প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট পর্ব ৩
প্রিয় ছাত্র-ছাত্রী ও বন্ধুরা তোমরা যারা এবার Primary TET 2022 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো শুধুমাত্র তাদের জন্য KDPublisher ওয়েবসাইট থেকে Primary TET EVS Practice Set 3 দেওয়া হয়েছে। নিচে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য KDPbulisher-এর উদ্যোগে খুব সাহায্য করবে।
Primary TET EVS Practice Set : 50+ Question and Answer
প্রশ্নঃ Animal Ecology কাল লেখা? - এলটন
প্রশ্নঃ জুপ্লাংটন হল - প্রথম শ্রেণীর খাদক
প্রশ্নঃ নেকটন হল - জলে সন্তরণশীল জীব
প্রশ্নঃ ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝায়? - ক এবং খ উভয় সঠিক
(ক) একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ
(খ) একটি বাস্তুতন্ত্রের অ্যাবাইয়োটিক অংশ
প্রশ্নঃ পৃথিবীতে নাইট্রোজেনের সর্বোচ্চ সঞ্চয় হলো - বাতাস
প্রশ্নঃ নাইট্রোজেন আবদ্ধ করার অর্থ হলো - বাতাসের নাইট্রোজেনকে কার্যকর নাইট্রোজেনে পরিবর্তন করা
প্রশ্নঃ কোনটি ভাইরাসজনিত রোগ? - বসন্ত
প্রশ্নঃ কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোগ হতে পারে? - কুকুর
প্রশ্নঃ কোনটি সংক্রামক রোগ নয়? - কুষ্ঠ
প্রশ্নঃ একটি ব্যাকটেরিয়া কয়টি কোষ দিয়ে গঠিত? - একটি
প্রশ্নঃ ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? - লিউয়েন হুক
প্রশ্নঃ কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়? - যক্ষা
প্রশ্নঃ নিম্নলিখিত উদ্ভিদ গুলির মধ্যে মূলবিহীন কোনটি? - সেরাটোফাইলাম
প্রশ্নঃ নারিকেলের যে অংশটি আমরা খাই তা হল - শস্য
প্রশ্নঃ সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? - ছাল
প্রশ্নঃ শালগাছ কি প্রকার উদ্ভিদ? - পর্ণমোচী
প্রশ্নঃ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী কোনটি? - সবকটি
(ক) কার্বন ডাই অক্সাইড
(খ) জল জল
(গ) ক্লোরোফিল
প্রশ্নঃ কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়? - অর্জুন
প্রশ্নঃ ‘Origin of the species’ বইটির লেখক কে? - ডারউইন
প্রশ্নঃ জীব সৃষ্টির প্রাথমিক উপাদান কোনটি? - ম্যাগনেসিয়াম
প্রশ্নঃ জীব ভরের একক কি? - ক্যালোরি
প্রশ্নঃ রেড ডাটা বুকে যেসব বিষয় রয়েছে সেগুলি হল - লুপ্তপ্রায় জীবের প্রজাতির বিশদ তালিকা
প্রশ্নঃ ডেটা বুক যে সংস্থা প্রকাশ করে - IUCN
প্রশ্নঃ অভয়ারণ্য হল একপ্রকার - ইন-সিটু সংরক্ষণ
প্রশ্নঃ DNA -এর পুরো নাম কি? - ডি-অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড
প্রশ্নঃ RNA -এর পুরো নাম কি? - রাইবো নিউক্লিক অ্যাসিড
প্রশ্নঃ প্রাথমিক খাদক হল - হরিন
প্রশ্নঃ কুষ্ঠ রোগ হলো একটি - ব্যাকটেরিয়াজনিত রোগ
প্রশ্নঃ নীচের কোনটি কলেরা, যক্ষা, টাইফয়েড রোগ সৃষ্টি করে? - ব্যাকটেরিয়া
প্রশ্নঃ রাইজোবিয়াম কি? - ব্যাকটেরিয়া
প্রশ্নঃ তুন্দ্রা অঞ্চলে দেখা যায় - ক ও খ উভয়
(ক) মস
(খ) লাইকেন
প্রশ্নঃ লবণাম্বু উদ্ভিদের পত্ররন্ধ্র অবস্থান করে - পাতার নিচের অংশে
প্রশ্নঃ বায়ুর নাইট্রোজেন মাটিতে সঞ্চয় করে - মেসোফাইট
প্রশ্নঃ কোন উদ্ভিদের পাতা কাটাতে রূপান্তর হয়? - ইউলেক্স
প্রশ্নঃ ‘Plant geography on physiological Basis’ - গ্রন্থের রচয়িতা কে? - হেকেল
প্রশ্নঃ খরা প্রতিরোধকারী উদ্ভিদ কোনটি? - সবকটি
(ক) ফনিমনসা
(খ) ঘৃতকুমারী
(গ) বেগোনিয়া
প্রশ্নঃ সরলবর্গীয় অরণ্যের বৃক্ষ হলো - সবকটি
(ক) পাইন
(খ) উইলো
(গ) অ্যাসপেন
প্রশ্নঃ শাল গাছ কোন ধরনের অরণ্যের বৃক্ষ? - ক্রান্তীয় মৌসুমী অরণ্য
প্রশ্নঃ হেতাল, হোগলা হলো - লবণাম্বু উদ্ভিদ
প্রশ্নঃ যে উদ্ভিদ অম্ল মৃত্তিকায় জন্মায় - অক্সিলোফাইট
প্রশ্নঃ যে উদ্ভিদ পাথুরে মাটিতে জন্মায় - লিথোফাইট
প্রশ্নঃ কাকে পৃথিবীর ফুসফুস বলা হয়? - সেলভা অরণ্য
প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম বনভূমি হলো - তৈগা
প্রশ্নঃ কুইনাইন পাওয়া যায় - সিনকোনা গাছ থেকে
প্রশ্নঃ সলোকসংশ্লেষ -এর সময় কোন গ্যাস উৎপন্ন হয়? - O₂
প্রশ্নঃ Ecosystem শব্দটি প্রথম ব্যবহার করেন - ট্যান্সালে
প্রশ্নঃ ছত্রাক হল - বিয়োজক
প্রশ্নঃ মিনামাটা রোগ হয় কার প্রভাবে? - পারদ
প্রশ্নঃ পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় - ক্লোরিন
প্রশ্নঃ সিসার দূষণের ফলে মানবদেহে যে রোগ হয় তার নাম কি? - ডিসলেক্সয়া
প্রশ্নঃ ক্যাডমিয়াম থেকে মানবদেহের সৃষ্ট রোগ কোনটি? - ইটাই-ইটাই
প্রশ্নঃ তেজস্ক্রিয়তা মাপার একক হল - REM
প্রশ্নঃ ওজনের অস্তিত্ব প্রমাণ করেন কে? - স্কোনবি
প্রশ্নঃ বাস্তুতন্ত্রে শক্তির প্রধান উৎস হল - সূর্য
প্রশ্নঃ Environment Protection Act গৃহীত হয় কত সালে? - 1986
প্রশ্নঃ London Smog এর জন্য দায়ী গ্যাসটি হলো - CO₂
প্রশ্নঃ একটি বায়ুবাহিত রোগ হল - ব্রঙ্কাইটিস
প্রশ্নঃ দুটি বাস্তুতন্ত্রের পরস্পরের সঙ্গে মিলিত সংযোগস্থলটিকে কি বলা হয়? - ইকোটন
প্রশ্নঃ নন-বায়োডিগ্রেডিবল দূষণ হলো - DDT
প্রশ্নঃ জলে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী কোনটি? - জু-প্লাংটন
প্রশ্নঃ জল বসন্ত রোগের জীবাণুর নাম কি? - Varicella
প্রশ্নঃ ভাইরাস একটি - অকোষী জীব
প্রশ্নঃ ইনফ্লুয়েঞ্জা হলো একটি - ভাইরাসঘটিত রোগ
প্রশ্নঃ পেনসিলিয়াম নোটেটাম হল একপ্রকার - ছত্রাক
প্রশ্নঃ কোনটি জলবাহিত রোগ নয়? - কোষ্ঠকাঠিন্য
প্রশ্নঃ HIV ভাইরাস হলো কি ধরনের ভাইরাস? - RNA ভাইরাস
প্রশ্নঃ ভিরিয়ন হলো - ভাইরাস সংক্রমক কণা
প্রশ্নঃ AIDS হল - ভাইরাসঘটিত রোগ
প্রশ্নঃ ম্যালেরিয়ার নিম্নের যে কারণে হয় তা হল - প্লাসমোডিয়াম
প্রশ্নঃ অধিকাংশ প্রাণী ভাইরাসে কোনটি? - DNA
প্রশ্নঃ যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়, সেটি হলো - ভিটামিন C
প্রশ্নঃ ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখা যায়? - মুখ্য প্রোটিন
প্রশ্নঃ কুষ্টের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো - মাইকোব্যাকটেরিয়াম
প্রশ্নঃ উদ্ভিদের বৃদ্ধি জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ উষ্ণতা কত? - 40 ডিগ্ৰি সেলসিয়াস
প্রশ্নঃ উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য আদর্শ তাপমাত্রা হলো - 6 - 40 ডিগ্ৰি সেলসিয়াস
প্রাইমারি টেট ২০২২ সম্পর্কিত আরোও পোস্ট পড়তে : এইখানে ক্লিক করুণ
Primary TET Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ৫০ টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। নিচে দেওয়া Primary TET Practice Set 3 Download PDF - এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।
Primary TET Practice Set PDF : Download
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ