Madhyamik abta Test Paper 2022-23 History Page 435 Answer
Type Here to Get Search Results !

Madhyamik abta Test Paper 2022-23 History Page 435 Answer

Madhyamik abta Test Paper 2022-23

History 

Page 435 

Answer

Madhyamik ABTA Test Paper History 2022-2023 Page 435 Solved
Madhyamik ABTA Test Paper History 2022-2023 Page 435 Solved


বিভাগ ‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ ‘কেকের দেশ” বলা হয় - স্কটল্যান্ডকে

১.২  ‘পাঞ্জাবে উটচালকদের গানকে’ বলা হতো - টপ্পা 

১.৩ ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন - হরিশচন্দ্র মুখোপাধ্যায়

১.৪ চন্দ্রমুখী বোস অধ্যক্ষা ছিলেন - বেথুন কলেজের

১.৫  ‘নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন - বিজয়কৃষ্ণ গোস্বামী

১.৬ গোবর্ধন দিকপতি নেতৃত্ব দেন - চুয়াড় বিদ্রোহে

১.৭ মজনু শাহ কোন যুদ্ধে নিহত হন - পাটগ্রামের যুদ্ধে

১.৮ ‘আনন্দমঠ’ প্রকাশিত হয় - ১৮৮২ খ্রিস্টাব্দে

১.৯ সিপাহী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন - আর্ল স্ট্যানলি

১.১০  হিন্দুমেলার সম্পাদক ছিলেন - গগণেন্দ্রনাথ ঠাকুর

১.১১ পূর্ববঙ্গ প্রথম ছাপাখানা স্থাপিত হয় - রংপুরে

১.১২ জাতীয় বিজ্ঞানচর্চার পথপ্রদর্শক ছিলেন - মহেন্দ্রলাল সরকার

১.১৩ ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন - বীরেন্দ্রনাথ শাসমল

১.১৪ রাহুল সংকৃত্যায়ণ যে কৃষক আন্দোলনকে সমর্থন করেন - তেভাগা

১.১৫ ‘নিখিল ভারত ট্রেড ইউনিয়ন’ প্রতিষ্ঠিত হয়েছিল - ১৯২০ খ্রিস্টাব্দে

১.১৬ ‘মহিলা রাষ্ট্রীয় সংঘ’ প্রতিষ্ঠা করেন - লতিকা ঘোষ

১.১৭  দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন - গান্ধীজি

১.১৮ ‘দীপালি সংঘ’ প্রতিষ্ঠিত হয় - ঢাকায়

১.১৯ নেহরু-লিয়াকৎ চুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন - ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

১.২০ ‘যুক্তবঙ্গের স্মৃতি’ গ্রন্থটির রচয়িতা - অন্নদাশংকর রায়

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ ‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ ২.১ 

একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?

উত্তরঃ দিল্লিতে 

২.১.২ ‘নববিধানের’ প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ কেশবচন্দ্র সেন

২.১.৩ সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন?

উত্তরঃ কোল বিদ্রোহ

২.১.৪ ‘দীনমিত্র’ কী?

উত্তরঃ একটি সংবাদপত্রের নাম। 


উপবিভাগ ২.২ 

ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ “নবান্ন” নাটকটির রচয়িতা উৎপল দত্ত।

উত্তরঃ ভুল

২.২.২ ডিরোজিও ছিলেন ‘হেয়ার স্কুলের’ ছাত্র।

উত্তরঃ ভুল

২.২.৩ মোপলা আন্দোলন একটি কৃষক আন্দোলন।

উত্তরঃ ঠিক

২.২.৪ ‘ভারত মহিলা‘ পত্রিকার সম্পাদনা করেন সরযুবালা দত্ত।

উত্তরঃ ভুল


উপবিভাগ ২.৩ 

‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ ভারত সভা (১) এশিয়াটিক সোসাইটি
২.৩.২ রাজেন্দ্রলাল মিত্র (২) এস এ ডাঙ্গে
২.৩.৩ সোস্যালিস্ট পার্টি (৩) স্বরাষ্ট্র সচিব
২.৩.৪ ভি পি মেনন (৪) সুরেন্দ্রনাথ ব্যানার্জি

উত্তরঃ ২.৩.১  ভারত সভা - (৪) সুরেন্দ্রনাথ ব্যানার্জি 

২.৩.২  রাজেন্দ্রলাল মিত্র - (১) এশিয়াটিক সোসাইটি

২.৩.৩  সোস্যালিস্ট পার্টি - (২) এস এ ডাঙ্গে

২.৩.৪   ভি পি মেনন - (৩) স্বরাষ্ট্র সচিব

 

উপবিভাগ ২.৪ 

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা।

২.৪.২ বারাসত বিদ্রোহের এলাকা।

২.৪.৩ ১৮৫৭-র বিদ্রোহের কেন্দ্র মীরাট।

২.৪.৪ ১৮৫৭-র বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর।

উত্তরঃ


উপবিভাগ ২.৫ 

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : ‘নীলদর্পন’ নাটকের প্রধান গুরুত্ব হলো -

ব্যাখ্যা ১ : এই নাটক নীলচাষীদের ওপর নীলকরদের অত্যাচারের দর্পণ।

ব্যাখ্যা ২ : এই নাটক দিয়েই সাধারণ রঙ্গালয়ে নাটক শুরু হয়।

ব্যাখ্যা ৩ : এই নাটক নীলচাষীদের পক্ষে জনমত গঠন করে।

উত্তরঃ ব্যাখ্যা ১ : এই নাটক নীলচাষীদের ওপর নীলকরদের অত্যাচারের দর্পণ।

২.৫.২ বিবৃতি : উনিশ শতকে ছাপা বইগুলির চাহিদা বাড়ে -

ব্যাখ্যা ১ : এই সময় একাধিক বিদ্যালয় গড়ে ওঠে।

ব্যাখ্যা ২ : ছাপা বইগুলি অল্প মূল্যে বিক্রি হত।

ব্যাখ্যা ৩ : সেই সময় মানুষের মধ্যে বাংলা বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছিল।

উত্তরঃ ব্যাখ্যা ১ : এই সময় একাধিক বিদ্যালয় গড়ে ওঠে।

২.৫.৩ বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করে -

ব্যাখ্যা ১ : এর উদ্দেশ্য ছিল বিপ্লববাদ দমন করা।

ব্যাখ্যা ২ : এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ বন্ধ করা।

ব্যাখ্যা ৩ : এর উদ্দেশ্য ছিল শ্রমিক আন্দোলন দমন করা।

উত্তরঃ ব্যাখ্যা ২ : এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ বন্ধ করা।

২.৫.৪ বিবৃতি : শচীন্দ্রপ্রসাদ বসু ১৯০৫ খ্রিস্টাব্দে অ্যান্টি-সার্কুলার সোসাইটি গঠন করেন।

ব্যাখ্যা ১ : সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করার জন্য।

ব্যাখ্যা ২ : বহিষ্কৃত ছাত্রদের সংশ্লিষ্ট স্কুল কলেজে টিকিয়ে রাখার জন্য।

ব্যাখ্যা ৩ : গ্রামে–গঞ্জে স্বাধীনতা সংগ্রামের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য ।

উত্তরঃ ব্যাখ্যা ১ : সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করার জন্য।

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close