Madhyamik ABTA Test Papers
2022-2023
Life Science
Page 282
Answer
বিভাগ ‘ক’
1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
1.1 সঠিক জোড়টি নির্বাচন করো : পনস্ – ডেট্রসর পেশির সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগে সহায়তা করে
1.2 ইনসুলিন সম্পর্কিত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয় তা শনাক্ত করো : মৌল বিপাকীয় হার বৃদ্ধি করে
1.3 ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভের দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো :
‘ক’ স্তম্ভ
(a) ফ্লেক্সন
(b) অ্যাবডাকশন
(c) অ্যাডাকশন
‘খ’ স্তম্ভ
(i) ল্যাটিসিমাস ডরসি হাতকে দেহঅক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে
(ii) বাইসেপস পেশি কনুই সন্ধিকে ভাঁজ হতে সাহায্য করে
(iii) ডেলটয়েড পেশি হাতকে দেহঅক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে
A - (ii) B - (iii) C - (i)
1.4 হেটারোক্রোমাটিনের ক্ষেত্রে যে বক্তব্যটি সঠিক নয় তা হল -
1.5 নিম্নলিখিত কোটি পক্ষিপরাগী ফুল - পলাশ
1.6 অণুবিস্তারণের সঠিক ধাপগুলি হল - মুকুল বা কলা → ক্যালাস → এমব্রয়েড → প্ল্যান্টলেট → পরিণত উদ্ভিদ
1.7 হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবার সম্ভাবনা হল - 0%
1.8 হলুদ রঙের কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ হল - YYrr, Yyrr
1.9 সমসংস্থ ক্রোমোজোমের নন্–সিস্টার ক্রোমাটিডের যে অংশে ক্রসিং ওভার ঘটে তা হল - কায়াজমাটা
1.10 ওপারিন ও হ্যালডেনের রাসায়নিক সংশ্লেষ সম্পর্কে অনুমান সত্য তা পরীক্ষার দ্বারা প্রমাণ করেন - বিজ্ঞানী মিলার ও ঊরে
1.11 Archaeopteryx যাদের মধ্যবর্তী সংযোগসূত্র তার হল - রেপটিলিয়া এবং অ্যাভিস
1.12 উটের মূত্রে অধিক থাকে - ইউরিক অ্যাসিড
1.13 নিম্নলিখিত কোনটি নাইট্রিফিকেশন ধাপের সঙ্গে সংশ্লিষ্ট তা নির্ধারণ করো : অ্যামোনিয়া → নাইট্রাইট → নাইট্রেট
1.14 প্ৰদত্ত কোন্ তথ্যটি JFM সম্পর্কে সঠিক নয় - সেগুন গাছের পুনরুদ্ধারের জন্য 1971 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত।
1.15 পশ্চিমবঙ্গে যে সংরক্ষিত অঞ্চলে রেড পান্ডা পাওয়া যায় তা হল - সিংগালিলা জাতীয় উদ্যান
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
বিভাগ "খ"
2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো।
নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। (যে কোন পাঁচটি) :
2.1 নারকেলের তরল সস্যে ______ নামক ফাইটোহরমোন থাকে।
উত্তরঃ সাইটোকাইনিন
2.2 উদ্ভিদকোশ বিভাজনকালে ______ অনুদৈর্ঘ্যভাবে সজ্জিত হয়ে বেমতন্তু গঠন করে।
উত্তরঃ মাইক্রোটিউবুল
2.3 α-থ্যালাসেমিয়ার জিন ______ ক্রোমোজোমে অবস্থান করে।
উত্তরঃ ১৬ নং
2.4 আধুনিক ঘোড়া ইকুয়াসের আবির্ভাব ঘটেছিল ______ যুগে।
উত্তরঃ প্লিস্টোসিন
2.5 ‘প্রকৃতির বৃক্ক‘ হল ______ ।
উত্তরঃ জলাভূমি
2.6 ক্রায়োসংরক্ষণে উদ্ভিদ নমুনা ______ তাপমাত্রায় সংরক্ষিত হয়।
উত্তরঃ −196°C
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) :
2.7 স্নায়ুতন্ত্রে নিউরোগ্লিয়া ধারক কোশ এবং এরা স্নায়ুস্পন্দন পরিবহণে সক্ষম।
উত্তরঃ মিথ্যা
2.8 ফার্নে মূল উদ্ভিদদেহটি রেণুধর এবং ডিপ্লয়েড প্রকৃতির।
উত্তরঃ সত্য
2.9 RNA-র প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ করা।
উত্তরঃ সত্য
2.10 মেন্ডেল তাঁর বংশগতির পরীক্ষায় ‘জিন‘ শব্দটি ব্যবহার করেছিলেন।
উত্তরঃ মিথ্যা
2.11 ডারউইন প্রকরণের উৎপত্তি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
উত্তরঃ সত্য
2.12 ‘গ্রিন মাফলার’ শব্দদূষণের সঙ্গে সম্পর্কিত।
উত্তরঃ সত্য
A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) :
A স্তম্ভ
2.13 গয়টার
2.14 ফোবিয়া সেন্ট্রালিস
2.15 ইস্ট
2.16 বর্ণান্ধতা
2.17 ওয়াগটেল নৃত্য
2.18 ইউট্রফিকেশন
B স্তম্ভ
(a) টরুলা দশা পরিলক্ষিত হয়
(b) শ্রমিক মৌমাছির খাবারের খোঁজ
(c) জলাশয়ে ফসফেট জাতীয় সার ও ডিটারজেন্ট মেশার ফল
(d) রেটিনায় এই অংশে কোন্ কোশের সংখ্যা বেশি
(e) অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি
(f) ক্রিস–ক্রস বংশগতি
(g) থাইরক্সিন ক্ষরণ হ্রাস পেলে আয়োডিন বিপাক ব্যাহত হয়
উত্তরঃ
2.13 গয়টার - (g) থাইরক্সিন ক্ষরণ হ্রাস পেলে আয়োডিন বিপাক ব্যাহত হয়
2.14 ফোবিয়া সেন্ট্রালিস - (d) রেটিনায় এই অংশে কোন্ কোশের সংখ্যা বেশি
2.15 ইস্ট - (a) টরুলা দশা পরিলক্ষিত হয়
2.16 বর্ণান্ধতা - (f) ক্রিস–ক্রস বংশগতি
2.17 ওয়াগটেল নৃত্য - (b) শ্রমিক মৌমাছির খাবারের খোঁজ
2.18 ইউট্রফিকেশন - (c) জলাশয়ে ফসফেট জাতীয় সার ও ডিটারজেন্ট মেশার ফল
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছ’টি) :
2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো : IAA, IBA, NAA, 2,4–D।
উত্তরঃ IAA
2.20 মানুষের দৃষ্টির প্রেসবায়োপিয়ার ত্রুটি সংশোধনের উপায় কী?
উত্তরঃ বাইফোকাল লেন্স ব্যবহার করলে প্রেসবায়োপিয়ার ত্রুটি সংশোধিত হবে।
2.21 নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : স্পাইরোগাইরা : খণ্ডীভবন :: প্ল্যানেরিয়া : ______.
উত্তরঃ পুনরুৎপাদন
2.22 কোশ বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কী হয়?
উত্তরঃ বহু নিউক্লিয়াসযুক্ত কোশ উৎপন্ন হবে।
2.23 মিষ্টি মটরগাছে কাণ্ডে ফুলের অবস্থানের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তরঃ
প্রকট বৈশিষ্ট্য : কক্ষে
প্রচ্ছন্ন বৈশিষ্ট্য : শীর্ষে
2.24 অ্যালিল কী?
উত্তরঃ সমসংস্থ ক্রোমোজোমের একই জিন লোকসে অবস্থিত পৃথক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জোড়াকে বলা হয় পরস্পরের অ্যালিল।
2.25 লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো।
উত্তরঃ সুন্দরী গাছ জলের মাধ্যমে শোষিত লবণ পাতার লবণগ্রন্থি ও মূলের মাধ্যমে দেহ থেকে বার করে দিয়ে লবণের বিষক্রিয়া থেকে উদ্ভিদকে রক্ষা করে।
2.26 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো : পূর্ব হিমালয়, হটস্পট, ইন্দো–বার্মা, সুন্দাল্যান্ড।
উত্তরঃ হটস্পট
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ