Madhyamik abta Test Paper 2022-23 History Page 456 Answer
Type Here to Get Search Results !

Madhyamik abta Test Paper 2022-23 History Page 456 Answer

Madhyamik abta Test Paper 2022-23 

History 

Page 456

Answer

Madhyamik ABTA Test Paper History 2022-2023 Page 456 Solved
Madhyamik ABTA Test Paper History 2022-2023 Page 456 Solved


বিভাগ ‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার দেওয়া হয় যে বিশেষ ক্ষেত্রে পারদর্শিতার জন্য তা হল - সিনেমা

১.২ ‘জীবনের ঝরাপাতা” যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত - দেশ

১.৩ ‘বামাবোধিনী’ পত্রিকার অন্যতম লক্ষ্য ছিল - নারীদের উন্নয়ন

১.৪ ‘মেকলে মিনিট’ প্রকাশিত হয় যে বড়লাটের আমলে - লর্ড মেকলে

১.৫   কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় - ১৮৩৫ খ্রিস্টাব্দে

১.৬ ভাগনাডিহির মাঠে যে বিদ্রোহের সূত্রপাত হয়েছিল - সাঁওতাল বিদ্রোহ

১.৭ প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় - ১৮৬৫ খ্রিস্টাব্দে

১.৮ ‘বন্দেমাতরম’ সংগীতটি নেওয়া হয়েছে - আনন্দমঠ উপন্যাস থেকে

১.৯ নিম্নলিখিত কোনটি অন্যান্যদের থেকে পৃথক - বর্তমান ভারত

১.১০ নবগোপাল মিত্র কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন - হিন্দু মেলা

১.১১ মুদ্রণ ব্যবস্থার আধুনিকীকরণে যে বাঙালির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

১.১২ ‘জাতীয় শিক্ষা পরিষদ’ কবে গড়ে ওঠে - ১৯০৬ খ্রিস্টাব্দে

১.১৩ ‘তিন কাঠিয়া’ প্রথার অস্তিত্ব ছিল - চম্পারনে

১.১৪ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হলেন - লাল লাজপত রায়

১.১৫ র‍্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন - মানবেন্দ্ৰনাথ রায়

১.১৬ কার্লাইল সার্কুলার জারি করা হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে যাদের দূরে রাখতে - ছাত্র

১.১৭ ‘জয়শ্রী’ পত্রিকাটি প্রকাশ করেন - লীলা রায়

১.১৮ নিম্নলিখিত কে নমঃশূদ্র আন্দোলনের সাথে যুক্ত নন - হরিচাঁদ ঠাকুর

১.১৯ ‘আধার মানিক’ গ্রন্থের রচয়িতা - মহাশ্বেতা দেবী

১.২০ মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় আলাদা রাজ্যের মর্যাদা লাভ করে - ২০০০ খ্রিস্টাব্দে

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ ‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ ২.১ 

একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১  কাকে ‘বিশ্বসিনেমার জনক’ বলা হয়?

উত্তরঃ লুমিয়ের ব্রাদার্সকে

২.১.২ কে ‘হাফটোন ব্লক’ তৈরির পদ্ধতি আবিষ্কার করেন?

উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

২.১.৩ বসু বিজ্ঞান মন্দির কবে স্থাপিত হয়?

উত্তরঃ 30 November 1917

২.১.৪ বিনয়-বাদল-দীনেশ কোন যুদ্ধের জন্য স্মরণীয়?

উত্তরঃ ১৯৩০ সালের ৮ ডিসেম্বর অলিন্দ যুদ্ধের জন্য স্মরণীয়


উপবিভাগ ২.২ 

ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১  মদুসূদন গুপ্ত প্রথম শবব্যবচ্ছেদ করেছিলেন।

উত্তরঃ ঠিক

২.২.২ স্বামীজী বলেছিলেন "যত মত তত পথ"।

উত্তরঃ ভুল

২.২.৩ মীরাট ষড়যন্ত্র মামলা মূলত কমিউস্টিদের দমনের উদ্দেশ্যেই করা হয়।

উত্তরঃ ঠিক

২.২.৪  উনিশ শতককে বাংলার ‘নবজাগরণের শতক’ বলা হয় ৷

উত্তরঃ ভুল


উপবিভাগ ২.৩ 

‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ বারদৌলি সত্যাগ্রহ (১) চুয়ার বিদ্রোহ
২.৩.২ দুর্জন সিংহ (২) লালা লাজপত রায়
২.৩.৩ সাইমন কমিশন (৩) বল্লভভাই প্যাটেল
২.৩.৪ নিম্নবর্গের ইতিহাসচর্চা (৪) রণজিৎ গুহ

উত্তরঃ ২.৩.১  বারদৌলি সত্যাগ্রহ (৩) বল্লভভাই প্যাটেল

২.৩.২   দুর্জন সিংহ (১) চুয়ার বিদ্রোহ

২.৩.৩  সাইমন কমিশন (২) লালা লাজপত রায়

২.৩.৪   নিম্নবর্গের ইতিহাসচর্চা (৪)  রণজিৎ গুহ

 

উপবিভাগ ২.৪ 

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১  সিপাহী বিদ্রোহের একটি কেন্দ্র।

২.৪.২ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ

২.৪.৩ কলকাতা।

২.৪.৪ সুরাট।

উত্তরঃ


উপবিভাগ ২.৫ 

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি :  ভারতবর্ষের বিজ্ঞান চর্চার ইতিহাসে মহেন্দ্রলাল সরকারের নাম চিরস্মরণীয়।

ব্যাখ্যা ১ : তিনি ভারতবর্ষের প্রথম বিজ্ঞানী।

ব্যাখ্যা ২ : তিনি গবেষণার জন্য IACS স্থাপন করেন।

ব্যাখ্যা ৩ : তিনি বসুবিজ্ঞান মন্দিরের অধ্যাপক ছিলেন।

উত্তরঃ ব্যাখ্যা ২ : তিনি গবেষণার জন্য IACS স্থাপন করেন।

২.৫.২ বিবৃতি : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা তেমনভাবে যোগদান করেনি।

ব্যাখ্যা ১ : এই আন্দোলনে কৃষক স্বার্থের দিকটি তুলে ধরা হয়নি।

ব্যাখ্যা ২ : কৃষকরা সে সময় আন্দোলন বিমুখ ছিলেন।

ব্যাখ্যা ৩ : কৃষকদের মধ্যে সংগঠনের অভাব ছিল।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : কৃষকদের মধ্যে সংগঠনের অভাব ছিল।

২.৫.৩ বিবৃতি : গান্ধীজী ‘লবণ আইন’ ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন।

ব্যাখ্যা ১ : লবণ ছিল একটি দামী দ্রব্য।

ব্যাখ্যা ২ : লবণ ব্যবসা ছিল অলাভজনক।

ব্যাখ্যা ৩ : লবণ ছিল সাধারণ মানুষের অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহাৰ্য্য দ্রব্য।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : লবণ ছিল সাধারণ মানুষের অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহাৰ্য্য দ্রব্য।

২.৫.৪ বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন -

ব্যাখ্যা ১ : চৌরিচৌরা ঘটনার প্রতিবাদে।

ব্যাখ্যা ২ : জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে।

ব্যাখ্যা ৩ : নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের প্রতিবাদে।

উত্তরঃ ব্যাখ্যা ২ : জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে।

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close