Madhyamik ABTA Test Paper
2022-2023
History
Page 394
Answer
বিভাগ ‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ ভারতে ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল - ভরতনাট্যম
১.২ ‘ট্রেসেস অন দ্য রোডিয়ান শোর‘ গ্রন্থটি লেখেন - ক্রসবি
১.৩ ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন - গিরীশচন্দ্র ঘোষ
১.৪ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে নামটি বেমানান - কালীপ্রসন্ন সিংহ
১.৫ ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন - রাজা রামমোহন রায়
১.৬ সরকার প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করে - ১৮৬৫ সালে
১.৭ পাবনায় নীল বিদ্রোহের নেতা ছিলেন - রফিক মণ্ডল
১.৮ কুনওয়ার সিংহ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন - কানপুরে
১.৯ ‘এইটিন ফিফটি সেভেন’ গ্রন্থটি রচনা করেন - ডঃ সুরেন্দ্রনাথ সেন
১.১০ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বন্দেমাতরম’ সংগীত রচনা করেন - ১৮৭৫ সালে
১.১১ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল - মঙ্গল সমাচার
১.১২ বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় - ১৯২১ সালে
১.১৩ বীরেন্দ্র শাসমলকে বলা হয় - দেশপ্রাণ
১.১৪ সারা ভারত কিষান কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৯৩৬ সালের - ১৯ এপ্রিল
১.১৫ তেলেঙ্গানা আন্দোলন হয় - হায়দ্রাবাদে
১.১৬ বাংলার প্রথম মহিলা চিকিৎসক - কাদম্বিনী গাঙ্গুলী
১.১৭ ‘লক্ষ্মীভাণ্ডার’ প্রতিষ্ঠা করেন - সরলাদেবী চৌধুরানী
১.১৮ পুনা চুক্তি স্বাক্ষরিত হয় - ১৯৩২ সালে
১.১৯ পাকিস্তান ডোমেনিয়নের প্রথম গভর্নর জেনারেল ছিলেন - মহঃ আলি জিন্না
১.২০ নেহেরু-লিয়াকত চুক্তি হয় - ১৯৫০ সালে
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
বিভাগ ‘খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ‘কথাকলি’ ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী?
উত্তরঃ কেরল
২.১.২ মেধা পাটেকর কে ছিলেন?
উত্তরঃ নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা
২.১.৩ কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৩৫ সালে
২.১.৪ তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর
উপবিভাগ ২.২
ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ রংপুর বিদ্রোহের নেতা টিপু শাহ।
উত্তরঃ ভুল
২.২.২ সাঁওতাল বিদ্রোহ উলগুলান নামে পরিচিত।
উত্তরঃ ঠিক
২.২.৩ পাগল পন্থীদের নেতা ছিলেন করিম শাহ।
উত্তরঃ ভুল
২.২.৪ নবগোপাল ঘোষ ছিলেন হিন্দু মেলার প্রথম সহ-সম্পাদক।
উত্তরঃ ভুল
উপবিভাগ ২.৩
‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
---|---|
২.৩.১ জমিদার সভা | (১) ১৭৭৭ সালে |
২.৩.২ হিন্দু মেলা | (২) ১৮৩৮ সালে |
২.৩.৩ বসু বিজ্ঞান মন্দির | (৩) ১৯১৭ সালে |
২.৩.৪ কলকাতার প্রথম ছাপাখানা | (৪) ১৮৬৭ সালে |
উত্তরঃ ২.৩.১ জমিদার সভা - (২) ১৮৩৮ সালে
২.৩.২ হিন্দু মেলা - (৪) ১৮৬৭ সালে
২.৩.৩ বসু বিজ্ঞান মন্দির - (৩) ১৯১৭ সালে
২.৩.৪ কলকাতার প্রথম ছাপাখানা - (১) ১৭৭৭ সালে
উপবিভাগ ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ ১৯১১ সালে কলকাতা থেকে যেখানে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়।
২.৪.২ উনিশ শতকের বাংলার অবক্ষয় প্রাপ্ত শহর মুর্শিদাবাদ।
২.৪.৩ ভারতের যে প্রদেশে গান্ধীজি তার সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন?
২.৪.৪ আইন অমান্য আন্দোলনের সূচনাস্থল
উত্তরঃ
উপবিভাগ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : সরলাদেবী ‘বীরাষ্টমী ব্রত’ ও প্রতাপাদিত্য উৎসব চালু করেছিলেন
ব্যাখ্যা ১ : বাঙালী জাতিকে আনন্দ দেবার জন্য।
ব্যাখ্যা ২ : বাঙালী জাতিকে শক্তিমন্ত্রে দীক্ষিত করার জন্য।
ব্যাখ্যা ৩ : স্বদেশী দ্রব্য বিক্রি করার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ২ : বাঙালী জাতিকে শক্তিমন্ত্রে দীক্ষিত করার জন্য।
২.৫.২ বিবৃতি : অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ছাত্ররা স্কুল কলেজ বর্জন করে।
ব্যাখ্যা ১ : স্কুল কলেজে পড়াশোনা ভাল না হবার জন্য।
ব্যাখ্যা ২ : ছাত্রদের পড়াশোনায় মন ছিল না।
ব্যাখ্যা ৩ : ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করার জন্য।
২.৫.৩ বিবৃতি : কলকাতায় রশিদ আলি দিবস পালিত হয়।
ব্যাখ্যা ১ : হিন্দু–মুসলিম ঐক্য প্রতিষ্ঠার জন্য।
ব্যাখ্যা ২ : রশিদ আলিকে মুক্তির দাবিতে।
ব্যাখ্যা ৩ : রশিদ আলিকে পুরস্কৃত করার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ২ : রশিদ আলিকে মুক্তির দাবিতে।
২.৫.৪ বিবৃতি : হায়দ্রাবাদের ভারতভুক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
ব্যাখ্যা ১ : ভারতের দ্রুত ঐক্য সাধনের জন্য।
ব্যাখ্যা ২ : সবচেয়ে বড় রাজ্য হল হায়দ্রাবাদ।
ব্যাখ্যা ৩ : হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব নষ্ট করার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব নষ্ট করার জন্য।
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
সাঁওতাল বিদ্রোহ হুল নামে পরিচিত, এই সাধারণ ভুল হয় কি করে
উত্তরমুছুন