প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট
প্রিয় ছাত্র-ছাত্রী ও বন্ধুরা তোমরা যারা এবার Primary TET 2022 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো শুধুমাত্র তাদের জন্য KDPublisher ওয়েবসাইট থেকে Primary TET EVS Practice Set দেওয়া হয়েছে। নিচে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য KDPbulisher-এর উদ্যোগে খুব সাহায্য করবে।
Primary TET EVS Practice Set : 50+ Question and Answer
প্রশ্নঃ বায়ুমন্ডলের কোন্ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি - নাইট্রোজেন
প্রশ্নঃ কোন্ স্তরে উল্কা পুড়ে ছাই হয়? - মেসোস্ফিয়ার
প্রশ্নঃ বায়ুমন্ডলের সবচেয়ে ভারী গ্যাস কোন্টি? - কার্বন-ডাই-অক্সাইড
প্রশ্নঃ পৃথিবীতে কোন্ শিলার পরিমাণ সব চেয়ে বেশি? - আগ্নেয় শিলা
প্রশ্নঃ কোন্ শিলায় জিবাশ্ম দেখা যায়? - পাললিক শিলায়
প্রশ্নঃ পেডোলজির জনক কাকে বলা হোয়? - ডকুচেভকে
প্রশ্নঃ প্রাথমিক শিলা কোন্ শিলাকে বলা হয়? - আগ্নেয় শিলাকে
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হলো - জীবমণ্ডল
প্রশ্নঃ বায়োস্ফিয়ার শব্দটি কে প্রথম ব্যবহার করেন? - এডওয়ার্ড সুয়েস
প্রশ্নঃ অবস্থান ও প্রকৃতি অনুসারে জীবমণ্ডল কত প্রকার? - দুই প্রকার
প্রশ্নঃ বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ কিরূপ? - একমুখী
প্রশ্নঃ পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ বায়ুমণ্ডল রয়েছে? - ৭১%
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগরটি হল - প্রশান্ত মহাসাগর
প্রশ্নঃ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হল - আটলান্টিক মহাসাগর
প্রশ্নঃ বারিমন্ডলের কত শতাংশ জল সুপেয় জলের অন্তর্গত? - ২.৫%
প্রশ্নঃ বিশ্বের গভীরতম সমুদ্রখাতটি হল - মারিয়ানা খাত
প্রশ্নঃ সমুদ্রের জলের প্রধান লবন হল - সোডিয়াম ক্লোরাইড
প্রশ্নঃ পৃথিবীর অধিকাংশ স্থলভাগ কোন্ গোলার্ধে অবস্থিত? - উত্তর গোলার্ধে
প্রশ্নঃ আধুনিক মৃত্তিকা বিজ্ঞানের প্রবক্তা কাকে বলা হয়? - কুলম্ব
প্রশ্নঃ পেডোলজির জনক কাকে বলা হয় - ডকুচেভ
প্রশ্নঃ মাটির খনিজ উপাদানের মধ্যে খনিজ উপাদানের পরিমাণ - ৪৫%
প্রশ্নঃ আর্দ্র মৃত্তিকার গ্যাসীয় উপাদানের পরিমান হল - ২০%
প্রশ্নঃ শুষ্ক মৃত্তিকায় গ্যাসের উপাদানের পরিমাণ - ৩০%
প্রশ্নঃ মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ হল - ৫%
প্রশ্নঃ কে প্রথম জমিতে রাসায়নিক সার প্রয়োগের কথা বলেন? - জে ভন লিগ
প্রশ্নঃ বৃষ্টিপাত বেশি হলে মৃত্তিকায় কোন্ গ্যাসের বৃদ্ধি পায়? - নাইট্রোজেন
প্রশ্নঃ প্রতি ১০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ হয় - এই সূত্রটি কার? - ভ্যান্ট অফ
প্রশ্নঃ হিউমিফিকেশন কয় প্রকার? - ৪
প্রশ্নঃ হাইড্রোমফিক মৃত্তিকা কোন্ প্রক্রিয়া সৃষ্টি হয়? - গ্লেইজেশন
প্রশ্নঃ সোয়ার্ড কি? - তৃণাঞ্চলের জৈবস্তর
প্রশ্নঃ পরিবাহিত মাটির উদাহরণ হল - পলিমাটি
প্রশ্নঃ মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া হল - খনিজকরণ
প্রশ্নঃ মাটি সৃষ্টির প্রাথমিক শর্ত হল - আবহবিকার
প্রশ্নঃ ওয়াশ আউট প্রোসেস বলা হয় - এলুভিয়েশন
প্রশ্নঃ ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায় মৃত্তিকার উপস্তরে কি পড়ে থাকে? - আয়রণ ও অ্যলুমিনিয়াম
প্রশ্নঃ ক্যালশিফিকেশন প্রক্রিয়া কোন্ অঞ্চলে অধিক দেখা যায়? - নাতিশীতোষ্ণ তৃণভূমি
প্রশ্নঃ স্যালিনাইজেশোন প্রক্রিয়ায় সৃষ্টি মৃত্তিকা - সোলোনচাক
প্রশ্নঃ অ্যালকালাইজেশন প্রক্রিয়ায় সৃষ্ট মৃত্তিকা হল - সোলেনজ
প্রশ্নঃ মৃত্তিকা গঠনের উপভোগী ভূমিরূপ হল - মাঝারি ঢাল
প্রশ্নঃ মৃত্তিকায় বর্তমান জলের মোট পরিমাপকে কি বলে? - হোলার্ড
প্রশ্নঃ ল্যাটেরাইট মাটি কোন্ শিলা থেকে সৃষ্টি হয়েছে? - গ্রানাইট
প্রশ্নঃ পরিবাহিত মাটির উদাহরণ হল - পলিমাটি
প্রশ্নঃ মৃত্তিকা সৃষ্টির কোন পর্যায়ে গৌণ খনিজের পরিমাণ বৃদ্ধি পায়? - যৌবন
প্রশ্নঃ মৃত্তিকায় কার্বণ ও নাইট্রোজেনের অনুপাত কত? - ১২ : ১
প্রশ্নঃ রেগোলিথ কথাটি প্রথম কে ব্যবহার করেন? - মেরিল
প্রশ্নঃ পডজল মাটি কোন্ বর্গের মাটি? - স্পেডোসল
প্রশ্নঃ মৃত্তিকা গঠনকারী একটি প্রধান খনিজ হল - কোয়ার্টজ
প্রশ্নঃ মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে - উষ্ণতা
প্রশ্নঃ মৃত্তিকা সৃষ্টি নিষ্ক্রিয় কারণ কি? - সময়
প্রশ্নঃ কোন্টি আগ্নেয় শিলা? - ব্যাসল্ট
প্রশ্নঃ কোন্টি রূপান্তরিত শিলা? - মার্বেল
প্রশ্নঃ কোন্ লবন সর্বাধিক পরিমাণে সমুদ্রে পাওয়া যায়? - সোডিয়াম ক্লোরাইড
প্রশ্নঃ বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর কোন্টি? - ট্রপোস্ফিয়ার
প্রশ্নঃ সামুদ্রিক আগাছা থেকে কি পাওয়া যায়? - আয়োডিন
প্রশ্নঃ ধুলো কণার গায়ে জলীয় বাষ্প জমে কি তৈরি হয়? - গ্রহ
প্রশ্নঃ মিড-ডে মিল রান্নার জন্য যে লবণ ব্যবহৃত হয় তার সংকেত কি? - NaCl
প্রাইমারি টেট ২০২২ সম্পর্কিত আরোও পোস্ট পড়তে : এইখানে ক্লিক করুণ
Primary TET Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ৫০ টির বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। নিচে দেওয়া Primary TET Practice Set Download PDF - এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।
Primary TET Practice Set PDF : Download