Madhyamik ABTA Test Paper
2022-2023
History
Page 329
Answer
বিভাগ ‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ সামাজিক ইতিহাসের স্বর্ণ যুগ বলা হয় - ১৯৬০-র দশককে
১.২ কবাডির পরিবর্তে জাতীয় খেলার মর্যাদা পায় - হকি
১.৩ ‘বামাবোধিনী পত্রিকা’র প্রথম সম্পাদক - উমেশচন্দ্র দত্ত
১.৪ হিন্দু পেট্রিয়টের প্রথম মালিক - গিরিশচন্দ্র ঘোষ
১.৫ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় যার সময়ে - ওয়ারেন হেস্টিংস
১.৬ ভারতে প্রথম অরণ্য আইন প্রণয়ন হয় - ১৮৬৫ খ্রিস্টাব্দ
১.৭ পাইকান জমি যে কাজের বিনিময়ে পাওয়া যেত - সৈনিকের কাজ
১.৮ ১৮৫৭–এর বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ‘ বলেছেন - ভি ভি সাভারকার
১.৯ মহারানির ঘোষণাপত্রটি প্রথম পাঠ করা (১৮৫৮) হয় - এলাহাবাদে
১.১০ জমিদার সভার ‘ল্যান্ড হোল্ডার্স সোসাইটি‘ নাম দেন - দ্বারকানাথ ঠাকুর
১.১১ ১৮৩৫ খ্রিস্টাব্দে ছাপাখানার প্রাক্ আধুনিক যুগ শুরু হয়-কারণ - রঙিন অক্ষর ছাপা হয়
১.১২ ‘শিশু শিক্ষা‘ বইটি রচনা করে বিখ্যাত হন - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১.১৩ ভারতে প্রথম মে দিবস পালন করেন - সিঙ্গারভেল্লু
১.১৪ মেদিনীপুরে ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার’ যার নেতৃত্বে গড়ে ওঠে - সতীশ সামন্ত
১.১৫ ‘অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি‘ যার সভাপতিত্বে গড়ে ওঠে - আর এস নিম্বকার
১.১৬ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ গড়ে তোলেন - সরলাদেবী চৌধুরানী
১.১৭ রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন - সরোজিনী নাইডু
১.১৮ ভারতের বুলবুল নামে পরিচিত - সরোজিনী নাইডু
১.১৯ ‘ভারতের লৌহ মানব বলে পরিচিত - বল্লভভাই প্যাটেল
১.২০ পশ্চিমবাংলায় খাদ্য আন্দোলনের জন্ম নেয় যার থেকে - খাদ্য সঙ্কট
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
বিভাগ ‘খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ‘ম্যাডনেস এ্যান্ড সিভিলাইজেশন’ কার লেখা?
উত্তরঃ মিশেল ফুকো
২.১.২ কে নিজেকে ‘কাঙাল‘ বলে উল্লেখ করতেন?
উত্তরঃ হরিনাথ মজুমদার
২.১.৩ কোন শহরকে কেন্দ্র করে ‘জঙ্গল মহল‘ জেলা গঠন করা হয়।
উত্তরঃ বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও মেদিনীপুর জেলার মেজিস্ট্রেটের এখতিয়ারভুক্ত এলাকা বিচ্ছিন্ন করে জঙ্গলমহল জেলা গঠিত হয়।
২.১.৪ হিন্দু মেলার প্রথম সম্পাদক কে?
উত্তরঃ গণেন্দ্রনাথ ঠাকুর
উপবিভাগ ২.২
ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ উপেন্দ্রকিশোর ‘হাফটোন ব্লক প্রিন্টিং’ নিয়ে গবেষণা করেন।
উত্তরঃ ঠিক
২.২.২ মাদারী পাশী বারদৌলি আন্দোলনে নেতৃত্ব দেন।
উত্তরঃ ঠিক
২.২.৩ স্বর্ণকুমারী দেবী ‘সখী সমিতি’ গঠন করেন।
উত্তরঃ ঠিক
২.২.৪ দেশ ভাগের ফলে ভারতের প্রায় এক কোটি মানুষকে বাস্তুহারা হতে হয়েছিল।
উত্তরঃ ভুল
উপবিভাগ ২.৩
‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
---|---|
২.৩.১ প্রথম অলিম্পিক গেমস | (১) ভারত সভা |
২.৩.২ ম্যাগনাকার্টা | (২) কোল |
২.৩.৩ চাইবাসার যুদ্ধ | (৩) উডের ডেসপ্যাচে |
২.৩.৪ জাতীয় ভাণ্ডার | (৪) গ্রিস |
উত্তরঃ ২.৩.১ প্রথম অলিম্পিক গেমস - (৪) গ্রিস
২.৩.২ ম্যাগনাকার্টা - (৩) উডের ডেসপ্যাচে
২.৩.৩ চাইবাসার যুদ্ধ - (২) কোল
২.৩.৪ জাতীয় ভাণ্ডার - (১) ভারত সভা
উপবিভাগ ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ চুয়াড় বিদ্রোহের কেন্দ্র জঙ্গল মহল।
২.৪.২ মুণ্ডা বিদ্রোহের কেন্দ্র ছোটোনাগপুর।
২.৪.৩ দেশীয় রাজ্য জুনাগড়।
২.৪.৪ জম্মু ও কাশ্মীর।
উত্তরঃ
উপবিভাগ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : উনিশ শতকে ভারতের বিস্তীর্ণ অংশে ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত হয়।
ব্যাখ্যা ১ : ব্রিটিশরা যুদ্ধ বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল।
ব্যাখ্যা ২ : ব্রিটিশরা ব্যবসা বাণিজ্যে খুব পটু ছিল।
ব্যাখ্যা ৩ : ব্রিটিশরা ভারতের শাসক ও প্রভাবশালী অংশকে সুকৌশলে ব্যবহার করতে পেরেছিল।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : ব্রিটিশরা ভারতের শাসক ও প্রভাবশালী অংশকে সুকৌশলে ব্যবহার করতে পেরেছিল।
২.৫.২ বিবৃতি : উনিশ শতকের শেষভাগ থেকে ভারতে জাতীয় স্তরে প্রতিবাদ আন্দোলন শুরু হয়।
ব্যাখ্যা ১ : দেশীয় শাসকরা সংঘবদ্ধ হয়।
ব্যাখ্যা ২ : ভারতের শিক্ষিত সমাজ ব্রিটিশ শাসনের চরিত্র উপলব্ধি করতে পারে।
ব্যাখ্যা ৩ : ব্রিটিশদের শাসন ব্যবস্থায় শিথিলতা আসে।
উত্তরঃ ব্যাখ্যা ২ : ভারতের শিক্ষিত সমাজ ব্রিটিশ শাসনের চরিত্র উপলব্ধি করতে পারে।
২.৫.৩ বিবৃতি : বাংলা তথা ভারতে আধুনিক শিক্ষার প্রসার ঘটে।
ব্যাখ্যা ১ : প্রচুর আধুনিক স্কুল কলেজ গড়ে ওঠে।
ব্যাখ্যা ২ : ব্রিটিশরা আধুনিক শিক্ষার পক্ষে ছিল।
ব্যাখ্যা ৩ : যুগের প্রয়োজনে।
উত্তরঃ ব্যাখ্যা ১ : প্রচুর আধুনিক স্কুল কলেজ গড়ে ওঠে।
২.৫.৪ বিবৃতি : সুভাষচন্দ্র বসু কংগ্রেসের অভ্যন্তরে ‘ফরওয়ার্ড ব্লক’ দল গঠন করেন।
ব্যাখ্যা ১ : সুভাষচন্দ্র বসুর বাম মানসিকতার জন্য।
ব্যাখ্যা ২ : বামপন্থীরা সুভাষচন্দ্র বসুকে প্রভাবিত করায়।
ব্যাখ্যা ৩ : কংগ্রেসের নেতৃত্বের একটা বড় অংশ সুভাষচন্দ্র বসুর পথকে মেনে নিতে না পারায়।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : কংগ্রেসের নেতৃত্বের একটা বড় অংশ সুভাষচন্দ্র বসুর পথকে মেনে নিতে না পারায়।
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
এটা ছাত্রদের জন্য খুব উপকারী একটি website.
উত্তরমুছুনMap gulo aktu kore dile valo hoto।
উত্তরমুছুন