Madhyamik abta Test Paper 2022-23 History Page 477 Answer
Type Here to Get Search Results !

Madhyamik abta Test Paper 2022-23 History Page 477 Answer

Madhyamik abta Test Paper 2022-23 

History 

Page 477

Answer

Madhyamik ABTA Test Paper History 2022-2023 Page 477 Solved
Madhyamik ABTA Test Paper History 2022-2023 Page 477 Solved


বিভাগ ‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১  ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে - ইংরেজরা

১.২ ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি - আত্মজীবনী গ্রন্থ

১.৩  সোমপ্রকাশ ছিল একটি - সাপ্তাহিক পত্রিকা

১.৪ ‘রাজতরঙ্গিনী’ রচনা করেন - কলহন 

১.৫ বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী - সত্তর বৎসর

১.৬ সুই মুণ্ডা নেতৃত্ব দিয়েছিলেন - কোল বিদ্রোহ

১.৭ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল - বঙ্গভাষা প্রকাশিকা সভা

১.৮ একা আন্দোলনের নেতা ছিলেন - মাদারি পাসি

১.৯ এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় - ১৭৮৪ খ্রিস্টাব্দে

১.১০ ‘হুতোম প্যাঁচার নকসা’-র রচয়িতা ছিলেন - কালীপ্রসন্ন সিংহ

১.১১ অরণ্য আইন চালু হয় - ১৮৬৫ খ্রিস্টাব্দে

১.১২ সতীদাহ প্রথা রদ হয় - ১৮২৯ খ্রিস্টাব্দে

১.১৩ ‘সর্বধর্মের সমন্বয়’ আদর্শ প্রচার করেন - শ্রীরামকৃষ্ণ

১.১৪ কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল - ছোটনাগপুরে

১.১৫  ১৮৫৭ খ্রিস্টাব্দ বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ’ বলে বর্ণনা করেছেন - বিনায়ক দামোদর সাভারকার

১.১৬ ভারত সভা প্রতিষ্ঠা করেন - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

১.১৭ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে - ১৮৫৮ খ্রিস্টাব্দে

১.১৮ বাংলা ভাষার প্রথম ছাপা বই হল - এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ

১.১৯ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল - ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

১.২০ গোয়া ভারতভুক্ত হয় - ১৯৬১ খ্রিস্টাব্দে

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ ‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ ২.১ 

একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ ‘গোরা’ উপন্যাসটি কে রচনা করেন?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

২.১.২ ‘উলগুলান’ কী?

উত্তরঃ বিরসা মুন্ডার নেতৃত্বে ১৮৯৯-১৯০০ সালে এই বিদ্রোহ সংগঠিত হয়। রাঁচির দক্ষিণাঞ্চলে সৃষ্ট এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় 'উলগুলান', যার অর্থ 'প্রবল বিক্ষোভ'।

২.১.৩ বাংলার কোন শতককে 'নবজাগরণের শতক' বলা হয়?

উত্তরঃ উনিশ শতকের প্রথম ছয় দশক

২.১.৪ ভারতের লৌহমানব কাকে বলা হয়?

উত্তরঃ সর্দার বল্লভভাই প্যাটেল


উপবিভাগ ২.২ 

ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ শ্রীরামকৃষ্ণ 'রামকৃষ্ণ মিশন' প্রতিষ্ঠা করেন।

উত্তরঃ ভুল

২.২.২ 'হাফটোন ব্লক' চালু করেন সুকুমার রায়।

উত্তরঃ ভুল

২.২.৩ 'ভারতমাতা' চিত্রটি অঙ্কন করেন গগণেন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ ঠিক

২.২.৪ 'নীলদর্পণ' নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র।

উত্তরঃ ঠিক


উপবিভাগ ২.৩ 

‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায় (১) হিন্দু বালিকা বিদ্যালয়
২.৩.২ নবগোপাল মিত্ৰ (২) কৃষক আন্দোলন
২.৩.৩ বীরেন্দ্রনাথ শাসমল (৩) হিন্দুমেলা
২.৩.৪ ড্রিংক ওয়াটার বেথুন (৪) বঙ্গদর্শন

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 

২.৩.১ বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায় (৪) বঙ্গদর্শন

২.৩.২  নবগোপাল মিত্ৰ (৩) হিন্দুমেলা

২.৩.৩ বীরেন্দ্রনাথ শাসমল (২) কৃষক আন্দোলন

২.৩.৪  ড্রিংক ওয়াটার বেথুন (১) হিন্দু বালিকা বিদ্যালয়

 

উপবিভাগ ২.৪ 

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১  ছাপাখানার বিকাশের কেন্দ্র - শ্রীরামপুর।

২.৪.২  ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র - তমলুক।

২.৪.৩ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র - মিরাট।

২.৪.৪ সাঁওতাল বিদ্রোহের এলাকা।

উত্তরঃ


উপবিভাগ ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : সরলদেবী চৌধুরানী ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রতিষ্ঠা করেছিলেন।

ব্যাখ্যা ১ : বিদেশি পণ্য বিক্রির জন্য।

ব্যাখ্যা ২ : আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।

ব্যাখ্যা ৩ : স্বদেশি পণ্য বিক্রির জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ২ : আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।

২.৫.২ বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা পছন্দ করতেন না।

ব্যাখ্যা ১ : এই শিক্ষা ব্যবস্থা ব্যয়বহুল ছিল।

ব্যাখ্যা ২ : এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।

ব্যাখ্যা ৩ : এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না।

২.৫.৩ বিবৃতি : সাঁওতাল বিদ্রোহ ছিল শোষণের বিরুদ্ধে প্রতিরোধ।

ব্যাখ্যা ১ : জমিদার, মহাজন ও ব্রিটিশ কর্মচারীদের শোষণের বিরুদ্ধে।

ব্যাখ্যা ২ : সাঁওতালরা অন্যদের উপর নিজেদের বিধিব্যবস্থা বলবৎ করতে চেয়েছিল।

ব্যাখ্যা ৩ : বিদেশি মিশনারীদের উৎখাত করা।

উত্তরঃ ব্যাখ্যা ১ : জমিদার, মহাজন ও ব্রিটিশ কর্মচারীদের শোষণের বিরুদ্ধে।

২.৫.৪ বিবৃতি : ১৯৯৬ খ্রিস্টাব্দ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।

ব্যাখ্যা ১ : বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।

ব্যাখ্যা ২ : কারিগরি শিক্ষার উন্নতির জন্য।

ব্যাখ্যা ৩ : জাতীয় শিক্ষা প্রদানের জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : জাতীয় শিক্ষা প্রদানের জন্য।

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close