প্রাইমারি টেট শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট
প্রিয় ছাত্র-ছাত্রী ও বন্ধুরা তোমরা যারা এবার Primary TET 2022 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো শুধুমাত্র তাদের জন্য KDPublisher ওয়েবসাইট থেকে Primary TET Child Development And Pedagogy Practice Set দেওয়া হয়েছে। নিচে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য KDPbulisher-এর উদ্যোগে খুব সাহায্য করবে।
Primary TET Child Development And Pedagogy Practice Set : 50+ Question and Answer
প্রশ্নঃ শিশুকেন্দ্রিক শিক্ষা নিচের কোন্ লক্ষ্যের সঙ্গে সম্পর্কযুক্ত? - ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য।
প্রশ্নঃ কে সমাজমিতি কৌশলের উদ্ভাবক? - ড. জে এল মোরেনো।
প্রশ্নঃ আধুনিক শিক্ষার অন্যতম রূপ হল - শিশুকেন্দ্রিকতার শিক্ষা।
প্রশ্নঃ শিশু ও যুবকের সামাজিকীকরণ শেখার জায়গা হল - পরিবার, বিদ্যালয়, সহপাঠী।
প্রশ্নঃ শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তি হল - অবাধ স্বাধীনতা।
প্রশ্নঃ সমাজবিজ্ঞানের শিক্ষকের দৃষ্টিতে সামাজিকীকরণ হল - সকল ক্ষেত্রে সামাজিক হয়ে ওঠা।
প্রশ্নঃ শিশুকেন্দ্রিক শিক্ষায় কোন্ ধরনের শৃঙ্ঘলার ওপর গুরুত্ব আরোপ করা হয়? - স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা।
প্রশ্নঃ একটি শিশুর সামাজিক আচরণ কখন আত্মকেন্দ্রিক হয়ে ওঠে? - তিন বছর বয়সে।
প্রশ্নঃ শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তি হল - মনোবৈজ্ঞানিক।
প্রশ্নঃ শিশুর সামাজিক রীতিনীতি শেখার ক্ষেত্রে কার ভূমিকা সব থেকে বেশি? - বাবা-মায়ের।
প্রশ্নঃ শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা হল - শিশুর চাহিদা, আগ্রহ, মানসিক ও দৈহিক ক্ষমতার বিচার করে শিক্ষাদান করা।
প্রশ্নঃ ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে কোন্ গোষ্ঠীর ভূমিকা সবচেয়ে বেশি? - প্রাথমিক গোষ্ঠী।
প্রশ্নঃ আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার শিক্ষক হলেন - বন্ধু, নির্দেশক, সহায়ক।
প্রশ্নঃ ব্যাক্তি যখন অন্যদের সঙ্গে সাক্ষাৎ করে তখন সেই আচরণোকে কি বলা হয়? - সামাজিক যোগাযোগ।
প্রশ্নঃ প্রগতিশীল শিক্ষার ধারাণা কোন্ দার্শনিক চিন্তা থেকে আসে? - প্রয়োগবাদ।
প্রশ্নঃ "লুকিং গ্ল্যাস সেলফ" বলতে কী বোঝায়? - অন্যেরা আমাকে কিভাবে দেখছে তা কল্পনা করা।
প্রশ্নঃ প্রগতিশীল শিক্ষায় শিক্ষকের ভূমিকা হল - পরিচালক, নির্দেশক, পথপ্রদর্শক।
প্রশ্নঃ কোন্ বয়সে একটি শিশুর সামাজিক প্রেক্ষিতে সক্রিয় ভাবে কাজ করতে শুরু করে? - কৈশোরে।
প্রশ্নঃ একজন প্রগতিশীল চিন্তাবিদ হলেন - জন ডিউই।
প্রশ্নঃ কোন্ ঘটনা নির্দেশ করেছে একজন শিশু শ্রেণীকক্ষে প্রক্ষোভিকভাবে এবং সামাজিকভাবে সুস্থ? - মনোযোগ এবং দৃঢ়তার সঙ্গে প্রতিযোগিতামূলক কাজ।
প্রশ্নঃ শিশুর প্রথম শিক্ষক কে? - মা।
প্রশ্নঃ পিঁয়াজের নির্মিতিবাদ অনুসারে - শিখন হল শিশুকেন্দ্রিক।
প্রশ্নঃ ভারতের প্রাক-প্রাথমিক শ্রেণীতে নিম্নলিখিত কোন্ বিষয়টি বর্তমানে শেখানো হয় না? - ব্রতচারী।
প্রশ্নঃ "ডেভেলপমেন্ট প্রেসেডস লার্নিং" - কথাটি কে বলেছিলেন? - পিঁয়াজে।
প্রশ্নঃ কোন্ বিষয়টি শিশুশিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত? - স্বতোৎসারিত আনন্দ।
প্রশ্নঃ পিঁয়াজের মতে বিকাশের প্রথম স্তরে শিশুরা সব থেকে ভালো শেখে - ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে।
প্রশ্নঃ পিঁয়াজের মতে স্কিমা কি? - দীর্ঘমেয়াদি স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের সংগঠিত ভান্ডার।
প্রশ্নঃ সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান কাজ কি? - সমাজের উপযোগী করে শিশুকে গড়ে তোলা।
প্রশ্নঃ কোন্ মনোবিদ নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছেন? - কোহলবার্গ।
প্রশ্নঃ সামাজীকরণের ক্ষেত্রে উপযুক্ত কর্মসূচি গ্রহণের সময় হলো - কৈশোর।
প্রশ্নঃ আধুনিক শিক্ষার প্রধানত বৈশিষ্ট্য কী? - আধুনিক শিক্ষা শিক্ষার্থীকেন্দ্রিক।
প্রশ্নঃ সামাজিককরণে চরম পরিণতি হল - সামাজিক পরিণমন।
প্রশ্নঃ খেলাধুলাকে শিক্ষায় অন্তর্ভুক্ত করার কথা কে বলেছেন? - কমেনিয়াস।
প্রশ্নঃ জন্মের সময় একটি শিশুকে কি বলা হয়? - সামাজিক ও অসামাজিক-এর মধ্যবর্তী।
প্রশ্নঃ আধুনিক শিক্ষণ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কি? - শিক্ষার্থীর আত্ম-সক্রিয়তা।
প্রশ্নঃ একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হল - সংস্কৃতি।
প্রশ্নঃ শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষককে কি হিসেবে বর্ণনা করা হয়েছে? - বন্ধু।
প্রশ্নঃ "শিক্ষা হলো সামাজিক উন্নতি এবং সংস্কারের উপায়" - উক্তিটি হল - জন ডিউই।
প্রশ্নঃ কোন্টি শিশুকেন্দ্রিক শিক্ষার শিক্ষাপদ্ধতি নয়? - অনুশিক্ষণ পদ্ধতি।
প্রশ্নঃ "School And Society" - গ্রন্থটির লেখক হলেন - জন ডিউই।
প্রশ্নঃ অগ্রগতিমূলক শিক্ষার বৈশিষ্ট্য কোন্টি? - পরিস্থিতি বিচার করে শিক্ষার্থীর তাৎক্ষণিক পরীক্ষা নেওয়া।
প্রশ্নঃ সামাজিকীকরণ শব্দের অর্থ কী? - একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশু বিভিন্ন সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হয়।
প্রশ্নঃ শিশুর সামাজিকীকরণ প্রথম শুরু হয় - পরিবার থেকে।
প্রশ্নঃ শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের ব্যক্তি বৈষম্য দেখা যায়। এক্ষেত্রে শিক্ষকের কি করা উচিত? - বিভিন্ন ধরনের শিখন অভিজ্ঞতা সরবরাহ করা।
প্রশ্নঃ কে শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণের গুরুত্ব দিয়েছেন? - ডিউই।
প্রশ্নঃ অনুবন্ধের তত্ত্বকে শিক্ষা হিসেবে বিবেচনা করেছেন কোন্ শিক্ষাবিদ? - হার্বার্ট।
প্রশ্নঃ শিশুকেন্দ্রিক শিক্ষা হল - শিশুর সুপ্ত সম্ভাবনাকে অগ্রাধিকার দেওয়া, শিশুর চাহিদাকে অগ্রাধিকার দেওয়া, শিশুর প্রয়োজন অনুসারে শিখনের অগ্রসর হওয়া।
প্রশ্নঃ যদি একজন ছাত্র বা ছাত্রী অদ্ভুত পোশাক পরে শ্রেণিকক্ষে আসে, আপনি কি করবেন? - তাকে পরামর্শ দেবেন এরকম পোশাক পরে ক্লাসে না আসতে।
প্রাইমারি টেট ২০২২ সম্পর্কিত আরোও পোস্ট পড়তে : এইখানে ক্লিক করুণ
Primary TET Child Development And Pedagogy Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ৫০ টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। নিচে দেওয়া Child Development And Pedagogy Primary TET Practice Set Download PDF - এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।
Primary TET Practice Set Child Development And Pedagogy PDF : Download
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ