LightBlog
বোকা কুমিরের কথা | উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali
Type Here to Get Search Results !

বোকা কুমিরের কথা | উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali

বোকা কুমিরের কথা

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

পঞ্চম শ্রেণীর বাংলা

WB Class 5 Bengali


বোকা কুমিরের কথা | উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali

বোকা কুমিরের কথা | উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali

বোকা কুমিরের কথা | উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali

বোকা কুমিরের কথা | উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali

বোকা কুমিরের কথা | উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali



বোকা কুমিরের কথা প্রশ্ন ও উত্তর

হাতে কলমে

১. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ:

১.১ তোমার জানা কয়েকটি উভয়চর প্রাণীর নাম লেখ।

উত্তর: আমার জানা কয়েকটি উভয়চর প্রাণীর নাম হলো-সাপ, ব্যাঙ, শামুক, হাঁস প্রভৃতি।

১.২ তোমার জানা কয়েকটি সরীসৃপের নাম লেখ।

উত্তর: আমার জানা কয়েকটি সরীসৃপের নাম হল-সাপ, কুমির, টিকটিকি, গিরগিটি ইত্যাদি।

১.৩ ছোটদের জন্য লেখা পশুপাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি?

উত্তর: ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা শিয়াল কে বুঝি।

১.৪ মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখ।

উত্তর: মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম হলো আলু, ওর, হলুদ, আদা প্রভৃতি।

১.৫ ধান গাছ থেকে আমরা কি কি পাই?

উত্তর: ধান গাছ থেকে আমরা চাল, খড়, তুষ পাই।

১.৬ শিয়ালকে নিয়ে লেখা অন্য কোন গল্প পাঁচটি বাক্যে লেখ।

উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কুমীর কে নিয়ে লেখা 'শিয়াল পন্ডিত' গল্পটি আমি জানি। গল্পে দেখি, শিয়াল পন্ডিত বলে, কুমির যেন তার সাত ছানাকে তার কাছে পড়াতে পাঠায়। শিয়াল এক একদিন এক একটা ছানা খেয়ে নেয়। তুমি দেখা করতে এলে একটা ছানাকে বারবার দেখায়। সবকটা ছাড়া হওয়ায় হয়ে গেল শিয়াল ও শিয়ালনী পালিয়ে যায়। কুমির এসে দেখে শিয়াল,শিয়ালনী নেই এবং তার ছানাদের হাড়গোড় পড়ে আছে। 


১১.১ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখ।

উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হল-'গুপী গাইন বাঘা বাইন', 'ছেলেদের রামায়ণ'।

১১.২ তিনি ছোটদের জন্য কোন পত্রিকা বের করেছেন?

উত্তর: ছোটদের জন্য তিনি 'সন্দেশ' পত্রিকা বের করতেন।

১১.৩ তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে কারা অত্যন্ত পরিচিত?

উত্তর: তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত হলেন-সুখলতা রাও, পুনলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায়। 


১২. নিচের প্রশ্নগুলির উত্তর লেখ:

১২.১ গল্পে কারা চাষ করতে গেল?

উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা 'বোকা কুমিরের কথা' গল্পে কুমির ও শিয়াল চাষ করতে গেল।

১২.২ কিসের কিসের চাষ তারা করেছিল?

উত্তর: কুমির ও শিয়াল আলু, ধান ও আখের চাষ করেছিল।

১২.৩ চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল?

উত্তর: চাষে শিয়ালের লাভ ও কুমিরের ক্ষতি হয়েছিল।

১২.৪ শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এসেছিল?

উত্তর: শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটে ছিল যে, সে আঁট গাছের গোড়া শিয়াল কে দেবে আর আগা নিজে নিয়ে লাভবান হবে। 

১২.৫ 'বোকা কুমিরের কথা' গল্পে কুমিরটা শিয়ালকে 'তুমি বড্ড ঠকাও' বলে দোষ দিলেও, আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে,-গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয়, তবে কেন এমন মনে হল, তা বোঝাতে গল্প থেকে তিনটি বাক্য খুঁজে নিয়ে লেখ।

উত্তর: বোকা কুমিরের গল্পটি পড়ে আমার মনে হয়েছে কুমির শিয়ালকে 'তুমি বড্ড ঠকাও' বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে। আমরা মন্তব্যের স্বপক্ষে গল্প থেকে খুঁজে বার করা তিনটি বাক্য হল-

১. তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বললে, 'গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার'।

২. তাই সে আগে থাকতেই শেয়াল কে বলে, 'ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার

আমাকে গোড়ার দিক দিতে হবে!'

৩. তখন তুমি তো বড্ড ঠকেছে, আর বলছে, 'দাঁড়াও শিয়ালের বাচ্চা তোমাকে এবারে আমি আর আগা নিতে দেব না।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close