LightBlog
Primary TET Environment Studi Question Paper 2013 Exam Preparation For 2022
Type Here to Get Search Results !

Primary TET Environment Studi Question Paper 2013 Exam Preparation For 2022

প্রাইমারি টেট ২০১৩ প্রশ্নপত্র পরিবেশ বিদ্যা উত্তরসহ

     প্রিয় ছাত্র-ছাত্রী ও বন্ধুরা তোমরা যারা এবার Primary TET 2022 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো শুধুমাত্র তাদের জন্য KDPublisher ওয়েবসাইট থেকে Primary TET Environment Studi Question Paper 2013 দেওয়া হয়েছে। নিচে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য KDPbulisher-এর উদ্যোগে খুব সাহায্য করবে।

Primary TET Environment Studi Question Paper 2013
Primary TET Environment Studi Question Paper 2013


TET Primary Question Paper 2013 With Answer (Environment Studi)


Section-V

Environment Studi

1. নীচের কোন্‌টি রাসায়নিক পরিবর্তন?

(1) সালফারের গলন

(2) জলের স্ফুটন

(3) সম্পৃক্ত দ্রবণ থেকে চিনির কেলাস প্রস্তুতকরণ

(4) সালফারের জ্বলন

উত্তরঃ (4) সালফারের জ্বলন

2. 'মশা ম্যালেরিয়ার বাহক' - এই তত্ত্বটি রোনাল্ড রস ভারতের কোন্‌ শহরে গবেষণা করে আবিষ্কার করেন?

(1) কলকাতা

(2) চেন্নাই

(3) এলাহাবাদ

(4) সেকেন্দ্রাবাদ

উত্তরঃ (1) কলকাতা

3. নিচের কোন্‌ গাছটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়?

(1) জ্যাট্রোফা

(2) আম

(3) সরষে

(4) কার্পাস

উত্তরঃ (1) জ্যাট্রোফা

4. 'Dust Bowl' কথাটি কোন্‌ ঘটনার সঙ্গে সম্পর্কিত?

(1) জলাভূমি বুজিয়ে ফেলা

(2) মৃত্তিকা ক্ষয়

(3) জীববৈচিত্র্য হ্রাস

(4) পারমাণবিক বিস্ফোরণ

উত্তরঃ (1) জলাভূমি বুজিয়ে ফেলা

5. 'তালাব' শব্দটি নীচের কোন্‌টির সঙ্গে সম্পর্কিত?

(1) মৃত্তিকা সংরক্ষণ

(2) বন সংরক্ষণ

(3) শস্য সংরক্ষণ

(4) জল সংরক্ষণ

উত্তরঃ (4) জল সংরক্ষণ

6. মিথেন গ্যাসের উৎস হল

(1) পারমাণবিক বিস্ফোরণ

(2) ধানখেত ও মাংসাশী পশু

(3) গবাদি পশু ও মাংসাশী পশু

(4) ধানখেত, পচা জলাভুমি ও গবাদি পশু

উত্তরঃ (4) ধানখেত, পচা জলাভুমি ও গবাদি পশু

7. ভারতের প্রতিবেশী কোন্‌ দেশের জাতীয় পশু টাকিন?

(1) নেপাল

(2) ভুটান

(3) পাকিস্তান

(4) চিন

উত্তরঃ (2) ভুটান

8. বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম হল

(1) মৌসনি দ্বীপ

(2) জম্মু দ্বীপ

(3) লোহাচারা দ্বীপ

(4) ঘোড়ামালা দ্বীপ

উত্তরঃ (4) ঘোড়ামালা দ্বীপ

9. নীচের কোন্‌টি পর্ণমোচী বৃক্ষ?

(1) পাইন

(2) বাইন

(3) বট

(4) শাল

উত্তরঃ (4) শাল

10. 'The Great Migration' কোন্‌ কোন, অরণ্যের মধ্যে ঘটে?

(1) পেরিয়ার ও কানহা

(2) বন্দিপুর ও করবেট

(3) বকসা ও কাজিরাঙা

(4) মাসাইমারা ও সেরেংগেটি

উত্তরঃ (3) বকসা ও কাজিরাঙা

11. পশ্চিমবঙ্গের 'রাজ্য প্রাণী' কোন্‌টি?

(1) রয়্যাল বেঙ্গল টাইগার

(2) হাতি

(3) একশৃঙ্গ গন্ডার

(4) মেছো বিড়াল

উত্তরঃ (1) রয়্যাল বেঙ্গল টাইগার

12. আখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে কোন্‌ দেশে মোটরগাড়ি চালানোর বিকল্প জ্বালানিরূপে ব্যবহার করা হয়?

(1) ভারত

(2) মরক্কো

(3) ইন্দোনেশিয়া

(4) ব্রাজিল

উত্তরঃ (3) ইন্দোনেশিয়া

13. আরাবাড়ি নীচের কোন্‌ ঘটনার জন্য বিখ্যাত?

(1) চিপকো আন্দোলন

(2) গ্যাস দুর্ঘটনা

(3) যৌথ বনরক্ষা ব্যবস্থা

(4) স্পঞ্জ আয়রন কারখানা

উত্তরঃ (3) যৌথ বনরক্ষা ব্যবস্থা

14. 'ভুঁইফোড়' শব্দটি নীচের কোন্‌টির সঙ্গে সম্পর্কিত?

(1) উই-এর ঢিবি

(2) খাদ্যোপযোগী ব্যাঙের ছাতা

(3) খড়ের গাদা

(4) বাঁশঝাড়

উত্তরঃ (2) খাদ্যোপযোগী ব্যাঙের ছাতা

15. নিষ্ক্রিয় ধূমপানের ফলে নীচের কোন্‌ রোগটি হয়?

(1) COPD

(2) টাইফয়েড

(3) কলেরা

(4) ম্যালেরিয়া

উত্তরঃ (1) COPD

প্রাইমারি টেট ২০২২ সম্পর্কিত আরোও পোস্ট পড়তে : এইখানে ক্লিক করুণ

16. নীচের কোন্‌ গ্যাসগুলি স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করলে ওজোন ছিদ্রের সৃষ্টি হয়?

(1) N2O, CO, SO2

(2) CH4, N2O, CO2

(3) CH4, CFC, SO2

(4) N2O, CH4, CFC

উত্তরঃ (4) N2O, CH4, CFC

17. নীচের কোন্‌ ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহার করা হয়?

(1) রেসারপিন

(2) কুইনাইন

(3) মরফিন

(4) রোটেনন

উত্তরঃ (2) কুইনাইন

18. দুধের কোন্‌ উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়?

(1) অ্যালবুমিন

(2) গ্লোবিউলিন

(3) ল্যাকটোজ

(4) কেসিন

উত্তরঃ (1) অ্যালবুমিন

19. ভারতবর্ষের কোন্‌ শহরে সর্বপ্রথম ভূ-তায়ীপ শক্তির ব্যবহার শুরু হয়েছে?

(1) পুণে

(2) চন্ডিগড়

(3) কলকাতা

(4) সুরাট

উত্তরঃ (1) পুণে

20. সুন্দরবন কত খ্রিস্টাব্দে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়?

(1) 2001

(2) 2002

(3) 2003

(4) 2004

উত্তরঃ (1) 2001

প্রাইমারি টেট ২০২২ সম্পর্কিত আরোও পোস্ট পড়তে : এইখানে ক্লিক করুণ

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close