প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট 2 : পরিবেশ বিদ্যা বিষয়ের ৫০ টি প্রশ্নোত্তর
Type Here to Get Search Results !

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট 2 : পরিবেশ বিদ্যা বিষয়ের ৫০ টি প্রশ্নোত্তর

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট 2

     প্রিয় ছাত্র-ছাত্রী ও বন্ধুরা তোমরা যারা এবার Primary TET 2022 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো শুধুমাত্র তাদের জন্য KDPublisher ওয়েবসাইট থেকে Primary TET EVS Practice Set Part 2 দেওয়া হয়েছে। নিচে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য KDPbulisher-এর উদ্যোগে খুব সাহায্য করবে।

Primary TET Practice Set Download PDF
Primary TET Practice Set Download PDF


Primary TET EVS Practice Set Part 2 : 50+ Question and Answer

প্রশ্নঃ বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি হল - বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণগত হার।

প্রশ্নঃ স্বচ্ছ ভারত অভিযান চালু হয় - ২রা অক্টোবর, ২০১৪ সালে।

প্রশ্নঃ ইউট্রিফিকেশন দেখা যায় - জলভাগে।

প্রশ্নঃ চেরনোবিল দুর্ঘটনা কিসের সাথে সম্পর্ক - তেজস্ক্রিয় দূষনের সাথে।

প্রশ্নঃ BOD -এর পুরো নাম কি? - Biological Oxygen Demand।

প্রশ্নঃ কলেরা, টাইফয়েড কি ঘটিত রোগ? - জলঘটিত।

প্রশ্নঃ গোবর গ্যাসের মুখ্য উপাদান কোন্‌টি? - মিথেন।

প্রশ্নঃ পৃথিবীর গড় উষ্ণতা হল - ১৫ ডিগ্রী।

প্রশ্নঃ ভারতের বৃহত্তম রামসার জলাভূমির নাম কি? - ভারতীয় সুন্দরবন।

প্রশ্নঃ ভারতের কোন্‌ রাজ্যের জলাভূমির আয়তন সর্বাধিক? - গুজরাট।

প্রশ্নঃ বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? - ২রা ফেব্রুয়ারী।

প্রশ্নঃ পৃথিবীর বৃক্ক কাকে বলা হয়? - জলাভূমিকে।

প্রশ্নঃ গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান কোন্‌টি? - কার্বন ডাইঅক্সাইড।

প্রশ্নঃ ম্যালেরিয়া রোগের জন্য দায়ী - প্রোটোজোয়া।

প্রশ্নঃ ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ - MIC

প্রশ্নঃ ধোঁয়াশা হল - ধোঁয়া ও কুয়াশার মিলিত রূপ।

প্রশ্নঃ চেরনোবিল নিউক্লিয়াস বিপর্যয় সংঘটিত হয়েছিল কত সালে? - ১৯৮৬ সালে।

প্রশ্নঃ বসুন্ধরা দিবস কবে পালিত হয়? - ২২শে এপ্রিল।

প্রশ্নঃ অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী - সালফার ডাই অক্সাইড।

প্রশ্নঃ বায়ুদূষণের ফলে সৃষ্টি রোগ হল - সিলিকোসিস।

প্রশ্নঃ ব্ল্যাকফুট ডিজিজ কিসের জন্য হয়? - আর্সেনিক

প্রশ্নঃ মিনামাটা রোগ কোথায় দেখা গিয়েছিল? - জাপানে।

প্রশ্নঃ ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে - ৩রা ডিসেম্বর।

প্রশ্নঃ চের্নোবিল দুর্ঘটনা ঘটে - ২৬শে এপ্রিল, ১৯৮৬ সালে।

প্রশ্নঃ কোন্‌ উপাদান জলের BOD বৃদ্ধি করে? - অ্যালগি।

প্রশ্নঃ মোটরগাড়ি থেকে নির্মিত ধাতব দূষণটি হল - সিসা।

প্রশ্নঃ MAB এর সদর দপ্তর কোথায় অবস্থিত? - প্যারিসে।

প্রশ্নঃ জেট বিমান থেকে নির্গত প্রধান এরোসল হল - ফ্লোরোকার্বন।

প্রশ্নঃ ইটাই-ইতাই রোগের জন্য দায়ী মৌলটি হল - ক্যাডমিয়াম।

প্রশ্নঃ কতা সালে পরিবেশ সংরক্ষণ আইন তৈরি হয়? - ১৯৮৬ সালে।

প্রশ্নঃ ২০১৩ সালে ভারতের কোন্‌ রাজ্যে হড়পা বান হয়েছিল? - উত্তরাখন্ডে।

প্রশ্নঃ আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়? - ১৬ই সেপ্টেম্বর।

প্রশ্নঃ কোন্‌ দূষণকে বিশ্ব দূষণ বলে? - শব্দ দূষণকে।

প্রশ্নঃ রামসার ক্ষেত্র নীচের কোন্‌টির সাথে সম্পর্কিত? - জলভূমি।

প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? - ৫ই জুন।

প্রশ্নঃ বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? - ২১শে মার্চ।

প্রশ্নঃ পৃথিবীর অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? - বোগারে।

প্রশ্নঃ ঠেসমূল ও শ্বাসমূল কোন্‌ ধরনের বৃক্ষের বৈশিষ্ট্য? - ম্যানগ্রোভ।

প্রশ্নঃ ভারতের কোন্‌ রাজ্যে সর্বাধিক গাছ পাওয়া যায়? - মধ্যপ্রদেশে।

প্রশ্নঃ বিশ্ব অরণ্য দিবস পালিত হয় - ২১শে মার্চ।

প্রশ্নঃ ভারতের মোট ম্যানগ্রোভ অরণ্যের সংখ্যা হল - ১৫টি।

প্রশ্নঃ ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম হল - সুন্দরবন।

প্রশ্নঃ ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম হল - পিছাভরম।

প্রশ্নঃ লন্ডন ফগ নামক প্রাকৃতিক দুর্যোগ ঘটে কত সালে? - ১৯৫০ সালে।

প্রশ্নঃ দূষক আন্দোলনের একজন নেতা হলেন - অমৃতা দেবী।

প্রাইমারি টেট ২০২২ সম্পর্কিত আরোও পোস্ট পড়তে : এইখানে ক্লিক করুণ

Primary TET Practice Set Part 2 PDF Download

     পরিবেশ বিদ্যা বিষয়ের ৫০ টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। নিচে দেওয়া Primary TET Practice Set Download PDF - এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।

Primary TET Practice Set PDF Part 2 : Download

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close