Madhyamik ABTA Test Paper
2022-2023
History
Page 351
Answer
বিভাগ ‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ বিজন ভট্টাচার্য কোন বিষয়ে স্মরণীয়? - নাটক
১.২ সোমপ্রকাশ পত্রিকা যে আইনে সাময়িকভাবে বন্ধ ছিল - ১৮৭৮–এর আইন
১.৩ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার নামকরণ করেন - গিরিশচন্দ্র ঘোষ
১.৪ জেসুইট মিশনারীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় - সেন্ট জেভিয়ার্স কলেজ
১.৫ বিধবা বিবাহের সমর্থনে বিদ্যাসাগরের জোরালো প্রবন্ধ প্রকাশিত হয় - তত্ত্ববোধিনী
১.৬ কোন বিদ্রোহের ফলশ্রুতিতে জঙ্গলমহল জেলা গঠিত হয় - চুয়াড়
১.৭ হুল দিবস পালিত হয় - ৩০শে জুন
১.৮ Indian Society of Oriental Art-এর প্রতিষ্ঠাতা ছিলেন - অবনীন্দ্রনাথ
১.৯ ১৮৫৮-তে ভাইসরয়ের মাধ্যমে ভারত শাসনভার গ্রহণ করেন - ভিক্টোরিয়া
১.১০ The Abbey of Bliss-এর মূল রচয়িতা কে? - বঙ্কিমচন্দ্র
১.১১ Indian Stastistical Institute -এর কে প্রতিষ্ঠা করেন - পি সি মহালনবিস
১.১২ ছেলেদের ‘রামায়ণ’ গ্রন্থের ছবিগুলি কার আঁকা? - উপেন্দ্রকিশোর
১.১৩ বঙ্গভঙ্গকে জাতীয় বিপর্যয় আখ্যা দেন - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১.১৪ কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল - লাঙল
১.১৫ AITUC-এর প্রথম সভাপতি ছিলেন - লালা লাজপত রায়।
১.১৬ ঝাঁসিরানী ব্রিগেডের নেতৃত্ব দেন - লক্ষ্মী স্বামীনাথন
১.১৭ ‘ভারতের বুলবুল‘ বলা হয় - সরোজিনী নাইডু
১.১৮ ‘হাতে কাম, মুখে নাম’- এর প্রবক্তা ছিলেন - হরিচাঁদ
১.১৯ ‘উদ্বাস্তু’ গ্রন্থটির লেখক - হিরন্ময় বন্দ্যোপাধ্যায়
১.২০ গোয়া দখলের আনুষ্ঠানিক নাম ছিল - অপারেশন দখল
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
বিভাগ ‘খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ মহাত্মা গান্ধীর লেখা আত্মজীবনীর নাম লেখো।
উত্তরঃ My Experiments with Truth
২.১.২ বিদ্যোৎসাহিনী সভার প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ
২.১.৩ কে ‘ধরতি আবা’ নামে পরিচিত ছিলেন?
উত্তরঃ বিরসা মুন্ডা
২.১.৪ হিন্দু কোম্পানী শাসনকালে শেষ গভর্নর জেনারেলের নাম লেখো।
উত্তরঃ লর্ড ক্যানিং
উপবিভাগ ২.২
ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ রণজিৎ গুহ হলেন একজন ইতিহাসবিদ।
উত্তরঃ ঠিক
২.২.২ আলেকজান্ডার ডাফ ছিলেন একজন প্রাচ্যবাদী।
উত্তরঃ ভুল
২.২.৩ ভারত সভার প্রথম অধিবেশন কলকাতার অ্যালবার্ট হলে বসেছিল।
উত্তরঃ ভুল
২.২.৪ কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন তিলক।
উত্তরঃ ঠিক
উপবিভাগ ২.৩
‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
---|---|
২.৩.১ উডের ডেসপ্যাচ | (১) কলকাতা |
২.৩.২ হরিপুরা কংগ্রেস | (২) পৃথক শিক্ষাদপ্তর |
২.৩.৩ বালাকোটের যুদ্ধ | (৩) সৈয়দ আহমেদ খান |
২.৩.৪ বসু বিজ্ঞান মন্দির | (৪) সুভাষচন্দ্র বসু |
উত্তরঃ ২.৩.১ উডের ডেসপ্যাচ - (২) পৃথক শিক্ষাদপ্তর
২.৩.২ হরিপুরা কংগ্রেস - (৪) সুভাষচন্দ্র বসু
২.৩.৩ বালাকোটের যুদ্ধ - (৩) সৈয়দ আহমেদ খান
২.৩.৪ বসু বিজ্ঞান মন্দির - (১) কলকাতা
উপবিভাগ ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র ভাগলপুর।
২.৪.২ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা শহর মুম্বাই।
২.৪.৩ ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তমলুক।
২.৪.৪ পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র।
উত্তরঃ
উপবিভাগ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : উনিশ শতকে নীলচাষ বন্ধ হয়।
ব্যাখ্যা ১ : সরকার নীলচাষ নিষিদ্ধ করেন।
ব্যাখ্যা ২ : রাসায়নিক নীল উৎপাদন শুরু হয়।
ব্যাখ্যা ৩ : নীলকররা নীলচাষ বন্ধ করে।
উত্তরঃ ব্যাখ্যা ২ : রাসায়নিক নীল উৎপাদন শুরু হয়।
২.৫.২ বিবৃতি : আইন অমান্য আন্দোলনে কৃষকরা সামিল হয়।
ব্যাখ্যা ১ : কৃষকরা এর নেতৃত্বে ছিল।
ব্যাখ্যা ২ : এতে কৃষিঋণ মকুবের উপর জোর দেওয়া হয়।
ব্যাখ্যা ৩ : কৃষক পক্ষের বহু দাবি এর কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : কৃষক পক্ষের বহু দাবি এর কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়।
২.৫.৩ বিবৃতি : অস্পৃশ্যতা নিয়ে গান্ধী-আম্বেদকর বিতর্ক ছিল।
ব্যাখ্যা ১ : আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ আরো প্রকট হবে।
ব্যাখ্যা ২ : গান্ধীজি হরিজনদের সার্বিক উন্নয়নে নজর দেননি।
ব্যাখ্যা ৩ : দলিতদের আন্দোলনের পেছনে ব্রিটিশদের উসকানি ছিল মনে করেন গান্ধীজি।
উত্তরঃ ব্যাখ্যা ১ : আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ আরো প্রকট হবে।
২.৫.৪ বিবৃতি : নারীদের বিপ্লবী কর্মকাণ্ডে বাংলা অগ্রগণ্য ছিল।
ব্যাখ্যা ১ : বাঙালী নারীরা শিক্ষায় এগিয়ে ছিল।
ব্যাখ্যা ২ : বাঙালী নারীরা অন্যরাজ্যের থেকে বেশী আর্থিকভাবে স্বচ্ছল ছিল।
ব্যাখ্যা ৩ : বাংলার নারীরা সমাজকে অস্বীকার করেছিল।
উত্তরঃ ব্যাখ্যা ১ : বাঙালী নারীরা শিক্ষায় এগিয়ে ছিল।
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ