Madhyamik abta Test Paper 2022-23 History Page 497 Answer
Type Here to Get Search Results !

Madhyamik abta Test Paper 2022-23 History Page 497 Answer

Madhyamik abta Test Paper 2022-23 

History 

Page 497

Answer

Madhyamik ABTA Test Paper History 2022-2023 Page 497 Solved
Madhyamik ABTA Test Paper History 2022-2023 Page 497 Solved


বিভাগ ‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন - রণজিৎ গুহ

১.২ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন - চলচ্চিত্রের সঙ্গে

১.৩ ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয় - উডের ডেসপ্যাচকে

১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন - স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

১.৫ "নীলদর্পণ" নাটকের ইংরেজি অনুবাদ করেন - মধুসূদন দত্ত

১.৬ কোন বিদ্রোহ ‘উলগুলান’ নামে পরিচিত - মুণ্ডা বিদ্রোহ

১.৭ রংপুরের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন - নুরুলউদ্দিন

১.৮ ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন - অবনীন্দ্রনাথ ঠাকুর

১.৯ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে 'ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলেছেন - বিনায়ক দামোদর সাভারকার

১.১০ হিন্দু মেলার অপর নাম ছিল - চৈত্র মেলা

১.১১ History of Hindu Chemistry’ গ্রন্থের লেখক হলেন - প্রফুল্লচন্দ্র রায়

১.১২ জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি হন - রাসবিহারী ঘোষ

১.১৩ একা আন্দোলনের নেতা ছিলেন - মাদারি পাসি

১.১৪ কোল মহাত্মা গান্ধীর ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল - চম্পারণ সত্যাগ্রহ

১.১৫ সারা ভারত কিষান কংগ্রেস প্রতিষ্ঠিত হয় - ১৯৩৬ খ্রিস্টাব্দ

১.১৬ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন  - লীলা নাগ

১.১৭ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন - সূর্য সেন

১.১৮ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রতিষ্ঠা করেন - সরলাদেবী চৌধুরানী

১.১৯ ভারতের রাজনীতিতে 'লৌহ মানব' বলে পরিচিত ছিলেন - বল্লভভাই প্যাটেল

১.২০ রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় - ১৯৫৩ খ্রিস্টাব্দে

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ ‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ ২.১ 

একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী?

উত্তরঃ এ নেশন ইন মেকিং

২.১.২ কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী?

উত্তরঃ কেরালা

২.১.৩ ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৮০০ সালের ০৯ জুলাই

২.১.৪ ‘বিধবা বিবাহ আইন’ কোন বৎসর পাস হয়?

উত্তরঃ ২৬ জুলাই ১৮৫৬


উপবিভাগ ২.২ 

ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ সত্যার্থ প্রকাশ-এর রচয়িতা ছিলেন দয়ানন্দ সরস্বতী।

উত্তরঃ ঠিক

২.২.২ কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল মেদিনীপুরে।

উত্তরঃ ভুল

২.২.৩ চুয়াড় শব্দের অর্থ হল বর্বর।

উত্তরঃ ভুল

২.২.৪ সাঁওতাল বিদ্রোহ শুরু হয় ১৮৫০ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ভুল


উপবিভাগ ২.৩ 

‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ অবনীন্দ্রনাথ ঠাকুর (১) ১৮০০ খ্রিস্টাব্দে
২.৩.২ সুরেন্দ্রনাথ ব্যানার্জী (২) লর্ড নর্থব্রুক
২.৩.৩ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন (৩) ভারতমাতা
২.৩.৪ শ্রীরামপুর মিশন (৪) ভারত সভা

উত্তরঃ ২.৩.১ অবনীন্দ্রনাথ ঠাকুর - (৩) ভারতমাতা

২.৩.২ সুরেন্দ্রনাথ ব্যানার্জী - (৪) ভারত সভা

২.৩.৩ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন - (২) লর্ড নর্থব্রুক

২.৩.৪ শ্রীরামপুর মিশন - (১) ১৮০০ খ্রিস্টাব্দে

 

উপবিভাগ ২.৪ 

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ সুরাট

২.৪.২ শ্রীরামপুর

২.৪.৩ ঝাঁসি

২.৪.৪ দিল্লি।

উত্তরঃ


উপবিভাগ ২.৫ 

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : ১৮৫৭ সালের বিদ্রোহে জাতীয়তাবোধ ছিল।

ব্যাখ্যা ১ : হিন্দু ও মুসলিম সকলেই একসঙ্গে যুদ্ধ করেছিল।

ব্যাখ্যা ২ : রাজারা তাদের রাজত্ব ফিরে পাওয়ার জন্যই এই বিদ্রোহে অংশ নেয়।

ব্যাখ্যা ৩ : সিপাহীরা এই বিদ্রোহ করেছিল।

উত্তরঃ ব্যাখ্যা ১ : হিন্দু ও মুসলিম সকলেই একসঙ্গে যুদ্ধ করেছিল।

২.৫.২ বিবৃতি : 'একা আন্দোলন' সংগঠিত হয়েছিল উত্তর প্রদেশে।

ব্যাখ্যা ১ : এটি ছিল ব্যক্তিগত আন্দোলন।

ব্যাখ্যা ২ : এটি ছিল একটি কৃষক আন্দোলন।

ব্যাখ্যা ৩ : এটি ছিল শ্রমিক আন্দোলন।

উত্তরঃ ব্যাখ্যা ২ : এটি ছিল একটি কৃষক আন্দোলন।

২.৫.৩ বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।

ব্যাখ্যা ১ : এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।

ব্যাখ্যা ২ : এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।

ব্যাখ্যা ৩ : এর উদ্দেশ্য ছিল সাম্যবাদী কার্যকলাপ দমন করা।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : এর উদ্দেশ্য ছিল সাম্যবাদী কার্যকলাপ দমন করা।

২.৫.৪ বিবৃতি : ১৯৪৯ খ্রিস্টাব্দে জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হয়।

ব্যাখ্যা ১ : কারণ ভারত বলপূর্বক এই রাজ্যটি দখল করে।

ব্যাখ্যা ২ : সেখানকার জনগণ ভারতে যোগাযোগ করার পক্ষে রায় দেয়।

ব্যাখ্যা ৩ : পাকিস্তানের পরামর্শে জুনাগড়ের শাসক ভারতে যোগাযোগ করে।

উত্তরঃ ব্যাখ্যা ২ : সেখানকার জনগণ ভারতে যোগাযোগ করার পক্ষে রায় দেয়।

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close