LightBlog
WB Class 9 Life Science Second Unit Test Suggestion WBBSE Part 1
Type Here to Get Search Results !

WB Class 9 Life Science Second Unit Test Suggestion WBBSE Part 1

নবম শ্রেণী

জীবন বিজ্ঞান

দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য 

Class 9 Life Science Second Unit Test Suggestion Part 1
WB Class 9 Life Science Second Unit Test Suggestion WBBSE Part 1

১।  সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ :


১.১ কোন উদ্ভিদ অঙ্গ বাষ্পমোচনে অংশগ্রহণ করে না? 

ক পত্ররন্ধ

খ লেন্টিসেল

গ মূল রোম

ঘ কিউটিকল 


১.২ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি?

ক কার্বন ডাই অক্সাইড

খ গ্লুকোজ

গ জল

ঘ ইলেকট্রন 


১.৩ একটি প্রোটিনভঙ্গক উৎসেচক হল -

ক অ্যামাইলেস

খ লাইপেজ

গ ট্রিপসিন

ঘ সুক্রোজ 


১.৪ মানুষের প্রধান রেচন অঙ্গটি হলো - 

ক হৃদপিণ্ড

খ যকৃত

গ বৃক্ক

ঘ পাকস্থলী 


১.৫ সর্বজনীন দাতার রক্তের বিভাগ হল -

ক AB

খ O

গ A

ঘ B 


২। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও :

২.১ প্রদত্ত সম্পর্কযুক্ত শব্দজো দেখে শূন্যস্থানে প্রযুক্তি শব্দ বাসাও-

রক্ত তঞ্চন : অনুচক্রিকা :: শ্বাসবায়ু পরিবহন : __ ।

২.২ প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে নিয়ে লেখ :

গ্লাইকোলাইসিস, সবাত শ্বসন, ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন

২.৩ AB শ্রেণীর রক্তে উভয়প্রকার এন্টিজেন থাকে। (সত্য/ মিথ্যা নির্ধারণ করো)

২.৪ ক্রেশচক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটির নাম কি?

২.৫ কোন শ্বেত রক্তকণিকা হেমারি নিঃসরণ করে?

২.৬ মিষ্টির দোকানের কোন খাবারে তুমি ল্যাকটিক অ্যাসিড পাবে?

২.৭ কোন প্রাণীতে অতিরিক্ত শ্বাস অঙ্গ পরিলক্ষিত হয়? 


৩। বাম স্তনের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখ :


বাম স্তম্ভ

৩.১ নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ

৩.২ লাইকেন

৩.৩ পাকস্থলী


ডান স্তম্ভ

ক মিথোজীবী

খ হাইড্রোক্লোরিক অ্যাসিড

গ গঁদ

ঘ কুইনাইন 

৪। নিচের প্রশ্নগুলির দুটি একটি বাক্যে উত্তর দাও :

৪.১ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন?

৪.২ মৌল বিপাক হার বলতে কী বোঝো?

৪.৩ শিরা ও ধমনীর মধ্যে দুটি পার্থক্য লেখ।

৪.৪ টি সি এ চক্র কাকে বলে এবং কেন বলে?

৪.৫ উপচিতি ও অপচিতি বিপাকে দুটি পার্থক্য লেখ। 


৫। নিচের প্রশ্নগুলির উত্তর দাও :

৫.১ সন্ধান কাকে বলে? সন্ধানের তিনটি অর্থকরী গুরুত্ব লেখ।

অথবা,

উদ্ভিদের জল সংবহন সংক্রান্ত জলির মতবাদ টি লেখ। স্বভোজী ও পরভোজী পুষ্টির দুটি পার্থক্য লেখ।

৫.২ মানুষের নেফ্রনের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে তার প্রধান চারটি অঙ্গ চিহ্নিত কর।

৫.৩ পাচক উৎসেচকদের আমরা কয় ভাগে ভাগ করি ও কি কি? মানবদেহের প্রধান কয়টি বিপাকজনিত গোলযোগ তথা রোগের নাম লেখ।

অথবা,

মুক্ত সংবহন ও বদ্ধ সংবহন কাকে বলে উদাহরণসহ লেখ। রক্তের শ্রেণীবিভাগের দুটি গুরুত্ব উল্লেখ কর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close