীচের যে রোগে তা নির্ধারণ করো - বর্ণান্ধতা

1.8 নীচের কোটি সবুজ–গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, তা নিরূপণ করো - yyRr

1.9 নীচের কোনটি মটর গাছের প্রকট বৈশিষ্ট্য নয়, তা নির্বাচন করো - হলদে ফল

1.10 অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ করেন নীচের কোন্ বিজ্ঞানী, তা নিরূপণ করো - স্ট্যানলি মিলার ও এইচ সি উরে

1.11 আদি পৃথিবীর বায়ুমণ্ডলে যে গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না, তা শনাক্ত করো - অক্সিজেন

1.12 নীচের কোনটি ডারউইনবাদের প্রতিপাদ্য বিষয় নয়, তা নির্বাচন করো - অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ

1.13 নীচের কোনটিতে ‘অ্যালগাল ব্লুম‘ ঘটে, তা শনাক্ত করো - ইউট্রফিকেশনে

1.14 সারা বিশ্বে জীববৈচিত্র্যের হটস্পটের সংখ্যা কত, তা নির্বাচন করো - 34টি

1.15 ‘প্রাকৃতিক বৃক্ক’ হল নীচের কোটি, তা নির্বাচন করো - জলাভূমি

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ "খ"

2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো।

নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। (যে কোন পাঁচটি) :  

2.1 মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে ______ হরমোন ক্ষরিত হয়।

উত্তরঃ প্রোজেস্টেরন 

2.2 একটি ক্রোমোজোম থেকে উৎপন্ন দুটি ক্রোমাটিডকে ______ ক্রোমাটিড বলে।

উত্তরঃ সিস্টার 

2.3 স্ত্রীদেহে একটি দেহকোশের দেহ ক্রোমোজোমের সংখ্যা ______ টি।

উত্তরঃ 44

2.4 পৃথিবীতে প্রায় ______ বছর আগে এককোশী জীবরূপে প্রাণের সৃষ্টি হয়েছিল।

উত্তরঃ 300 কোটি 

2.5 ফুসফুসের ক্যানসারের প্রধান কারণ ______ ।

উত্তরঃ বায়ুদূষণ 

2.6 এন্টামিবা হিস্টোলাইটিকা ______ রোগ সৃষ্টি করে।

উত্তরঃ আমাশয় 

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) :

2.7 দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের হ্রাস ঘটে।

উত্তরঃ মিথ্যা

2.8 আলুর অঙ্গজ জনন প্রধানত মাইটোসিস পদ্ধতিতে ঘটে।

উত্তরঃ সত্য

2.9 বংশগতির একক জিন।

উত্তরঃ সত্য

2.10 ব্যাসিলাস মাইকয়ডিস একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া।

উত্তরঃ মিথ্যা

2.11 পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হল অভিব্যক্তি।

উত্তরঃ সত্য

2.12 জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা ঘটায়।

উত্তরঃ মিথ্যা

A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) : 

A স্তম্ভ

2.13 অ্যাসিটাইল কোলিন

2.14 DNA

2.15 লোকাস

2.16 মাইক্রোস্ফিয়ার

2.17 পরিবেশ দূষণ

2.18 মাইক্রোপ্রোপাগেশন

B স্তম্ভ

(a) দ্বিলিপিড পর্দাবৃত, বিভজনক্ষম জৈব গঠন

(b) লেন্স ও রেটিনার মধ্যে দূরত্ব

(c) একটি বৃহৎ জৈব অণু

(d) বিশ্ব উষ্ণায়ন

(e) ক্রোমোজোমে জিনের অবস্থান

(f) নিউরোট্রান্সমিটার

(g) কলাকর্ষণ

উত্তরঃ

2.13 অ্যাসিটাইল কোলিন - (f) নিউরোট্রান্সমিটার  

2.14 DNA - (c) একটি বৃহৎ জৈব অণু 

2.15 লোকাস - (e) ক্রোমোজোমে জিনের অবস্থান 

2.16 মাইক্রোস্ফিয়ার - (a) দ্বিলিপিড পর্দাবৃত, বিভজনক্ষম জৈব গঠন 

2.17 পরিবেশ দূষণ - (d) বিশ্ব উষ্ণায়ন 

2.18 মাইক্রোপ্রোপাগেশন - (g) কলাকর্ষণ 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছ’টি) : 

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো : ACTH, GH, অক্সিটোসিন, প্রোল্যাকটিন।

উত্তরঃ অক্সিটোসিন

2.20 হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের একটি পার্থক্য লেখো।

উত্তরঃ হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়ক হিসাবে কাজ করে কিন্তু স্নায়ুতন্ত্র প্রাণীদেহে ভৌত সমন্বয়ক হিসাবে কাজ করে। 

2.21 নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : শক্তি উৎপাদন : মাইটোকনড্রিয়া :: ______ : রাইবোজোম।

উত্তরঃ প্রোটিন সংশ্লেষ 

2.22 পরিব্যক্তির একটি কারণ লেখো।

উত্তরঃ ক্রোসিং ওভার 

2.23 ইমাসকুলেশন কী?

উত্তরঃ উভলিঙ্গ ফুলের পুংকেশর বাদ দিয়ে একলিঙ্গ ফুলে পরিণত করার পদ্ধতিকে ইমাসকুলেশন বলে। 

2.24 ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় কেন?

উত্তরঃ বাষ্পমোচন বা জল সংরক্ষণ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। 

2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো : জল দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষণ, মাটি দূষণ।

উত্তরঃ পরিবেশ দূষণ

2.26 সুন্দরবনের একটি এনডেমিক প্রাণী প্রজাতির নাম লেখো।

উত্তরঃ রয়্যাল বেঙ্গল টাইগার

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close