LightBlog
বৃষ্টি পড়ে টাপুর টুপুর | রবীন্দ্রনাথ ঠাকুর | পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali
Type Here to Get Search Results !

বৃষ্টি পড়ে টাপুর টুপুর | রবীন্দ্রনাথ ঠাকুর | পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

রবীন্দ্রনাথ ঠাকুর

পঞ্চম শ্রেণীর বাংলা

WB Class 5 Bengali


বৃষ্টি পড়ে টাপুর টুপুর | রবীন্দ্রনাথ ঠাকুর | পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali

বৃষ্টি পড়ে টাপুর টুপুর | রবীন্দ্রনাথ ঠাকুর | পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali

বৃষ্টি পড়ে টাপুর টুপুর | রবীন্দ্রনাথ ঠাকুর | পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali

বৃষ্টি পড়ে টাপুর টুপুর | রবীন্দ্রনাথ ঠাকুর | পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali

বৃষ্টি পড়ে টাপুর টুপুর | রবীন্দ্রনাথ ঠাকুর | পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali

হাতে কলমে

১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখোঃ

১.১ কোন্‌ কোন্‌ বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়?

উত্তরঃ আষাঢ়, শ্রাবণ মাসে সাধারণত বৃষ্টি হয়।

১.২ মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশের প্রকৃতি কোন্‌ রূপ ধারণ করে?

উত্তরঃ মেঘলা দিনে আকাশে সূর্য প্রায় দেখাই যায় না। আকাশ কালো হয়ে থাকে। আর আমার চারপাশের প্রকৃতিতে একটা গুমোটভাব লক্ষ করা যায়। প্রকৃতি যেন স্তদ্ধ হয়ে থাকে।

১.৩ বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে - তোমার জীবনে মনে রাখার মতো এমন কোনো ঘটনার কথা লেখো।

উত্তরঃ আমি যখন আরও ছোটো ছিলাম তখন যদি স্নানের বৃষ্টি নামত তাহলে আমি আর বোন ছাদে চলে যেতাম। বৃষ্টির জলে স্নান করতাম। তা ছাড়া যদি শিলাবৃষ্টি পড়ত, তাহলে শিলগুলো কুড়োতাম।

১.৪ পুকুরে, টিনের চালে, গাছের পাতায় - বৃষ্টি পড়ার শব্দগুলো কেমন হয় লেখো

উত্তরঃ পুকুরে - ঝম ঝম

টিনের চালে - টিপ টিপ

গাছের পাতায় - ঝুপ ঝুপ


১১.১ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।

১১.২ কোন্‌ বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান?

উত্তরঃ ইংরেজি Song Offerings বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান।

১১.৩ বৃষ্টি পড়ে টাপুর টাপুর কবিতাটি তাঁর কোন্‌ কবিতার বই থেকে নেওয়া হয়েছে?

উত্তরঃ বৃষ্টি পড়ে টাপুর টাপুর কবিতাটি তাঁর শিশু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।


১৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখোঃ

১৩.১ বৃষ্টির দিনে কবির মনে কোন্‌ গান ভেসে আসে?

উত্তরঃ বৃষ্টির দিনে কবির মনে বৃষ্টি পড়ে টাপুর টাপুর গান ভেসে আসে।

১৩.২ বৃষ্টিতে নদীর এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো।

উত্তরঃ বৃষ্টি পড়ে টাপুর টাপুর কবিতায় কবির মনে হয়েছে নদীর এপারে যেন মেঘের মাথায় একশো মানিক জ্বলে উঠেছে আর ওপারের গাছপালা বৃষ্টির জলে ঝাপসা হয়ে গেছে।

১৩.৩ 'সেদিনও কি এমনি তরো/ মেঘের ঘনঘটা' - কোন্‌ দিনের কথা বলা হয়েছে? সেদিনের প্রকৃতির বর্ণনা দাও।

উত্তরঃ উপরিউক্ত অংশে শিবঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে। সেদিন আকাশে ছিল মেঘের ঘনঘটা আর মাঝে মাঝে দেখা যাচ্ছিল বিদ্যুতের চমক।

১৩.৪ মেঘের খেলা কবির মনে কোন্‌ কোন্‌ স্মৃতি বয়ে আনে?

উত্তরঃ বৃষ্টি পড়ে টাপুর টাপুর কবিতায় মেঘের খেলা দেখে কবির অনেকরকম খেলার মনে পড়ে। অভিমানী কঙ্কাবতীর ব্যথা, ঘরের কোণে মিটি মিটি আলো, দেয়ালের চারিদিকে কালো কালো ছায়া, বাইরে জলের ঝুপঝুপ শব্দ, দস্যি ছেলের চুপ করে গল্প শোনা এসবই কবির মনে পড়ে মেঘের খেলা দেখে। এ ছারাও কবির মনে ভেসে আসে এক মেঘলা দিনের গান, - বৃষ্টি পড়ে টাপুর টাপুর নদেয় এলো বান।

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close