LightBlog
Madhyamik ABTA Test Paper 2022-2023 History Page 414 Answer
Type Here to Get Search Results !

Madhyamik ABTA Test Paper 2022-2023 History Page 414 Answer

Madhyamik ABTA Test Paper

2022-2023

History

Page 414

Answer

Madhyamik ABTA Test Paper History 2022-2023 Page 414 Solved
Madhyamik ABTA Test Paper History 2022-2023 Page 414 Solved


বিভাগ ‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

১.১ কাওয়ালির জনক বলা হয় - আমির খসরুকে

১.২  ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন - মুনসি প্রেমচাঁদ

১.৩ বামাবোধিনীর ‘বামা’ আসলে কারা - নারী জাতি

১.৪ ১৮২৯ খ্রিস্টাব্দের ১৭ নং রেগুলেশনে জড়িত নিম্নলিখিত কোন বিষয়টির সাথে - সতীদাহ রদ

১.৫ কেশবচন্দ্র সেনকে “ব্রহ্মানন্দ” উপাধি দেন - দেবেন্দ্রনাথ ঠাকুর

১.৬ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় - ১৮৬৫ খ্রিস্টাব্দে

১.৭ “পাগলা”পন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন - টিপু

১.৮ ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে আসামে নেতৃত্ব দেন - মণিরাম দেওয়ান

১.৯ হিন্দুমেলা বা চৈত্রমেলা প্রতিষ্ঠিত হয় - ১৮৬৭ খ্রিস্টাব্দে

১.১০ “রাষ্ট্রগুরু” নামে খ্যাত হলেন - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

১.১১ ভারতে প্রথম ছাপাখানা স্থাপিত হয় - গোয়ায়

১.১২ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন - রথীন্দ্রনাথ ঠাকুর

১.১৩ বঙ্গভঙ্গের সময় যে পত্রিকাটি প্রথম “বয়কটের” ডাক দিয়েছিল - সঞ্জীবনী পত্রিকা

১.১৪ ‘হালি’ প্রথা প্রচলিত ছিল - বারদৌলতে

১.১৫ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রাণ পুরুষ ছিলেন - লালা লাজপৎ রায়

১.১৬ ভাইকম সত্যাগ্রহ হয়েছিল - মালাবার উপকূলে

১.১৭  সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল - ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

১.১৮ প্রথম নমঃশূদ্র আন্দোলন শুরু হয়েছিল - ফরিদপুরে

১.১৯ “A Train to Pakistan” গ্রন্থটি লিখেছিলেন - খুশবন্ত সিং

১.২০ গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় - ১৯৬১ খ্রিস্টাব্দে

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ ‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ ২.১ 

একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১  নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কারা?

উত্তরঃ সমাজের নিচু তলার মানুষ। 

২.১.২ নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দেন কে?

উত্তরঃ মেধা পাটেকর। 

২.১.৩ নব্যবৈষ্ণব ধর্মের প্রবক্তা কে ছিলেন?

উত্তরঃ বিজয়কৃষ্ণ গোস্বামী। 

২.১.৪ তিন ‘আইন’ কত খ্রিস্টাব্দে পাশ হয়?

উত্তরঃ ১৮৭২ খ্রিস্টাব্দে। 


উপবিভাগ ২.২ 

ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ লালন ফকির ‘বাউল সম্রাট’ নামে পরিচিত।

উত্তরঃ ঠিক

২.২.২ ফরাজি একটি উপজাতির নাম।

উত্তরঃ ভুল

২.২.৩ বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির।

উত্তরঃ ঠিক

২.২.৪ রংপুর কৃষক বিদ্রোহের নেতা ছিলেন মজনু শা।

উত্তরঃ ভুল 


উপবিভাগ ২.৩ 

‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ দ্বারকানাথ বিদ্যাভূষণ (১) ইলবার্ট বিল
২.৩.২ সুইমুণ্ডা (২) হিন্দু প্যাট্রিয়ট
২.৩.৩ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় (৩) কোল বিদ্রোহ
২.৩.৪ লর্ড রিপন (৪) সোমপ্রকাশ

উত্তরঃ ২.৩.১ দ্বারকানাথ বিদ্যাভূষণ - (৪) সোমপ্রকাশ

২.৩.২ সুইমুণ্ডা - (৩) কোল বিদ্রোহ

২.৩.৩ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় - (২) হিন্দু প্যাট্রিয়ট

২.৩.৪ লর্ড রিপন - (১) ইলবার্ট বিল


উপবিভাগ ২.৪ 

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা।

২.৪.২ বিহারের চম্পারন

২.৪.৩ দেশীয় রাজ্য জুনাগড়।

২.৪.৪ মহাবিদ্রোহের এলাকা কানপুর।

উত্তরঃ


উপবিভাগ ২.৫ 

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক-কৃষকদের জন্য কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি।

ব্যাখ্যা ১ : শ্রমিক-কৃষকরা এই আন্দোলনের বিরোধী ছিল।

ব্যাখ্যা ২ : ব্রিটিশ সরকার শ্রমিক-কৃষক আন্দোলনের উপর নিষেধাজ্ঞা করেছিল।

ব্যাখ্যা ৩ : বঙ্গভঙ্গ আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : বঙ্গভঙ্গ আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন।

২.৫.২ বিবৃতি : মাতঙ্গিনী হাজরাকে “গান্ধী বুড়ি” বলা হয় -

ব্যাখ্যা ১ : মাতঙ্গিনী হাজরা বৃদ্ধ বয়সে আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে।

ব্যাখ্যা ২ : মাতঙ্গিনী হাজরা গান্ধীজির অহিংস উপায়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

ব্যাখ্যা ৩ : মাতঙ্গিনী হাজরা গুলিবিদ্ধ হওয়ার আগে গান্ধীজির নামে জয়ধ্বনি দিয়েছিলেন বলে।

উত্তরঃ ব্যাখ্যা ২ : মাতঙ্গিনী হাজরা গান্ধীজির অহিংস উপায়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

২.৫.৩ বিবৃতি : চিকিৎসক লক্ষ্মী সায়গল ঝাঁসি ব্রিগেড যোগ দিয়েছিলেন।

ব্যাখ্যা ১ : তাঁর উদ্দেশ্য ছিল নারী বাহিনীর আহত সৈনিকদের চিকিৎসা করা।

ব্যাখ্যা ২ : তাঁর উদ্দেশ্য ছিল ভারতের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়া।

ব্যাখ্যা ৩ : তাঁর উদ্দেশ্য ছিল ভারতে নারী আন্দোলন গড়ে তোলা।

উত্তরঃ ব্যাখ্যা ২ : তাঁর উদ্দেশ্য ছিল ভারতের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়া।

২.৫.৪ বিবৃতি : ১৯২৫ খ্রিস্টাব্দে কয়েকজন বিপ্লবীর বিরুদ্ধে কাকোরি ষড়যন্ত্রের মামলা শুরু হয় -

ব্যাখ্যা ১ : বিপ্লবীরা ট্রেন ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন।

ব্যাখ্যা ২ : বিপ্লবীরা আইন সভায় বোমা নিক্ষেপ করেছিলেন।

ব্যাখ্যা ৩ : বিপ্লবীরা স্যান্ডার্সকে হত্যা করেছিলেন। 

উত্তরঃ ব্যাখ্যা ১ : বিপ্লবীরা ট্রেন ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন।

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close