Madhyamik ABTA Test Papers 2022-2023 Life Science Page 305 Solved
Type Here to Get Search Results !

Madhyamik ABTA Test Papers 2022-2023 Life Science Page 305 Solved

Madhyamik ABTA Test Papers

2022-2023 

Life Science 

Page 305

Answer

Madhyamik ABTA Test Paper Life Science 2022-2023 Page 305 Solved
Madhyamik ABTA Test Paper Life Science 2022-2023 Page 305 Solved


বিভাগ-‘ক’

1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :

1.1. কোনটি নাইট্রোজেন যুক্ত ক্ষারজাত হরমোন? - সাইটোকাইনিন

1.2 লঘু মস্তিষ্ক কোন কাজটি করে না? - শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ

1.3 পায়রার ডানায় পালকের সংখ্যা - 23টি

1.4 প্রাণীকোষ বিভাজনে বেমতত্ত্ব গঠনকারী অঙ্গানুটি হলো - সেন্ট্রোজোম

1.5 কোষচক্রের সঠিক পর্যায় ক্রমটি হলো - G1 → S → G2 → M

1.6 সঠিক জোড়াটি নির্বাচন করো - প্ল্যানেরিয়া – পুনরুৎপাদন

1.7 মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা যে বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রিত হয় না, সেটি হলো - হিমোফিলিয়া

1.8 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষার F2 জনুতে ফিনোটাইপের অনুপাতটি হবে - 1 : 2 : 1

1.9 হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো - 0%

1.10 কোনটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য - কাজ একই কিন্তু উৎপত্তি গত ভাবে ভিন্ন

1.11 নীচের যেটি প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয় সেই হলো - অঙ্গের ব্যবহার ও অব্যবহার

1.12 ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ হলো - ইওহিপ্পাস

1.13 কোন প্রকার দূষণ ইউট্রোফিকেশন ঘটায়? - জলদূষণ

1.14 কোনটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটিরিয়া? - a ও b উভয়ই

1.15 নীচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? - NH3

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ "খ"

2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো।

নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। (যে কোন পাঁচটি) :  

2.1 অ্যামিবার গমন অঙ্গের নাম ______। 

উত্তরঃ সিউডোপোডিয়া বা ক্ষণপদ 

2.2 সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষপ্রান্তে থাকলে, তাকে ______ ক্রোমোজোম বলে।

উত্তরঃ টেলোসেন্ট্রিক 

2.3 দ্বিসঙ্কর জননের পরীক্ষা থেকে মেন্ডেল ______ সূত্রে উপনীত হন।

উত্তরঃ স্বাধীন বন্টনের 

2.4 মৌচাক থেকে খাদ্যের দূরত্ব অধিক হলে শ্রমিক মৌমাছি ______ প্রকার নাচ করে।

উত্তরঃ ওয়াগল 

2.5 ______ রোগটির কারণ পারদ ঘটিত দূষণ।

উত্তরঃ মিনামাটা 

2.6 নাইট্রেট লবণ থেকে গ্যাসীয় নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে ______ বলে। 

উত্তরঃ ডি-নাইট্রিফিকেশন 

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরুপণ করো (যে কোনো পাঁচটি) :

2.7 ভ্যাসোপ্রেসিন অ্যান্টি ডাই ইউরেটিক হরমোনের অপর নাম।

উত্তরঃ সত্য

2.8 জিব্বারেলিন হরমোন উদ্ভিদের অকালপত্র মোচন রোধ করে।

উত্তরঃ মিথ্যা

2.9 মাইটোসিসের অ্যানাফেজ দশায় ক্রসিং ওভার ঘটে।

উত্তরঃ মিথ্যা

2.10 প্ৰচ্ছন্ন বৈশিষ্ট শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়। 

উত্তরঃ সত্য

2.11 জল সংরক্ষণের জন্য ফণীমনসার কান্ড কাঁটায় রূপান্তরিত হয়েছে।

উত্তরঃ মিথ্যা

2.12 JFM সর্বপ্রথম পশ্চিমবঙ্গে শুরু হয়। 

উত্তরঃ সত্য

A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) : 

A স্তম্ভ

2.13 নিউরোট্রান্সমিটার

2.14 DNA

2.15 বর্ণান্ধতা

2.16 নিসল দানা

2.17 সমসংস্থ অঙ্গ

2.18 বিশ্ব উষ্ণায়ণ

B স্তম্ভ

(a) নিউরোপ্লাজম

(b) গ্রিন হাউস গ্যাস

(c) অপসারী বিবর্তন

(d) যৌন ক্রোমোজোম বাহিত বংশগত রোগ

(e) অ্যাসিটাইল কোলিন

(f) অটোজোম বাহিত বংশগত রোগ

(g) থাইমিন

উত্তরঃ

2.13 নিউরোট্রান্সমিটার - (a) নিউরোপ্লাজম 

2.14 DNA - (g) থাইমিন 

2.15 বর্ণান্ধতা - (d) যৌন ক্রোমোজোম বাহিত বংশগত রোগ

2.16 নিসল দানা - (a) নিউরোপ্লাজম 

2.17 সমসংস্থ অঙ্গ - (c) অপসারী বিবর্তন

2.18 বিশ্ব উষ্ণায়ণ - (b) গ্রিন হাউস গ্যাস 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো 6টি) : 

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো : গলগন্ড, বর্ণান্ধতা, মধুমেহ, বামনত্ব।

উত্তরঃ বর্ণান্ধতা

2.20 ICSH- এর পুরো নাম কি?

উত্তরঃ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন (ICSH – Interstitial cell-stimulating hormone)

2.21 মানব বিকাশের কোন সময় কালকে শৈশব কাল হিসাবে চিহ্নিত করা হয়?

উত্তরঃ ৩ থেকে ১১ বছর সময় কালকে শৈশব কাল হিসাবে চিহ্নিত করা হয়। 

2.22 গোল ও হলুদ বীজ যুক্ত মটর গাছের কয় প্রকার জিনোটাইপ হতে পারে, লেখো।

উত্তরঃ চার প্রকার (YYRR, YYRr, YyRR, YyRr)

2.23 একটি বায়ুপরাগী ফুলের নাম করো।

উত্তরঃ পাইন, ধান, গম, ভুট্টা ইত্যাদি ফুল বায়ুপরাগী ।

2.24 নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির শব্দ বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : ঘোড়ার অগ্রপদ : সমসংস্থ অঙ্গ :: মানুষের কক্সিস : ______

উত্তরঃ নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ।

2.25 পশ্চিমবঙ্গের একটি রেডপান্ডা প্রকল্পের নাম করো।

উত্তরঃ সিঙ্গলীলা জাতীয় উদ্যান।

2.26 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো - সংরক্ষিত বন, ইন-সিটুসংরক্ষণ, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ।

উত্তরঃ ইন-সিটুসংরক্ষণ

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close