প্রাইমারি টেট বাংলা গ্রামার প্র্যাকটিস সেট
প্রিয় ছাত্র-ছাত্রী ও বন্ধুরা তোমরা যারা এবার Primary TET 2022 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো শুধুমাত্র তাদের জন্য KDPublisher ওয়েবসাইট থেকে Primary TET Bengali Grammar Practice Set দেওয়া হয়েছে। নিচে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য KDPbulisher-এর উদ্যোগে খুব সাহায্য করবে।
Primary TET Bengali Grammar Practice Set : 30+ Question and Answer
প্রশ্নঃ বাংলাদেশ ছাড়া কোন্ অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা? - পশ্চিমবঙ্গ
প্রশ্নঃ ভাষা কী? - ভাব প্রকাশের মাধ্যম
প্রশ্নঃ 'পাউরুটি' শব্দটি কোন্ ভাষার? - পর্তুগিজ
প্রশ্নঃ 'ডাক্তারখানা' মিশ্র শব্দটি কোন্ ভাষার শব্দ নিয়ে গঠিত? - ইংরেজি-সংস্কৃত
প্রশ্নঃ বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোন্টি? - শ্রীকৃষ্ণকীর্তন
প্রশ্নঃ বাংলা ভাষার কোন্ রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? - সাধুরীতি
প্রশ্নঃ 'চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংকুচিত হয়' - এ কথাটি - সম্পূর্ণ সত্য
প্রশ্নঃ বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেন কে? - প্রথম চৌধুরী
প্রশ্নঃ 'আলপিন' কোন্ ভাষার শব্দ? - পর্তুগিজ
প্রশ্নঃ 'দারোগা' শব্দটি কোন্ ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? - তুর্কি
প্রশ্নঃ 'রেস্তোরাঁ' কোন্ ভাষার শব্দ? - ফরাসি
প্রাইমারি টেট ২০২২ সম্পর্কিত আরোও পোস্ট পড়তে : এইখানে ক্লিক করুণ
প্রশ্নঃ মনের ভাব প্রকাশের প্রধান বাহক কোন্টি? - ভাষা
প্রশ্নঃ 'পকেটমার' শব্দে কোন্ কোন্ ভাষার শব্দ রয়েছে? - ইংরেজি ও বাংলা
প্রশ্নঃ হাট-বাজার কোন্ জাতীয় মিশ্র শব্দ? - বাংলা ও ফরাসি
প্রশ্নঃ 'আফিম' কোন্ ভাষার শব্দ? - ইংরেজি
প্রশ্নঃ সাহিত্যের একমাত্র কোন্ মাধ্যমটিতে ভাষারীতির মিশ্রণ দূষণীয় নয়? - কবিতায়
প্রশ্নঃ এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে বলা হয় এক একটি - ভাষা
প্রশ্নঃ 'মহাকুমা' শব্দটি কোন্ ভাষা থেকে এসেছে? - আরবি
প্রশ্নঃ বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে কখন? - ইংরেজদের আগমনের পর
প্রশ্নঃ 'বালতি' শব্দটি কোন্ ভাষা থেকে এসেছে? - পর্তুগিজ
প্রশ্নঃ 'কুপন' কোন্ ভাষা থেকে গৃহীত শব্দ? - ফরাসি
প্রশ্নঃ বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি? - দুইটি
প্রশ্নঃ যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে সেগুলো হল - তৎসম শব্দ
প্রশ্নঃ বাংলা ভাষার মূল উৎস কী? - বৈদিক ভাষা
প্রশ্নঃ 'আমদানি' কোন্ ভাষার শব্দ? - ফরাসি
প্রশ্নঃ বাংলা গদ্য কোন্ যুগের ভাষার নিদর্শন? - আধুনিক
প্রশ্নঃ 'হরতাল' কোন্ ভাষার শব্দ? - গুজরাটি
প্রাইমারি টেট ২০২২ সম্পর্কিত আরোও পোস্ট পড়তে : এইখানে ক্লিক করুণ
Primary TET Bengali Grammar Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ৫০ টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। নিচে দেওয়া Bengali Grammar Primary TET Practice Set Download PDF - এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।
Primary TET Practice Set Child Development And Pedagogy PDF : Download
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ