LightBlog
Primary TET Bengali Question Paper 2013 Exam Preparation For 2022
Type Here to Get Search Results !

Primary TET Bengali Question Paper 2013 Exam Preparation For 2022

প্রাইমারি টেট ২০১৩ প্রশ্নপত্র উত্তরসহ

     প্রিয় ছাত্র-ছাত্রী ও বন্ধুরা তোমরা যারা এবার Primary TET 2022 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো শুধুমাত্র তাদের জন্য KDPublisher ওয়েবসাইট থেকে Primary TET Bengali Question Paper 2013 দেওয়া হয়েছে। নিচে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য KDPbulisher-এর উদ্যোগে খুব সাহায্য করবে।

Primary TET Bengali Question Paper 2013

TET Primary Question Paper 2013 With Answer (Bengali)

Section - I

Language - I (Bengali)

1. রবীন্দ্রনাথ ঠাকুরের 'সহজ পাঠ' বইয়ের ছবিগুলি এঁকেছিলেন -

(1) অবনীন্দ্রনাথ ঠাকুর

(2) রামকিঙ্কর বেইজ

(3) নন্দলাল বসু

(4) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (3) নন্দলাল বসু

2. 'পাখি সব করে রব রাতি পোহাইল।

কাননে কুসুম কলি সকলি ফুটিল।।' - পঙ্‌ক্তিটি লিখেছিলেন -

(1) মাইকেল মধুসূধন দত্ত

(2) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(3) মদনমোহন তর্কালংকার

(4) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ (3) মদনমোহন তর্কালংকার

3. নীচের কোন্‌ চরিত্রটির স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়? -

(1) ফেলুদা

(2) ঘনাদা

(3) পিন্ডিদা

(4) টেনিদা

উত্তরঃ (4) টেনিদা

4. 'আক্কেল-সেলামি' -এই বাগ্‌ধারাটি যে বিশিষ্ট অর্থে প্রযুক্ত হয়, তা হল -

(1) মনে আঘাত দেওয়া বোঝাতে

(2) গন্যমান্য লোক বোঝাতে

(3) বোকামির শাস্তি বোঝাতে

(4) সহজসাধ্য কাজ বোঝাতে

উত্তরঃ (3) বোকামির শাস্তি বোঝাতে

5. 'গালিভার্‌স ট্রাভেলস' উপন্যাসটি লিখে অমর হয়েছেন -

(1) মার্ক টোয়েন

(2) জনাথান সুইফট

(3) ডি এইচ লরেন্স

(4) চার্লস ডিকেন্স

উত্তরঃ (2) জনাথান সুইফট

6. নীচের কোন্‌ বানানটি ভুল? -

(1) নৃশংস

(2) কটূক্তি

(3) করনীয়

(4) উচিত

উত্তরঃ (3) করনীয়

7. নীচের কোন্‌টি 'স্বরলোপ' - এর উদাহরণ? -

(1) বড্ড

(2) দহ

(3) নস্যি

(4) জানালা

উত্তরঃ (4) জানালা

8. সত্যজিৎ রায়-এর 'গুপী গাইন বাঘা বাইন' সিনেমাটির মূল কাহিনিকার -

(1) লীলা মজুমদার

(2) সত্যজিৎ রায়

(3) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(4) সুকুমার রায়

উত্তরঃ (3) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

9. দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয় প্রভৃতি মনের আবেগ প্রকাশ করার জন্য বাক্যের শেষে যে চিহ্নটি সাধারণত ব্যবহৃত হয়, সেটি হল -

(1) প্রশ্নচিহ্ন (?)

(2) দাঁড়ি (।)

(3) সংযোজক চিহ্ন (-)

(4) বিস্ময়সূচক চিহ্ন (!)

উত্তরঃ (4) বিস্ময়সূচক চিহ্ন (!)

10. কালানুক্রম অনুসারে কোন্‌ তালিকাটি ঠিক? -

(1) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুখলতা রাও, রবীন্দ্রনাথ ঠাকুর, লীলা মজুমদার

(2) সুখলতা রাও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লীলা মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর

(3) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সখলতা রাও, লীলা মজুমদার

(4) রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লীলা মজুমদার, সুখলতা রাও

উত্তরঃ (3) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সখলতা রাও, লীলা মজুমদার

আরো পড়ুন ঃ প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট : পরিবেশ বিদ্যা বিষয়ের ৫০ টি প্রশ্নোত্তর

11. অক্ষয় পরিচয়ের বইতে গোপাল-রাখালের গল্প লেখেন -

(1) রথীন্দ্রনাথ সরকার

(2) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(3) রবীন্দ্রনাথ ঠাকুর

(4) ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তরঃ (2) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

12. কোন্‌ গোয়েন্দা চরিত্রটি বয়সে সবচেয়ে নবীন? -

(1) বোমকেশ বকশি

(2) কিরীটি রায়

(3) প্রদোষচন্দ্র মিত্র

(4) শার্লক হোমস

উত্তরঃ (3) প্রদোষচন্দ্র মিত্র

13. বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক হল -

(1) কারক

(2) সন্ধি

(3) সমাস

(4) প্রত্যয়

উত্তরঃ (1) কারক

14. নীচের কোন্‌টি শিশুদের পত্রিকা? -

(1) প্রবাসী

(2) হিতবাদী

(3) সাধনা

(4) শুকতারা

উত্তরঃ (4) শুকতারা

15. ই, উ, ঋ - এগুলিকে বলা হয় -

(1) অনুনাসিক বর্ণ

(2) স্বরধ্বনি

(3) শিস্‌ ধ্বনি

(4) অন্তঃস্থ বর্ণ

উত্তরঃ (2) স্বরধ্বনি

16. নীচের কোন্‌টি 'তৎসম' শব্দের উদাহরণ? -

(1) ডাক্তার

(2) প্রভাত

(3) বায়না

(4) লুচি

উত্তরঃ (2) প্রভাত

প্রাইমারি টেট ২০২২ সম্পর্কিত আরোও পোস্ট পড়তে : এইখানে ক্লিক করুণ

17. নীচের কোন্‌ বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? -

(1) খাপছাড়া

(2) চাঁদের পাহাড়

(3) ভূত ও মানুষ

(4) পাততাড়ি

উত্তরঃ (2) চাঁদের পাহাড়

18. নীচের কোন্‌টি 'দেশি' শব্দের উদাহরণ? -

(1) গোলাস 

(2) মুড়ি

(3) কেওন

(4) কানু

উত্তরঃ (2) মুড়ি

19. নীচের কোন্‌টি খাঁটি বাংলা প্রত্যয়ের দৃষ্টান্ত? -

(1) ধন + বতুপ = ধনবান

(2) কৃ + তব্য = কর্তব্য

(3) তৎ + ময় = তন্ময়

(4) বোকা + আমি = বোকামি

উত্তরঃ (4) বোকা + আমি = বোকামি

20. নীচের কোন্‌ বাক্যটিতে গঠনগত ভুল আছে? -

(1) সবিনয় নিবেদন

(2) সব পশু তৃণভোজী

(3) কেবলমাত্র শুধু মেয়েরা বসবে

(4) ব্যথায় টনটন করে

উত্তরঃ (3) কেবলমাত্র শুধু মেয়েরা বসবে

প্রাইমারি টেট ২০২২ সম্পর্কিত আরোও পোস্ট পড়তে : এইখানে ক্লিক করুণ

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close