WB Class 7 Science Second Unit Test Suggestion WBBSE
Type Here to Get Search Results !

WB Class 7 Science Second Unit Test Suggestion WBBSE

সপ্তম শ্রেণী

পরিবেশ ও বিজ্ঞান

দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য 

WB Class 7 Science Second Unit Test Suggestion WBBSE


১। নিচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলন বলতে কী বোঝো?

উত্তরঃ 

আলোর নিয়মিত প্রতিফলনঃ কোনো মসৃণ প্রতিফলন সাধারণ ভাবে নিয়মিত প্রতিফলন। যেমন - সমতল বা বক্রতল আয়নায় প্রতিফলন।

আলোর বিক্ষিপ্ত প্রতিফলনঃ এই প্রতিফলনে আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলনের পর তারা আর সমান্তরাল থাকে না। বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে।


১.২ আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়?

উত্তরঃ আলোক রশ্মিগুচ্ছের বাকি অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশের পর আগেকার যাত্রাপথ থেকে সরে যায় ও নতুন সরলরেখা বরাবর চলে। এই ঘটনাকে বলে আলোর প্রতিসরণ।


১.৩ অ্যাম্বুলেন্সের গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে কেন?

উত্তরঃ একই ভাবে অ্যাম্বুলেন্সের সামনে ইংরেজি হরফে উল্টো করে লেখা অ্যাম্বুলেন্স শব্দটার প্রতিবিম্ব সামনের গাড়িটির লুকিং গ্লাসে সঠিক ভাবেই দেখা যাবে। ফলে অ্যাম্বুলেন্স শব্দটা লুকিং গ্লাসে দেখে সহজেই পথ ছেড়ে দেওয়া যাবে। এই কারণেই যে কোনও অ্যাম্বুলেন্সের সামনেই অ্যাম্বুলেন্স শব্দটা ইংরেজি হরফে উল্টো করে লেখা থাকে।


১.৪ বর্ণালী কাকে বলে?

উত্তরঃ সূর্যের আলো কাচের প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওই বিভিন্ন রং-এর আলো আলাদা হয়ে যায়। আমরা ওই রংগুলোর মধ্যে চোখে দেখে মোটামুটিভাবে সাতটা রং-এর আলো আলাদা করতে পারি। এই সাতটা আলাদা হওয়া আলোর পটিকে একসঙ্গে বলে বর্ণালি।


১.৫ বিচ্ছুরণ কাকে বলে?

উত্তরঃ যৌগিক আলো থেকে এইভাবে বিভিন্ন রং-এর আলোগুলোর আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলে।


১.৬ আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।

উত্তরঃ রামধনু


১.৭ এক্স রশ্মি কি?

উত্তরঃ রে মানে রশ্মি বা আলো। এক্স রেও একরকমের আদৃশ্য আলো। এক্স-রশ্মি চামড়া আর মাংস ভেদ করে যেতে পারে। এক্স রশ্মি হাড়ের মধ্যে দিয়ে চলে যেতে পারে না তাই হাড়ের কোনখানটা ভেঙেছে বা ক্ষয়ে গেছে তা ছবি তুলে বোঝা যায়।


১.৮ প্রাকৃতিক চুম্বক কি?

উত্তরঃ ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এরকম প্রচুর পাথরের সন্ধান পাওয়া যায়। চুম্বকের ইংরাজি নাম ম্যাগনেট হওয়ার এটাই কারণ। এই পাথরের নাম হলো ম্যাগনেটাইট। একে প্রাকৃতিক চুম্বক বলে।


১.৯ দুটি অচৌম্বক পদার্থের উদাহরণ দাও।

উত্তরঃ প্লাস্টিক, রবার, কাঠ, কাগজ।


১.১০ চুম্বকের দিক নির্দেশক ধর্ম বলতে কী বোঝো?

উত্তরঃ স্বাধীনভাবে ভাসমান বা ঝুলন্ত চুম্বকের এই উত্তর-দক্ষিণ মুখ করে থাকার ধর্মকে চুম্বকের দিক-নির্দেশক ধর্ম বলে।


১.১১ চৌম্বক আবেশ কাকে বলে?

উত্তরঃ দন্ড চুম্বকের প্রভাবে প্রথম লোহার পেরেকটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে চৌম্বক আবেশ বলে।


১.১২ পৃথিবী নিজেই কি একটি চুম্বক? ব্যাখ্যা কর।

উত্তরঃ পৃথিবীর অভ্যন্তরে বিশাল এক চুম্বক দন্ড অবস্থিত যার দক্ষিন মেরু উত্তর দিকে আর উত্তর মেরু দক্ষিন দিকে অবস্থিত। এ বিশাল চুম্বকের আর্কষনের জন্য দন্ড চুম্বকের দক্ষিন মেরু বিশাল চুম্বকের উত্তর মেরু (দক্ষিন দিকে) আর্কষন করে যার ফলে দন্ড চুম্বকের দক্ষিন মেরু দক্ষিন দিকে ঘুরে যায়।


১.১৩ সমুদ্র বক্ষে দিক নির্দেশকের জন্য নাবিকরা কোন যন্ত্র ব্যবহার করেন?

উত্তরঃ কম্পাস


১.১৪ এ টি এম এর সম্পূর্ণ নাম কি?

উত্তরঃ Automated Teller Machine


১.১৫ তড়িৎচুম্বকের দুটি ব্যবহার লেখো।

উত্তরঃ (১) লাউড স্পিকারে চুম্বকের ব্যবহার আছে।

(২) সাইকেলের ডায়নামোতে চুম্বকের ব্যবহার হয়।


১.১৬ মেরুজ্যোতি বলতে কী বোঝো?

উত্তরঃ মহাবিশ্ব থেকে এক ধরনের রশ্মি - মহাজাগনিত রশ্মি ক্রমাগত পৃথিবীর দিকে ধেয়ে আসে। এদের অধিকাংশই হলো তড়িৎযক্ত কণিকা। ভূ-চৌম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে। ফলে মেরু অঞ্চলে ঘিরে দুটি বিকিরণ বলয় তৈরি হয় এবং উৎপন্ন হয় মেরু জ্যোতি বা আরোরা।


****বন্ধুরা যদি তোমরা আগামী পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে চাও তাহলে নীচে দেওয়া Facebook Group Join করে তোমাদের এই প্রশ্নগুলির উত্তর উত্তরপত্রের খাতাগুলি পাঠিয়ে দিতে পারো। আমাদের Group তোমাদের খাতাগুলি যথাযথ নাম্বারিং করে আমাদের এই ওয়েবপেজে পোস্ট করে দেবে। তবে যথাযথ(৯০%) নাম্বার পেলেই সেটা সম্ভব হবে।

Our Facebook Group For More Study With KDPublisher.in : JOIN

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close