লৌকিক সাহিত্যের নানা দিক | বাংলা সাহিত্যের ইতিহাস | একাদশ শ্রেণীর বাংলা সাজেশন ২০২৩ | WB Class 11 Bengali Suggestion 2023 WBCHSE
Type Here to Get Search Results !

লৌকিক সাহিত্যের নানা দিক | বাংলা সাহিত্যের ইতিহাস | একাদশ শ্রেণীর বাংলা সাজেশন ২০২৩ | WB Class 11 Bengali Suggestion 2023 WBCHSE

লৌকিক সাহিত্যের নানা দিক

বাংলা সাহিত্যের ইতিহাস

লৌকিক সাহিত্যের নানা দিক | বাংলা সাহিত্যের ইতিহাস | একাদশ শ্রেণীর বাংলা সাজেশন ২০২৩ | WB Class 11 Bengali Suggestion 2023 WBCHSE
লৌকিক সাহিত্যের নানা দিক | বাংলা সাহিত্যের ইতিহাস | একাদশ শ্রেণীর বাংলা সাজেশন ২০২৩ | WB Class 11 Bengali Suggestion 2023 WBCHSE


(১) নিচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ

১.১ শিশুদের ছড়াগুলি - লেখাকেন্দ্রিক

১.২ ধাঁধায় কোন্‌ বিষয়ের প্রয়োজন নেই - কল্পনা

১.৩ সোজা আঙুলে কী ওঠে না - স্পষ্ট কথা

১.৪ সর্বপ্রাণবাদ-এর অর্থ হল - পশুতে দেবত্ব আরোপ

১.৫ রাক্ষস-খোক্ষসের গল্প কীসের অন্তর্গত - রূপকথা

১.৬ ছড়ার মধ্যে অনেকসময়ই খুঁজে পাওয়া যায় না - অর্থপূর্ণতা এবং পারম্পর্যতা

১.৭ পথের পাঁচালীতে বালক অপু - কেবল শব্দঝংকারের মোহে সীতার বনবাস-এর শেষ অংশ আবৃত্তি করেছিল

১.৮ ব্রতকথার উদ্দেশ্য হল - দেবতাদের প্রসন্ন করে সাংসারিক কল্যাণ সাধন

১.৯ লোকসংস্কৃতির দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল - পরিবর্তনশীলতা ও সংরক্ষণ

১.১০ বাদশা সোলেমান ও রানি বিলকিসের কাহিনি বিখ্যাত - ধাঁধার জন্য

See More : Full Class 11 Bengali Suggestion 2023

(২) নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ

প্রশ্ন : লোককথা কাকে বলে? লোক কথার যেকোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তর : জাতির অভিজ্ঞতা আত্মসম্মান গৌরবদ স্বদেশ চেতনা স্বপ্ন ও স্বপ্নভঙ্গের চেতনা যখন ব্যক্তিমানুষের প্রতিভা আর কল্পনার বিস্তারে স্মৃতিরূপ লাভ করে তখন তাকেই লোককথা বলা হয়। মনে রাখা দরকার লোক কথা প্রধানত শ্রুতি নির্ভর। অভিজ্ঞতা আর কল্পনা স্মৃতি আর স্বপ্নকে মিলিয়ে লোক কথার রূপায়ণ ঘটেছে। লোক কথা সাধারনত গদ্যে রচিত পোদ দিয়ে যখন তা রচিত হয় তখন তাকে গীতিকা বলে।

      লোক কথার একটি ধারা পশু কথা। এখানে জীবজন্তু ও পশু পাখি প্রধান। জীবজন্তুর সঙ্গে মানব প্রকৃতিকে মেলানো হয়েছে এই সব গল্পে।

      রূপকথাই সম্পূর্ণ অবাস্ত পরিবেশে কল্পিত চরিত্রের সমাবেশে কাহিনীকে ফুটিয়ে তোলা হয়।

      লোক কথার বিশিষ্ট শাখা ব্রত কথা। এগুলির অবলম্বন বাংলার লৌকিক দেবতারা। অনিষ্ঠকারী দেবতাকে খুশি করে তার আশীর্বাদে কল্যাণ লাভের বিশ্বাস থেকেই এই দ্রুত কথাগুলির জন্ম।

       লোককথার আরেকটি শাখা রোমাঞ্চ কথা। এখানে বিশ্বাস অবিশ্বাসের সীমা ছিন্ন করে নানা অবাস্তব ঘটনার সমাবেশ ঘটে।

      পুরানকথা, প্রাচীন পুরনগুলির থেকেই অনেকটাই আলাদা। এটি আদ্যন্ত লোক কথা। যদিও এখানেও সৃষ্টিতত্ত্ব মানুষের বিবর্তন ধর্মের আবির্ভাব লোকাচার ইত্যাদি বিষয়ে হয়ে উঠেছে।

      লোক কথার আরেকটি ধারাও প্রচলিত আছে যার নাম স্থানীয় কথা। কোন একটি স্থানের উপর ভিত্তি করে রচিত এই জাতীয় কাহিনী কেউ নানা অবাস্ত্য বিষয়ে মিশ্রণ ঘটে।

প্রশ্ন : প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো? অন্তত চারটি বাংলা প্রবাদের উদাহরণ দাও।

উত্তর : প্রবাদের মধ্যে থাকে যুগ যুগ ধরে সঞ্চিত অভিজ্ঞতা আর মানবিক আবেদন। সহজ প্রকাশভঙ্গি আর সরল ও সংক্ষিপ্ত উপস্থাপনায় তা হৃদয়কে ছুঁয়ে যায়। সাধারণভাবে প্রবাদের সমার্থক হিসেবে প্রবচন শব্দটির ও ব্যবহার ঘটে বাংলায়। প্রবচন শব্দের আক্ষরিক অর্থপ্রকৃষ্ট বচন বা সদালাপ। কট উপনিষদে প্রবচন বিষয়ে বলা হয়েছে "ন্যায়মাত্ম প্রবচনেন লভ্য:"। প্রভাত কুমার মুখোপাধ্যায় অবশ্য প্রবাদ ও প্রবচনের পার্থক্য নির্ণয় করে বলেছেন যে, প্রবাদের মধ্যে একটি গল্পের ভাব আছে। কিন্তু প্রবচন ছাটকাটা কথা মাত্র। আনন্দ দুঃখ বা অভিজ্ঞতা লব্ধ জ্ঞানই হলো সম্বল। কিন্তু বাংলায় বচন বিষয়টির বহুল প্রকাশ দেখা গেলেও প্রবচনের স্বতন্ত্র উপস্থিতি দেখা যায় না। প্রবাদের সঙ্গে সমার্থক ও পরিপূরক হিসেবেই এর যা কিছু ব্যবহার ঘটে। আশুতোষ ভট্টাচার্য এ বিষয়ে বলেছেন প্রকৃত কথা এই যে বাংলা ভাষায় স্বাধীনভাবে প্রবচন শব্দটির ব্যবহার নাই। কোন কোন সময় ইহা প্রবাদ শব্দটির সঙ্গে যুক্তভাবে বা সমার্থক হিসেবে ব্যবহার করা হয় মাত্র।

       চারটি ভিন্ন বিষয়ের ভিত্তিতে চারটি প্রবাদের উদাহরণ নিচে আলোচনা করা হলো -

সমাজ বিষয়ক - তিলক কাটলেই বোষ্টম হয় না।

দেব-দেবী বিষয়ক - রাখে হরি মারে কে?

প্রকৃতি বিষয়ক - মেঘ না চাইতেই জল।

মানব দেহ বিষয়ক - কান টানলে মাথা আসে।

See More : Full Class 11 Bengali Suggestion 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close