LightBlog
Madhyamik Bengali Question Paper 2019 WBBSE
Type Here to Get Search Results !

Madhyamik Bengali Question Paper 2019 WBBSE

বাংলা — প্রথম ভাষা

(নতুন পাঠক্রম)

সময় — ৩ ঘন্টা ১৫ মিনিট

(প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য)

[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান — ৯০

বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান — ১০০]                

Madhyamik Bengali Question Paper 2019 WBBSE


    ১. সঠিক উত্তরটি নির্বাচন করো :


    ১.১ তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ?

    (ক) ধ্রুবতারা

    (খ) শুকতারা

    (গ) সন্ধ্যাতারা

    (ঘ) রংমশাল


    ১.২ "নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল"—

    (ক) ৭নং ডাউন প্যাসেঞ্জার

    (খ) ৫ নং ডাউন প্যাসেঞ্জার

    (গ) ৭ নং আপ প্যাসেঞ্জার

    (ঘ) ৫ নং আপ প্যাসেঞ্জার


    ১.৩ অপূর্বর পিতার বন্ধু হলেন—

    (ক) জগদীশবাবু

    (খ) রামদাস

    (গ) নিমাইবাবু

    (ঘ) গিরীশ মহাপাত্র


    ১.৪ "যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল" — কী ছড়িয়ে রইল ?

    (ক) পায়ের দাগ

    (খ) কাঠকয়লা

    (গ) গোলাপি গাছ

    (ঘ) প্রাচীন জলতরঙ্গ


    ১.৫ আদিম যুগে স্রষ্ঠার কার প্রতি অসন্তোষ ছিল ?

    (ক) দয়াময় দেবতার প্রতি

    (খ) কবির সংগীতের প্রতি

    (গ) নিজের প্রতি

    (ঘ) ধরিত্রীর প্রতি


    ১.৬ কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ ?

    (ক) বাবরের প্রার্থনা

    (খ) অগ্নিবীণা

    (গ) রুপসী বাংলা

    (ঘ) পাতার পোষাক


    ১.৭ রাজশেখর বসুর ছদ্মনাম —

    (ক) বনফুল

    (খ) শ্রীপান্থ

    (গ) পরশুরাম

    (ঘ) রূপদর্শী


    ১.৮ "বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ"  প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন ?

    (ক) অরণ্যে রোদন

    (খ) অল্পবিদ্যা ভয়ংকরী

    (গ) হাতের পাঁচ

    (ঘ) হ-য-ব-র-ল


    ১.৯ চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে —

    (ক) তুলি

    (খ) ব্রোঞ্জের শলাকা

    (গ) হাড়

    (ঘ) নলখাগড়া


    ১.১০ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে —

    (ক) সমাস

    (খ) কারক

    (গ) প্রত্যয়

    (ঘ) বিভক্তি


    ১.১১ 'কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল' — নিম্নরেখ পদটি —

    (ক) সম্বোধন পদ

    (খ) কর্তৃকারক

    (গ) সম্বন্ধ পদ

    (ঘ) নিমিত্ত কারক


    ১.১২ যে সমাসে সমাস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে —

    (ক) তৎপুরুষ সমাস

    (খ) কর্মধারয় সমাস

    (গ) দ্বন্দ্ব সমাস

    (ঘ) অব্যয়ীভাব সমাস


    ১.১৩ কৃত্তিবাস রামায়ণ রচনা করেন —  নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ?

    (ক) কর্মধারয় সমাস

    (খ) তৎপুরুষ সমাস

    (গ) বহুব্রীহি সমাস

    (ঘ) দ্বন্দ্ব সমাস


    ১.১৪ 'আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতুকী ঘষত ।' —  বাক্যটি কোন শ্রেণির ?

    (ক) সরল বাক্য

    (খ) জটিল বাক্য

    (গ) যৌগিক বাক্য

    (ঘ) মিশ্র বাক্য


    ১.১৫ বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে — অর্থগত দিক থেকে এটি —

    (ক) না-সূচক বাক্য

    (খ) সন্দেহবাচক বাক্য

    (গ) প্রশ্নবাচক বাক্য

    (ঘ) প্রার্থনাসূচক বাক্য


    ১.১৬ ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় —

    (ক) কর্তৃবাচ্যে

    (খ) ভাববাচ্যে

    (গ) কর্মবাচ্যে

    (ঘ) কর্মকর্তৃবাচ্যে


    ১.১৭ তাকে টিকিট কিনতে হয়নি — বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল —

    (ক) তার টিকিট কেনা হয়নি 

    (খ) তিনি টিকিট কেনেননি

    (গ) তাঁর দ্বারা টিকিট ক্রীত হয়নি

    (ঘ) তিনি বিনা টিকিটে চলেছেন


    ২. কমবেশি ২০ট শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :


    ২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :        ৪ x ১ = ৪


    ২.১.১ 'অদল বদল' এর গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কী ঘোষণা করেছিলেন ?


    ২.১.২ "সপ্তাহে বড়োজোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা" — 'বহুরূপী' কাকে বলে ?


    ২.১.৩ ভামো যাত্রায় ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল ?


    ২.১.৪ "সূচিপত্রেও নাম রয়েছে" — সূচিপত্রে কী লেখা ছিল ?


    ২.১.৫ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী ?


    ২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: ৪ x ১ = ৪


    ২.২.১ "ছড়ানো রয়েছে কাছে দূরে !"—কী ছড়ানো রয়েছে ?


    ২.২.২ "ছদ্দবেশী অম্বুরাশি-সুতা" কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন ?


    ২.২.৩ "সখী সবে আজ্ঞা দিল" — বক্তা তার সখীদের কী আজ্ঞা দিয়েছিলেন ?


    ২.২.৪ 'অসুখী একজন' কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন ?


    ২.২.৬ "প্রলয় বয়েও আসছে হেসে"— 'প্রলয়' বহন করেও হাসির কারণ কী ?


    ২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :৩ x ১ = ৩


    ২.৩.১ "সোনার দোয়াত কলম যে সত্যি হতো" তা লেখক কীভাবে জেনেছিলেন ?


    ২.৩.২ দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কী জাদু দেখিয়েছিলেন ?


    ২.৩.৩ ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন ?


    ২.৩.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন ?


    ২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :         ৮ x ১ = ৮


    ২.৪.১ বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো ।


    ২.৪.২ 'মন্দিরে বাজছিল পূজার ঘন্টা'— নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো ।


    ২.৪.৩ ব্যাসবাক্য-সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও ।


    ২.৪.৪ 'মেঘে ঢাকা' শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম উল্লেখ করো ।


    ২.৪.৫ বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও ।


    ২.৪.৬ 'ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না ।'— যৌগিক বাক্যে পরিবর্তন করো ।


    ২.৪.৭ কর্তৃবাচ্য কাকে বলে ?


    ২.৪.৮ 'তারা আর স্বপ্ন দেখতে পারল না ।'—ভাববাচ্যে পরিবর্তন করো ।


    ২.৪.৯ অলোপ সমাস কী ?


    ২.৪.১০ সে তখন যেতে পারবে না— হ্যাঁ-বাচক বাক্যে পরিবর্তন করো ।


    ৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও :


    ৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:         ১ x ৩ = ৩ 


    ৩.১.১ "যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না ।'—'আহ্লাদ' হবার কথা ছিল কেন ? 'আহ্লাদ খুঁজে' না পাওয়ার কারণ কী ?


    ৩.১.২  "নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে ।" — কার কথা বলা হয়েছে ? তার 'পাগলামিটি' কী ?      ১ + ২


    ৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :       ১ x ৩ = ৩


    ৩.২.১ "অতি মনোহর দেশ" — এই মনোহর দেশে'র সৌন্দর্যের পরিচয় দাও ।


    ৩.২.২ "অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো" — কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন ? তাঁর একথা বলার কারণ কী ?   ১ + ২ 


    ৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


    ৪.১ 'নদীর বিদ্রোহ' গল্প অবলম্বনে নদীর প্রতি নদেরচাঁদের অকৃত্রিম ভালবাসার পরিচয় দাও ।


    ৪.২ "অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না ।" — হরিদা কী ভুল করেছিলেন ? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী ?    ৩ + ২ = ৫


    ৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


    ৫.১ "চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ।" — 'তোমার' বলতে কার কথা বলা হয়েছে ? তার 'অপমানিত ইতিহাসে'র সংক্ষিপ্ত পরিচয় দাও । 


    ৫.২ "অস্ত্রের বিরুদ্ধে গান" — কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো । 


    ৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


    ৬.১ "আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ।" —  কারা কালি তৈরি করতেন ? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন ?     ১ + ৪


    ৬.২ "পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?      ৫


    ৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


    ৭.১ "বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না ।" — কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে ? কোন দুর্দিনের জন্য তাঁর এই আবেদন ?     ১+৩


    ৭.২ "ওখানে কী দেখচ মুর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখো !" — বক্তা কে ?  উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কী মনোভাব লক্ষ করা যায় ?


    ৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :


    ৮.১ "আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না ।" — বক্তা কাকে, কেন এ কথা বলেছিলেন ?         ১ + ৪


    ৮.২ "এটা বুকের মধ্যে পুষে রাখুক ।" — কী পুষে রাখার কথা বলা হয়েছে ? কী কারণে এই পুষে রাখা ?    ২ + ৩


    ৮.৩ 'কোনি' উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও ।

    Madhyamik Suggestion 2023 Download PDF

    ৯. চলতি গদ্যে বঙ্গানুবাদ করো :

         One day a fox was going beside the vine yard. He saw the ripe grapes hanging from a vine. He jumped but did not reach it. Because they wear beyond his reach.

    উত্তরঃ একদিন একটা শিয়াল আঙ্গুরের পাশে যাচ্ছিল। সে দেখল একটা লতা থেকে পাকা আঙ্গুর ঝুলছে। সে লাফ দিল কিন্তু পৌঁছল না। কারণ তারা তার নাগালের বাইরে পরেন।


    ১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


    ১০.১ বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ।


    ১০.২ বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।


    ১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো :

    ১১.১ বিজ্ঞান ও কুসংস্কার

    ১১.২ তোমার প্রিয় ঋতু

    ১১.৩ ছুটির দিন

    ১১.৪ বিশ্ব-উষ্ণায়ন


    [কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]


    ১২. কম-বেশি ২০টি শব্দের মধ্যে উত্তর দাও :


    ১২.১. "রত্নের মূল্য জহুরির কাছেই ।"— কোন রত্নের কথা বলা হয়েছে ?


    ১২.২  গিরীশ মহাপাত্রের পকেট থেকে কী কী পাওয়া গিয়েছিল ?


    ১২.৩ নদেরচাঁদের দেশের নদীটি কেমন ছিল ?


    ১২.৪  "এল মানুষ-ধরার দল" — কীসের জন্য 'মানুষ-ধরার দল' এলো ?


    ১২.৫ "আসবে ঊষা অরুণ হেসে" — 'ঊষা' কখন আসবে ?


    ১৩. কম-বেশি ৬০টি শব্দের মধ্যে যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও :


    ১৩.১ "'ইসাবের মেজাজ চড়ে গেল" — ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল কেন ? এর পর সে কী করেছিল?


    ১৩.২  "কৈ এ ঘটনা তো আমাকে বলেন নি ?" —প্রশ্নটি কার ? 'ঘটনা'টি কী ছিল ? 


    ১৩.৩ "ছিঁড়িল কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ"—'মহাবলী মেঘনাদ' কী কারণে 'কুসুমদাম' ছিঁড়লেন তা বুঝিয়ে দাও ।

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    LightBlog

    AdsG

    close