পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালগণ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগণঃ
(১) প্রফুল্লচন্দ্র ঘোষ - ১৯৪৭ থেকে ১৯৪৮ খ্রিঃ
(২) ডাঃ বিধানচন্দ্র রায় - ১৯৪৮ থেকে ১৯৬২ খ্রিঃ
(৩) প্রফুল্লচন্দ্র সেন - ১৯৬২ থেকে ১৯৬৭ খ্রিঃ
(৪) অজয়কুমার মুখোপাধ্যায় - ১৯৬৭ খ্রিঃ
(৫) প্রফুল্লচন্দ্র ঘোষ - ১৯৬৭ থেকে ১৯৬৮ খ্রিঃ
(৬) অজয়কুমার মুখোপাধ্যায় - ১৯৬৯ থেকে ১৯৭১ খ্রিঃ
(৭) সিদ্ধার্থশঙ্কর রায় - ১৯৭২ থেকে ১৯৭৭ খ্রিঃ
(৮) জ্যোতি বসু - ১৯৭৭ থেকে ২০০০ খ্রিঃ
(৯) বুদ্ধদেব ভট্টাচার্য - ২০০০ থেকে ২০১১ খ্রিঃ
(১০) মমতা বন্দ্যোপাধ্যায় - ২০১১ থেকে বর্তমান সময় পর্যন্ত।
পশ্চিমবঙ্গের রাজ্যপালগণঃ
(১) চক্রবর্তী রাজা গোপালাচারী - ১৯৪৭ থেকে ১৯৪৮ খ্রিঃ
(২) বি এল মিত্র - ১৯৪৮ খ্রিঃ
(৩) কৈলাশনাথ কাটুজ - ১৯৪৮ থেকে ১৯৫১ খ্রিঃ
(৪) হরেন্দ্রকুমার মুখোপাধ্যায় - ১৯৫১ থেকে ১৯৫৬ খ্রিঃ
(৫) শ্রীমতী পদ্মজা নাইডু - ১৯৫৬ থেকে ১৯৬৭ খ্রিঃ
(৬) ধরমবীরা - ১৯৬৭ থেকে ১৯৬৯ খ্রিঃ
(৭) দীপেন্দ্রনারায়ণ সিং - ১৯৬৯ খ্রিঃ
(৮) শান্তিস্বরূপ ধাওয়ান - ১৯৬৯ থেকে ১৯৭১ খ্রিঃ
(৯) এ এল ডায়াল - ১৯৭১ থেকে ১৯৭৭ খ্রিঃ
(১০) ত্রিভুবন নারায়ন সিং - ১৯৭৭ থেকে ১৯৭৯ খ্রিঃ
(১১) ভৈরব দত্ত পান্ডে - ১৯৭৯ থেকে ১৯৮৩ খ্রিঃ
(১২) এ পি শর্মা - ১৯৮৩ থেকে ১৯৮৪ খ্রিঃ
(১৩) উমাশঙ্কর দীক্ষিত - ১৯৮৪ থেকে ১৯৮৬ খ্রিঃ
(১৪) সৈয়দ নুরুল হাসান - ১৯৮৬ থেকে ১৯৮৯ খ্রিঃ
(১৫) টি ভি রাজেশ্বর - ১৯৮৯ থেকে ১৯৯০ খ্রিঃ
(১৬) সৈয়দ নুরুল হাসান - ১৯৯০ থেকে ১৯৯৩ খ্রিঃ
(১৭) কে ভি রঘুনাথ রেড্ডি - ১৯৯৩ থেকে ১৯৯৮ খ্রিঃ
(১৮) এ আর কিদোয়াই - ১৯৯৮ থেকে ২০০০ খ্রিঃ
(১৯) বীরেন জে শাহ - ২০০০ থেকে ২০০৫ খ্রিঃ
(২০) গোপালকৃষ্ণ গান্ধী - ২০০৫ থেকে ২০০৯ খ্রিঃ
(২১) এম কে নারায়ণ - ২০০৯ থেকে ২০১৪ খ্রিঃ
(২২) কেশরীনাথ ত্রিপাঠী - ২০১৪ থেকে ২০১৯
(২৩) জগদীপ ধাঙ্কার - ২০১৯ থেকে ২০২২ খ্রিঃ
(২৪) লা গনেশন - ২০২২ থেকে বর্তমান সময় পর্যন্ত।
পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি
পশ্চিমবঙ্গ আয়তনের দিক থেকে ভারতের ২৮টি অঙ্গরাজ্যের মধ্যে দ্বাদশ স্থানের অধিকারী। জনসংখ্যার দিক থেকে চতুর্থ স্থান অধিকার করে। পশ্চিমবঙ্গ মোট ২৩টি জেলা নিয়ে গঠিত। যথা - পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, কলকাতা, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, নদীয়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, হুগলী, আলিপুরুদুয়ার জেলা, ঝাড়গ্রাম জেলা, কালিম্পং জেলা।
পশ্চিমবঙ্গের আয়তনঃ ৮৮,৭৫১ বর্গকিমি।
জনসংখ্যাঃ ৯৭,৬৯৪, ৯৬০ জন (বর্তমান)
জনঘনত্বঃ ৯০৪ জন প্রতিবর্গকিমিতে
রাজধানীঃ কলকাতা
আয়তনে স্থানঃ দ্বাদশ
জনসংখ্যার বিচারে স্থানঃ দ্বাদশ
শিক্ষার হারঃ ৬৯.২২%
প্রধান কৃষিজ ফসলঃ ধান, পাট, চা, ইক্ষু
লৌহ-ইস্পাত কারখানাঃ দুর্গাপুর, বার্ণপুর, কুলটি
বন্দরঃ কলকাতা ও হলদিয়া
তাপবিদ্যুৎ কেন্দ্রঃ ফারাক্কা, কোলাঘাট, ব্যান্ডেল
প্রধান বিচারালয়ঃ হাইকোর্ট
গভীর বনভূমিঃ সুন্দবন
পশ্চিমবঙ্গ সমর্ম্পকিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কি কি?
উত্তরঃ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম ও আসাম।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গ কোন্ জলবায়ুর অন্তর্গত?
উত্তরঃ মৌসুমী জলবায়ু।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গে কোথায় অধিক বৃষ্টিপাত হয়?
উত্তরঃ দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় বৃষ্টিপাত সবচেয়ে কম হয়?
উত্তরঃ বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গবাসীর প্রধান খাদ্য কি?
উত্তরঃ ভাত
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের আয়তন কত?
উত্তরঃ ৮৮,৭৫২ বর্গকিমি
প্রশ্নঃ পশ্চিমবঙ্গবাসীর প্রধান ভাষা কি?
উত্তরঃ বাংলা
প্রশ্নঃ বাংলা ছাড়া পশ্চিমবঙ্গের আর কি কি ভাষা প্রচলিত?
উত্তরঃ হিন্দি, ইংরেজি, নেপালী, সাঁতালি প্রভৃতি।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের অধিবাসীদের কি বলে?
উত্তরঃ বাঙ্গালী
প্রশ্নঃ পশ্চিমবঙ্গে শাসনব্যবস্থার উপরে কে?
উত্তরঃ রাজ্যপাল
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মন্ত্রীসভার প্রধান কে?
উত্তরঃ মুখ্যমন্ত্রী
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোন্টি?
উত্তরঃ কলকাতা
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কয়টি বিভাগ ও কি কি?
উত্তরঃ প্রধানত তিনটি। যথা - প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ ও জলপাইগুড়ি বিভাগ।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সব চেয়ে বড়ো শহর কোন্টি?
উত্তরঃ কলকাতা
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন্ জেলায় সবচেয়ে বেশি লোক বাস করে?
উত্তরঃ মেদিনীপুর জেলায়
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন্ জেলায় সবচেয়ে কম লোক বাস করে?
উত্তরঃ দার্জিলিং জেলায়
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
উত্তরঃ প্রায় ৬০ হাজার।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা কত?
উত্তরঃ প্রায় ৮৫০০ টি।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কলেজের সংখ্যা কত?
উত্তরঃ প্রায় ২০০টি
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রধান নদ-নদী কোন্গুলি?
উত্তরঃ ভাগীরথী, অজয়, দামোদর, রূপনারায়ণ, কংসাবতী, দ্বারকেশ্বর, বিদ্যাধরী, ময়ূরাক্ষী, তিস্তা, তোর্সা, মহানন্দা, আত্রাই, জলঙ্গী, সুবর্ণরেখা, চূর্ণী, ইচ্ছামতী প্রভৃতি।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রধান নদী কোন্টি?
উত্তরঃ গঙ্গা
অন্যান্য GK পেতে এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ