ষষ্ঠ শ্রেণী
ইতিহাস
দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা
১। সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ কর :
১.১ সব থেকে পুরনো বৈদিক সাহিত্য হলো -
ক সামবেদ
খ ঋকবেদ
১.২ বেদাঙ্গের সংখ্যা -
ক পাঁচটি
খ ছয়টি
১.৩ আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান -
ক ঋকবেদ
খ মহাকাব্য
১.৪ বিদ শব্দের অর্থ -
ক অসুর
খ জ্ঞান
১.৫ বৈদিক সমাজের পরিবারের প্রধান ছিলেন -
ক রাজা
খ বিশপতি
২। নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুলোর উত্তর দাও :
২.১ বৈদিক সাহিত্য কবে রচিত হয়েছিল?
২.২ বেদ কয় প্রকার ও কি কি?
২.৩ বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
২.৪ পরবর্তী বৈদিক সমাজে কটি বর্ণের উল্লেখ পাওয়া যায় ও কি কি?
২.৫ ইন্দো আর্য ভাষা গোষ্ঠী কারা ছিলেন?
৩। নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও :
৩.১ বেদ শুনে শুনে মনে রাখতে হতো। এর কারণ কি বলে তোমার মনে হয়?
৩.২ মেগালিথ সম্বন্ধে যা জানো লেখ।
৩.৩ সভা ও সমিতি বলতে কী বোঝো?
৩.৪ বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়?
৩.৫ বেদের চারটি সংহিতা কি কি? তাদের সম্বন্ধে যা জানো লেখ।
****বন্ধুরা যদি তোমরা আগামী পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে চাও তাহলে নীচে দেওয়া Facebook Group Join করে তোমাদের এই প্রশ্নগুলির উত্তর উত্তরপত্রের খাতাগুলি পাঠিয়ে দিতে পারো। আমাদের Group তোমাদের খাতাগুলি যথাযথ নাম্বারিং করে আমাদের এই ওয়েবপেজে পোস্ট করে দেবে। তবে যথাযথ(৯০%) নাম্বার পেলেই সেটা সম্ভব হবে।
Our Facebook Group For More Study With KDPublisher.in : JOIN
রনজিৎ
উত্তরমুছুনMath
উত্তরমুছুন