প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট পর্ব ২
প্রিয় ছাত্র-ছাত্রী ও বন্ধুরা তোমরা যারা এবার Primary TET 2022 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো শুধুমাত্র তাদের জন্য KDPublisher ওয়েবসাইট থেকে Primary TET EVS Practice Set 2 দেওয়া হয়েছে। নিচে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য KDPbulisher-এর উদ্যোগে খুব সাহায্য করবে।
Primary TET EVS Practice Set : 50+ Question and Answer
প্রশ্নঃ কোনটি বাস্তুতন্ত্রের একটি জৈব উপাদান নয়? - অক্সিজেন
প্রশ্নঃ একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হল - রাইজোবিয়াম
প্রশ্নঃ প্যাংকটন নামে অভিহিত হয় - হ্যানসন
প্রশ্নঃ ‘Fundamentals of ecology’ গ্রন্থটির লেখক কে? - ওডাম
প্রশ্নঃ Biosphere শব্দটি প্রথম ব্যবহার করেন - সুয়েস
প্রশ্নঃ আমাজন অববাহিকায় কী ধরনের অরণ্য দেখা যায়? - চিরসবুজ
প্রশ্নঃ সুন্দরবন নিম্নলিখিত কোন প্রকারের? - ম্যানগ্রোভ
প্রশ্নঃ পশ্চিমবঙ্গে কী জাতীয় বনভূমি দেখা যায়? - পাতা ঝরা
প্রশ্নঃ অরণ্য ধ্বংসের জন্য কোনটি সবচেয়ে দায়বদ্ধ? - অনিয়ন্ত্রিত কাঠ কাটা
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলা খরাপ্রবন? - বাঁকুড়া ও পুরুলিয়া
প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে খরার প্রকোপ বেশি? - কর্ণাটক ও তেলেঙ্গানা
প্রশ্নঃ ভারতের সবুজ বিপ্লব কোন শস্যের উৎপাদন বৃদ্ধির ফলে সফল হয়েছে? - গম
প্রশ্নঃ উদ্যান কৃষি কে কি বলা হয়? - হর্টিকালচার
প্রশ্নঃ লোহার আকরিক কোনটি? - হেমাটাইট
প্রশ্নঃ বিপরীত পিরামিড লক্ষ্য করা যায় - পরজীবী বাস্তুতন্ত্রে
প্রশ্নঃ জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন - রোজেন
প্রশ্নঃ কোনটি সবচেয়ে স্থায়ী ইকোসিস্টেম? - সমুদ্র
প্রশ্নঃ জলজ বাস্তুতন্ত্রের শক্তির পিরামিড হল - সর্বদা খাড়া
প্রশ্নঃ মানুষ দ্বারা সৃষ্ট কৃত্রিম বাস্তুতন্ত্র কোনটি? - শস্যক্ষেত্র
প্রশ্নঃ ভারতে খনিজ সম্পদ সমৃদ্ধ রাজ্য কোনটি? - ঝাড়খন্ড
প্রশ্নঃ সৌরশক্তি হল - ভৌত উপাদান
প্রশ্নঃ অ্যান্টিভেনম বা সাপে কাটার ওষুধ পাওয়া যায় কোথা থেকে? - সাপের বিষ
প্রশ্নঃ সর্দি কাশি সারাতে কোনটি ব্যবহৃত হয়? - তুলসী
প্রশ্নঃ প্রধান বায়ু দূষক কোনটি? - ওজন
প্রশ্নঃ SPM কী? - বাতাসের ভাসমান সূক্ষ্ম কণিকা
প্রশ্নঃ ভূগর্ভস্থ জল দূষণের জন্য দায়ী ধাতু কোনটি? - আর্সেনিক
প্রশ্নঃ পাথরে ক্যান্সার-এর কারণ কি? - অ্যাসিড বৃষ্টি
প্রশ্নঃ CFC হল - ক্লোরোফ্লুরোকার্বন
প্রশ্নঃ DDT কী? - কীটনাশক
প্রশ্নঃ আগ্নেয়গিরি থেকে যে বায়ুদূষক নির্গত হয়, তা হল - সালফার ডাইঅক্সাইড
প্রশ্নঃ একটি প্রাথমিক দূষক হল - SO₂
প্রশ্নঃ একটি গৌণদূষক হল - PAN
প্রশ্নঃ উদ্ভিদের কোন অংশ বায়ুদূষণ ঘটায়? - পরাগরেণু
প্রশ্নঃ কোন গ্যাসের প্রভাবে শ্বাসনালী জ্বালা করে? - CO₂
প্রশ্নঃ আলোক-রাসায়নিক ধোঁয়াশার মূলে রয়েছে - হাইড্রোকার্বন
প্রশ্নঃ ফ্লাই অ্যাশ -এর প্রধান উৎস কী? - তাপবিদ্যুৎ কেন্দ্র
প্রশ্নঃ ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য কি? - হুগলি নদীর নাব্যতা রক্ষা
প্রশ্নঃ দেহে প্রয়োজনীয় ন্যূনতম পুষ্টিসম্মত খাদ্যের দীর্ঘস্থায়ী অভাবকে কি বলে? - অপুষ্টি
প্রশ্নঃ ভারতের জীব বৈচিত্র্য কোন ধরনের? - গামা বৈচিত্র্য
প্রশ্নঃ বায়োস্ফিয়ার রিজার্ভের কোন এলাকা মানুষের বসবাস নিষিদ্ধ? - কোর অঞ্চল
প্রশ্নঃ বিটা বৈচিত্রের উদ্ভাবক কে? - হুইটেকার
প্রশ্নঃ জীব বৈচিত্র্য কত ধরনের? - 3
প্রশ্নঃ হোয়াইট কোল কোনটি? - জলবিদ্যুৎ
প্রশ্নঃ ভারতের প্রাচীনতম পরমাণু শক্তিকেন্দ্র কোনটি? - মহারাষ্ট্রের তারাপুর
প্রশ্নঃ দেশের কত শতাংশ জমিতে বনভূমি থাকা দরকার? - 33%
প্রশ্নঃ ভারতে কী ধরনের অরণ্য বেশি? - পাতা ঝরা
প্রশ্নঃ স্থিরজলের বাস্তুতন্ত্র - লেনটিক
প্রশ্নঃ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কয় ধরনের? - 3
প্রশ্নঃ ‘পোচিং’ শব্দের অর্থ কী? - চোরা শিকার ও বেআইনিভাবে গাছ কাটা
প্রশ্নঃ বিপন্ন বা লুপ্ত প্রায় প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায়, সেটি হলো - রেড ডাটা বুক
প্রশ্নঃ অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায়, সেটি হলো - গ্রিন ডাটা বুক
প্রশ্নঃ রাসায়নিক স্বভোজী কোনটি? - বেগিয়াটোয়া
প্রশ্নঃ বাস্তুতন্ত্রের মূল চালিকা শক্তি হলো - সূর্যালোক
প্রশ্নঃ সালোকসংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেন - বার্নেস
প্রশ্নঃ খাদ্যস্তরের সবচেয়ে উপরে থাকে - বিয়োজক
প্রশ্নঃ মানুষের পক্ষে ক্ষতিকর জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায় তার নাম হলো - ব্ল্যাক ডাটা বুক
প্রশ্নঃ কোনো প্রজাতির জীবকে শেষ কত বছর দেখা না গেলে লুপ্ত বলে গণ্য করা হবে? - 50
প্রশ্নঃ জীবের শুক্রাণু বা ডিম্বাণুকে ল্যাবরেটরীতে সংরক্ষণ করা কোন ধরনের কনজারভেশন পদ্ধতি? - এক্স -সিটু
প্রশ্নঃ রক্তচাপ সংক্রান্ত সমস্যার ওষুধ রেসারপনি -এর উৎস কি? - সর্পগন্ধা
প্রশ্নঃ রক্তচাপ ও লিভার সংক্রান্ত সমস্যার ওষুধ অশ্বগন্ধা -এর উৎস কি? - অশ্বগন্ধা
প্রাইমারি টেট ২০২২ সম্পর্কিত আরোও পোস্ট পড়তে : এইখানে ক্লিক করুণ
Primary TET Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ৫০ টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। নিচে দেওয়া Primary TET Practice Set 2 Download PDF - এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।
Primary TET Practice Set PDF : Download
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ