Madhyamik ABTA Test Paper
2022-2023
History
Page 372
Answer
বিভাগ ‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ বাংলা ভাষায় প্রথম প্রকাশিত রাজনৈতিক খবরের কাগজ - সমাচার দর্পণ
১.২ প্রাচ্যের ইতিহাস রচনার উপাদান সংগ্রহের জন্য তৈরি “ইন্ডিয়া হাউস” অবস্থিত - লন্ডন
১.৩ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক হলেন - হরিশচন্দ্র মুখোপাধ্যায়
১.৪ ‘সাধারণ জনশিক্ষা কমিটি’ প্রতিষ্ঠিত হয় - ১৮১৩ খ্রিস্টাব্দে
১.৫ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন - ডঃ এম জে ব্রামলি
১.৬ বাঁশের কেল্লা ধ্বংস হয় - লর্ড বেন্টিঙ্কের আদেশে
১.৭ সুই মুণ্ডা ছিলেন যে বিদ্রোহের নেতা - কোল বিদ্রোহ
১.৮ ‘Eighteen Fifty Seven গ্রন্থের লেখক - সুরেন্দ্রনাথ সেন
১.৯ বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন - গৌরীশঙ্কর ভট্টাচার্য
১.১০ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনের অবসান ঘটে - ১৮৫৮ খ্রিস্টাব্দে
১.১২ ‘শিশুশিক্ষা’ গ্রন্থটি রচনা করেন - বিদ্যাসাগর
১.১৩ মেদিনীপুরে অসহযোগ আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দেন - সতীশ সামন্ত
১.১৪ ‘লাঙল’ পত্রিকার সম্পাদক - নজরুল ইসলাম
১.১৫ সারা ভারত কিষান কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন - স্বামী সহজানন্দ সরস্বতী
১.১৬ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একজন নেত্রী ছিলেন - লীলাবতী মিত্র
১.১৭ নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়, যে আন্দোলন পর্বে - আইন অমান্য আন্দোলন
১.১৮ ‘হরিজন’ শব্দটির প্রচলন করেন - গান্ধীজি
১.১৯ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় - জুনাগড়
১.২০ সিকিম ভারতভুক্ত হয় - ১৯৭৫ খ্রিস্টাব্দে
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
বিভাগ ‘খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ‘জীবনের ঝরাপাতা’ কোন মহিলার আত্মজীবনী?
উত্তরঃ সরলাদেবী চৌধুরানি
২.১.২ ‘মেট্রোপলিটন ইন্সটিটিউশন’ এর বর্তমান নাম কী?
উত্তরঃ বিদ্যাসাগর কলেজ
২.১.৩ ‘ক্রেসকোগ্রাফ যন্ত্রটি’ কে আবিষ্কার করেন?
উত্তরঃ আচার্য জগদীশচন্দ্র বসু
২.১.৪ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ হরিচাঁদ ঠাকুর
উপবিভাগ ২.২
ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ উইলকিন্সই বাংলা মুদ্রণ শিল্পে জন্মদাতা।
উত্তরঃ ঠিক
২.২.২ নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্র ছিল পার্থেনন।
উত্তরঃ ঠিক
২.২.৩ সাঁওতালি ভাষা বর্তমানে সংবিধান স্বীকৃত ভাষা।
উত্তরঃ ঠিক
২.২.৪ ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত।
উত্তরঃ ভুল
উপবিভাগ ২.৩
‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
---|---|
২.৩.১ ইয়ং বেঙ্গল | (১) দীনবন্ধু মিত্র |
২.৩.২ স্কটিশ চার্চ কলেজ | (২) ১৭৮১ খ্রিস্টাব্দে |
২.৩.৩ কলকাতা মাদ্রাসা | (৩) আলেকজান্ডার ডাফ |
২.৩.৪ নীলদর্পণ | (৪) ডিরোজিও |
উত্তরঃ ২.৩.১ ইয়ং বেঙ্গল - (৪) ডিরোজিও
২.৩.২ স্কটিশ চার্চ কলেজ - (৩) আলেকজান্ডার ডাফ
২.৩.৩ কলকাতা মাদ্রাসা - (২) ১৭৮১ খ্রিস্টাব্দে
২.৩.৪ নীলদর্পণ - (১) দীনবন্ধু মিত্র
উপবিভাগ ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা (১৮৫৫) - মেদিনীপুর।
২.৪.২ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের এলাকা - ঢাকা।
২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র - ঝাঁসি।
২.৪.৪ বারদৌলি সত্যাগ্রহ কেন্দ্র - বারদৌলি।
উত্তরঃ
উপবিভাগ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না।
ব্যাখ্যা ১ : এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ।
ব্যাখ্যা ২ : এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।
ব্যাখ্যা ৩ : এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।
২.৫.২ বিবৃতি : গান্ধীজি ছিলেন জমিদারদের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের বিরোধী।
ব্যাখ্যা ১ : গান্ধীজি ছিলেন জমিদার শ্রেণির প্রতিনিধি।
ব্যাখ্যা ২ : গান্ধীজি শ্রেণি সংগ্রামের পরিবর্তে শ্রেণি সমন্বয়ে বিশ্বাসী।
ব্যাখ্যা ৩ : গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন।
২.৫.৩ বিবৃতি : মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন।
ব্যাখ্যা ১ : মাতঙ্গিনী হাজরা ছিলেন বিপ্লবী দলের সদস্য।
ব্যাখ্যা ২ : মাতঙ্গিনী হাজরা পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান।
ব্যাখ্যা ৩ : তমলুক থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে, পুলিশের গুলিতে মারা যান।
উত্তরঃ ব্যাখ্যা ২ : মাতঙ্গিনী হাজরা পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান।
২.৫.৪ বিবৃতি : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি।
ব্যাখ্যা ১ : শ্রমিক কৃষকরা এই আন্দোলনের, বিরোধী ছিল।
ব্যাখ্যা ২ : ইংরেজ সরকার শ্রমিক–কৃষক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
ব্যাখ্যা ৩ : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলতঃ মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলতঃ মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন।
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ