LightBlog
MADHYAMIK ABTA TEST PAPER 2022-2023 PHYSICAL SCIENCE PAGE 35 SOLVED
Type Here to Get Search Results !

MADHYAMIK ABTA TEST PAPER 2022-2023 PHYSICAL SCIENCE PAGE 35 SOLVED

MADHYAMIK ABTA TEST PAPER 2022-2023 PHYSICAL SCIENCE PAGE 35 SOLVED

Physical Science

Page - 35

Madhyamik ABTA Test Paper Physical Science 2022-2023 Solved Page 35 Solved
Madhyamik ABTA Test Paper Physical Science 2022-2023 Solved Page 35 Solved


বিভাগ - ক

1.1 বায়ো গ্যাসের প্রধান উপাদান হল - মিথেন

1.2 গ্যাসের অনুর গড় বেগ c এবং পরম উষ্ণতা T হলে, নিচের কোন্‌ সম্পর্কটি সঠিক? - (b) c @ _/-T

1.3 60g একটি গ্যাসের STP-তে আয়তন 5.6L, গ্যাসটির আণবিক ভর কত? - 240

1.4 একটি ইস্পাতের স্কেল 20 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় সঠিক দৈর্ঘ্য পরিমাপ করে। স্কেলটিকে 35 ডিগ্রী সেলসিয়াসে ব্যবহার করা হলে পরিমিত দৈর্ঘ্য - বেশি হবে

1.5 প্রিজমের আপাত কোন্‌ বাড়লে চুতিকোন্‌ - প্রথমে কমে পরে বাড়তে থাকে

1.6 কোন্‌টি আলোর বর্ণ নির্ধারণ করে - তরঙ্গ দৈর্ঘ্য

1.7 r ওহম রোধের n সংখ্যক তারকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান হবে - nr

1.8 গৃহস্থলীর বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলির ক্ষেত্রে কোন্‌টি স্থির থাকে? - বিভব-প্রভেদ

1.9 নিম্নলিখিত রশ্মিগুলির মধ্যে কোন্‌ রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? - গামা রশ্মি

1.10 নিচের কোন্‌টি পারমানবিক ব্যাসার্ধের সথিকক্রম? - Mg<Na<K<Rb

1.11 CaO গঠনের সময় Ca কয়টি ইলেকট্রন ত্যাগ করে? - 2টি

1.12 উষ্ণতা বৃদ্ধি করলে তড়িৎ বিশ্লেষের তড়িৎ পরিবাহিতা - বৃদ্ধি বা হ্রাস পেতে পারে তা উপাদানটির প্রকৃতির ওপর নির্ভর করে

1.13 নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অদক্ষেপ উৎপন্ন করে - NH3

1.14 CuSO4 থেকে Cu কে প্রতিস্থাপিত করতে পারে - Fe

1.15 তিনটি কার্বণ পরমাণু বিশিষ্ট অ্যালকাইন যোগে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? - 4টি

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ - খ

2.1 বায়ুমন্ডলের কোন্‌ স্তরটি শীতলতম স্তর?

উত্তরঃ মেসোস্ফিয়ার

2.2 উত্তম জ্বালানির একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ উত্তম জ্বালানির একটি বৈশিষ্ট্য হল জ্বালানির তাপন মূল্য বেশি হবে।

অথবা,

মিথেন হাইড্রেট এর সংকেত কি?

উত্তরঃ 4CH4,23H2O

2.3 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : বাস্তব গ্যাসগুলির আয়তন ও উষ্ণতা উচ্চ হলে তারা আদর্শ গ্যাসের মত আচরণ করে।

উত্তরঃ মিথ্যা (কারণ অতি নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মত আচরণ করে)

2.4 STP তে 22.4L আয়তনের গ্যাসে কতগুলি অনু-বর্তমান থাকে?

উত্তরঃ 6.022*1023 সংখ্যক অনু থাকে।

2.5 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক ও চাপ গুনাঙ্কের আনুপাত 1 এর চেয়ে বেশি হয়।

উত্তরঃ মিথ্যা

অথবা,

উষ্ণতা বাড়ালে গ্যাসীয় পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বাড়ে না কমে?

উত্তরঃ উষ্ণতা বাড়ালে গ্যাসীয় পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বাড়ে।

2.6 হ্রস্ব দৃষ্টিযুক্ত ব্যক্তিরা কি ধরণের লেন্স ব্যবহার করে?

উত্তরঃ উপযুক্ত ফোকাসের দৈর্ঘ্য অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে।

2.7 যদি কোন আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তাহলে তার বেগ বৃদ্ধি না হ্রাস পাবে?

উত্তরঃ যদি কোন আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তাহলে তার বেগ বৃদ্ধি পাবে।

2.8 বার্ণল চক্রের ঘূর্ণন বিপরীতমুখী করা যাবে এমন একটি উপায় উল্লেখ করো?

উত্তরঃ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে চক্রের ঘূর্ণণ বিপরীত দিকে হবে।

2.9 ফিউজ তারের উপাদান মৌলগুলির মধ্যে কোন্‌ উপাদান মৌলটির শতকরা পরিমাণ বেশি?

উত্তরঃ সিসা(Pb) ও টিন(Sn) এর সংকর ধাতু হলো ফিউজ তার সীসার(Pb) পরিমাণ বেশি থাকে Pb : Sn = 75 : 25

2.10 তাপীয় নিউট্রনের আঘাতে 235U92 নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে একটি নিউক্লিয়াস 141Ba56 উৎপন্ন করলে অপর নিউক্লিয়াসটি কি হবে?

উত্তরঃ অপর নিউক্লিয়াসটি হবে ক্রিপটন।

অথবা,

12C6 ও 14C6 আইসোটোপ দুটির মধ্যে কন্‌টি তেজস্ক্রিয়?

উত্তরঃ 14C6 আইসোটোপটি তেজস্ক্রিয়


2.11 বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান কর :

2.11.2 কাঁসাতে উপস্থিত - (a) Sn

2.11.3 দীর্ঘ পর্যায় সারণির দ্বিতীয় হ্রস্বপর্যায়ে থাকা একটি মৌল - (d) Si

2.11.4 একটি নিকটোজেন মৌল - (b) As

2.12 একটি সমযোজী দ্বিবন্ধন যুক্ত যৌগের নাম লেখো।

উত্তরঃ ইথিলিন

2.13 তড়িৎ বিশ্লেষণে M+ + e -> M এবং A - e -> A বিক্রিয়া দুটির মধ্যে কোন্‌টি ক্যাথোডে ঘটে?

উত্তরঃ তড়িৎ বিশ্লেষণে M+ + e -> M বিক্রিয়া ক্যাথডে ঘটে।

অথবা,

সোনার তড়িৎ লেপন তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়?

উত্তরঃ সোডিয়াম অরোসায়ানাইড

2.14 অ্যানোড মাডে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লেখো।

উত্তরঃ প্লাটিনাম

2.15 H2S শুদ্ধিকরণের P2S5 ও গাড় H2SO4 এর মধ্যে কোন্‌টি ব্যবহার গ্রহণযোগ্য?

উত্তরঃ P2O5 ব্যবহার গ্রহণযোগ্য

অথবা, 

রসায়নগারে লবণের ধাতব মূলক সনাক্তকরণে __________ গ্যাসটি ব্যাবহার করা যেতে পারে। (শূন্যস্থান পূরণ কর)

উত্তরঃ হাইড্রোজেন সালফাইট

2.16 ইউরিয়ার একটি ব্যবহার লেখো।

উত্তরঃ চাষ জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়।

2.17 CH3CH2CH2OH এর IUPAC নাম লেখো।

উত্তরঃ প্রোপানল

অথবা,

সমগনীয় শ্রেণীর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হয়?

উত্তরঃ 14u

2.18 ভিনেগারের মুখ্য জৈব উপাদানটির নাম কি?

উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিড

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close