LightBlog
Primary TET Child Development Question Paper 2013 Exam Preparation For 2022
Type Here to Get Search Results !

Primary TET Child Development Question Paper 2013 Exam Preparation For 2022

প্রাইমারি টেট ২০১৩ প্রশ্নপত্র শিশুবিভাগ ও পেডাগজি উত্তরসহ

     প্রিয় ছাত্র-ছাত্রী ও বন্ধুরা তোমরা যারা এবার Primary TET 2022 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো শুধুমাত্র তাদের জন্য KDPublisher ওয়েবসাইট থেকে Primary TET Child Development Question Paper 2013 দেওয়া হয়েছে। নিচে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য KDPbulisher-এর উদ্যোগে খুব সাহায্য করবে।

TET Primary Question Paper 2013 With Answer
TET Primary Question Paper 2013 With Answer


TET Primary Question Paper 2013 With Answer (Child Development)


Section-III

Child Development

1. যে পর্যায়ে একটি শিশু কোনো বস্তু ও বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শুরু করে, সেটি -

(1) প্রাক্‌-কার্যকারী পর্যায়

(2) মূর্ত কার্যকরী পর্যায়

(3) চেষ্টায় সংজ্ঞাবহ পর্যায়

(4) নিয়মতান্ত্রিক কার্যকরী দশা

উত্তরঃ (2) মূর্ত কার্যকরী পর্যায়

2. শিখনের 'প্রচেষ্টা ও ভুলের' তত্ত্বটির প্রবক্তা হলেন -

(1) গ্যাঁগে

(2) টোল্‌ম্যান

(3) স্কিনার

(4) থর্নডাইক

উত্তরঃ (4) থর্নডাইক

3. কোন্‌টি শিশুদের মধ্যে প্রায় দেখাই যায় না?

(1) হাইপারকাইনেসিস

(2) আত্মহত্যা

(3) নেতিবাচকতা

(4) প্রক্ষোভের ওপর নিয়ন্ত্রণের অভাব

উত্তরঃ (2) আত্মহত্যা

4. কোন্‌টি ব্যক্তিত্বের অভিজ্ঞা?

(1) রসার্ক ইসপ্লট টেস্ট

(2) আলেকজান্ডার পাস্‌ এ্যালং টেস্ট

(3) আর্মি-বিটা টেস্ট

(4) সেগুইন ফর্ম বোর্ড টেস্ট

উত্তরঃ (3) আর্মি-বিটা টেস্ট

5. কোন্‌টি শিশু-জন্মের প্রকারভেদ নয়?

(1) ব্রিচ বার্থ

(2) সিজারিয়ান বার্থ

(3) ট্রান্সভার্স বার্থ

(4) স্পন্টেনিয়াস বার্থ

উত্তরঃ (4) স্পন্টেনিয়াস বার্থ

6. শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান তার ইঙ্গিত দিয়েছে কোন্‌টি -

(1) ডায়নামিক বা গতীয় মনোবিদ্যা

(2) শিক্ষা মনোবিদ্যা

(3) অস্বাভাবিক মনোবিদ্যা

(4) স্বাস্থ্য মনোবিদ্যা

উত্তরঃ (1) ডায়নামিক বা গতীয় মনোবিদ্যা

7. কোন্‌ ধরনের প্রশিক্ষণ ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায়?

(1) অথোরিটোরিয়ান শিশু প্রশিক্ষণ

(2) নিগোসিয়েটর শিশু প্রশিক্ষণ

(3) ডেমোক্রেটিক শিশু প্রশিক্ষণ

(4) সংবেদন ও পেশি সঞ্চালনমূলক প্রশিক্ষণ

উত্তরঃ (3) ডেমোক্রেটিক শিশু প্রশিক্ষণ

8. নিম্নলিখিত কোন্‌ শিখনের ফলাফল নয়?

(1) মনোভাব

(2) পরিণমন

(3) ধারণা

(4) জ্ঞান

উত্তরঃ (2) পরিণমন

9. প্রাক্ষোভিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন্‌ ক্ষমতাটির কথা বলে না?

(1) প্রক্ষোভের উপলব্ধি

(2) প্রক্ষোভের নিয়ন্ত্রণ

(3) প্রক্ষোভের প্রকাশ ও সার্থকতা দান

(4) প্রক্ষোভের জাগরণ

উত্তরঃ (2) প্রক্ষোভের নিয়ন্ত্রণ

10. নিম্নলিখিত কোন্‌ বিবৃতিটি শিখন প্রক্রিয়ায় বৈশিষ্ট্য নয়?

(1) শিখন হল লক্ষ্য অভিমুখী

(2) শিখন মুক্তকরণও একটি শিখন প্রক্রিয়া

(3) শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলিতেই কেবলমাত্র শিখন অনুষ্ঠিত হয়

(4) শিখন একটি সার্বিক প্রক্রিয়া

উত্তরঃ (3) শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলিতেই কেবলমাত্র শিখন অনুষ্ঠিত হয়

11. IQ শব্দটি প্রথম ব্যবহার করেন মনোবিদ্‌ -

(1) মেরিল

(2) বিনে

(3) টারম্যান

(4) স্ট্যানফোর্ড

উত্তরঃ (3) টারম্যান

12. 'adolescence' শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, সেটি হল -

(1) adolescere

(2) adolescin

(3) adolescect

(4) adoled

উত্তরঃ (1) adolescere

13. সাধারণভাবে সুস্থ শিশুর 'অকস্মাৎ মৃত্যু'কে বলে -

(1) ক্রিব ডেথ

(2) অ্যাক্সিডেন্টাল ডেথ

(3) শক্‌ ডেথ

(4) অ্যাবনরমাল ডেথ্‌

উত্তরঃ (2) অ্যাক্সিডেন্টাল ডেথ

14. কোন্‌ গ্রন্থির অস্বাভাবিক ক্ষরণে 'Dwarfism' রোগটি দেখা যায়?

(1) পিটুইটারি গ্রন্থি

(2) থাইরয়েড গ্রন্থি

(3) অ্যাড্রিনাল গ্রন্থি

(4) পিনিয়াল গ্রন্থি

উত্তরঃ (1) পিটুইটারি গ্রন্থি

15. নিম্নলিখিত কোন্‌টি গ্রেগোরিয়াস ইন্সটিংকট?

(1) নিজেকে পৃথক রাখার প্রবণতাকে

(2) নতুন কিছু সৃষ্টি করার প্রবণতাকে

(3) কিছু অর্জন করার প্রবনতাকে

(4) দলবদ্ধ প্রবণতাকে

উত্তরঃ (4) দলবদ্ধ প্রবণতাকে

প্রাইমারি টেট ২০২২ সম্পর্কিত আরোও পোস্ট পড়তে : এইখানে ক্লিক করুণ

16. তোমার শ্রেণিকক্ষে কোনো শিশু তার নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য কোনো শিশুর ওপর চাপিয়ে দেয়, সে কোন্‌ ধরনের প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করে?

(1) যৌক্তিকতা

(2) প্রক্ষেপণ

(3) অবদমন

(4) অনুকম্পন

উত্তরঃ (3) অবদমন

17. Rh ফ্যাক্টর বলতে বোঝায় -

(1) রেসাস ইনকমপ্লিটনেস

(2) রেসাস ইনম্পিটিবিলিটি

(3) রেট অফ হিমোগ্লোবিন

(4) রেঞ্জ অফ ইনকম্পিটিবিলিটি

উত্তরঃ (3) রেট অফ হিমোগ্লোবিন

18. প্রতিভাবানদের সমস্যার সমাধানে কোন্‌টি ব্যবহৃত হয়? -

(1) বিশ্লেষণ

(2) ত্বরান্বিতকরণ

(3) ওষুধের ব্যবহার

(4) শান্তি

উত্তরঃ (1) বিশ্লেষণ

19. কোন্‌ সময়কালকে 'নির্ভরশীলতা হ্রাসের বয়স' বলা হয়?

(1) শৈশবকাল

(2) সদ্যোজাত

(3) কৈশোরকাল

(4) বাল্যকাল

উত্তরঃ (3) কৈশোরকাল

20. বয়ঃসন্ধিকালের একটি পরিচিত সমস্যা হল -

(1) ভ্রম প্রত্যক্ষণ

(2) স্কুল পালানো

(3) প্রবঞ্চিত হওয়া ভ্রান্তি

(4) অনিদ্রা

উত্তরঃ (3) প্রবঞ্চিত হওয়া ভ্রান্তি

প্রাইমারি টেট ২০২২ সম্পর্কিত আরোও পোস্ট পড়তে : এইখানে ক্লিক করুণ

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close