সপ্তম অধ্যায়
জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ
West Bengal Class 9 History Suggestion 2023 | নবম শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৩ | সপ্তম অধ্যায় | জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ
১। বিকল্পভিত্তক প্রশ্নগুলির উত্তর দাওঃ-
(১.১) জাতিসংঘের জনক নামে যিনি পরিচিত ছিলেন –
(ক) ভি.আই. লেনিন
(খ) লয়েড জর্জ
(গ) উড্রো উইলসন
(ঘ) জর্জ ক্লিমেশোঁ
উত্তরঃ- (গ) উড্রো উইলসন
(১.২) লিগ অফ নেশনস-এ শেষপর্যন্ত যে দেশটি যোগদান করেনি –
(ক) ইংল্যান্ড
(খ) আমেরিকা
(গ) ইটালি
(ঘ) জাপান
উত্তরঃ- (খ) আমেরিকা
(১.৩) আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত –
(ক) প্যারিসে
(খ) ওয়াশিংটনে
(গ) লণ্ডনে
(ঘ) হেগ শহরে
উত্তরঃ- (ঘ) হেগ শহরে
(১.৪) আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতির সংখ্যা –
(ক) ১০ জন
(খ) ১৫ জন
(গ) ২০ জন
(ঘ) ২৫ জন
উত্তরঃ- (খ) ১৫ জন
(১.৫) জাতিপুঞ্জের প্রতিষ্ঠার রূপরেখা তৈরি হয় –
(ক) মস্কো সম্মেলনে
(খ) বান্দুং সম্মেলনে
(গ) লণ্ডন সম্মেলনে
(ঘ) সানফ্রান্সিসস্কো সম্মেলনে
উত্তরঃ- (ঘ) সানফ্রান্সিসস্কো সম্মেলনে
(১.৬) ‘ভেটো’ কথার অর্থ –
(ক) প্রস্তাব দিতে বাধা দেওয়া
(খ) প্রস্তাব স্বাক্ষর করা
(গ) প্রস্তাব দিতে বাধ্য করা
(ঘ) প্রস্তাব নাকচ করা
উত্তরঃ- (ঘ) প্রস্তাব নাকচ করা
(১.৭) সম্মিলিত জাতিপুঞ্জ নিযুক্ত কমিশন ভারত ও পাকিস্থানের মধ্যে যুদ্ধ বিরতির প্রস্থাব দেয় –
(ক) ১৯৪৫ সালে
(খ) ১৯৪৬ সালে
(গ) ১৯৪৭ সালে
(ঘ) ১৯৪৮ সালে
উত্তরঃ- (ঘ) ১৯৪৮ সালে
২। অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ-
(২.১) জাতিসংঘ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছিল কত সালে?
উত্তরঃ- 1919 সালে
(২.২) জাতিসংঘের জন্মলগ্নে কটি সদস্য সংখ্যা ছিল?
উত্তরঃ- 42 টি
(২.৩) ওয়াশিংটন সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ- 1942 সালে
(২.৪) জাতিপুঞ্জের সদর দপ্তর কোন্ শহরে অবস্থিত?
উত্তরঃ- নিউইয়র্ক
(২.৫) জাতিপুঞ্জের বর্তমান স্থায়ী সদস্য সংখ্যা কত?
উত্তরঃ- পাঁচটি
(২.৬) চোদ্দো দফা নীতির প্রবর্তক কে?
উত্তরঃ- উড্রো উইলসন
(২.৭) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ- জেনিভা
(২.৮) সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তরঃ- 193 টি
(২.৯) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তরঃ- ট্রিগভিলি
(২.১০) আটলান্টিক সদন কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ- 1941 খ্রিস্টাব্দে
(২.১১) IMF এর পুরো নাম কি?
উত্তরঃ- International Monetary Fund
(২.১২) জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে?
উত্তরঃ- অ্যান্টোনিও গুতারেস
(২.১৩) জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর?
উত্তরঃ- পাঁচ বছর
৩। সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ-
(৩.১) জাতিসংঘের মূল উদ্দেশ্য কি?
উত্তরঃ- জাতিসংঘের দুটি মূল উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষা করা এবং বিশ্বের নিপীড়িত মানুষের কল্যাণ বিধানে কাজ করা।
(৩.২) জাপান কবে এবং কেন জাতিসংঘ ত্যাগ করে?
উত্তরঃ- জাপান 1933 খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে। জাপান অন্যায় হবে চিনের মাঞ্চুরিয়া দখল করলে চীনের অভিযোগের ভিত্তিতে জাতিসংঘ জাপানের আগ্রাসনের বিরুদ্ধে লিটন কমিশন গঠন করে। এর প্রতিবাদে জাপান জাতিসংঘ ত্যাগ করে।
(৩.৩) অছি পরিষদ বলতে কী বোঝো?
উত্তরঃ- জাতিসংঘের ম্যান্ডেট ব্যবস্থার অনুকরণে জাতিপুঞ্জের অছি পরিষদ গড়ে উঠেছে। জাতিসংঘের ম্যান্ডেট ভুক্ত দেশগুলি ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অক্ষশক্তির কাছ থেকে পাওয়া অনুন্নত দেশগুলোকে তখনও স্বাধীনতা লাভের ক্ষেত্রে অনুপযুক্ত বিবেচনা করে অছি পরিষদের অধীনে স্থাপন করা হয়। কয়েকটি বৃহৎ রাষ্ট্রের তত্ত্বাবধানে এই অনুন্নত রাষ্ট্রগুলিকে রেখে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই ছিল অছি পরিষদের মূল উদ্দেশ্য।
(৩.৪) আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে কি জানো।
উত্তরঃ- জাতিপুঞ্জের একটি উল্লেখযোগ্য দপ্তর হলো 15 জন বিচারপতি নিয়ে গঠিত আন্তর্জাতিক বিচারালয়। বিচারপতিরা জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের দ্বারা 9 বছরের জন্য নির্বাচিত হন। এই বিচারালয়ে কাজ গুলি হল আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা দান, আন্তর্জাতিক বিরোধের বিচার ও নিষ্পত্তি।
(৩.৫) লীগ অব নেশনস এর অঙ্গ গুলি কি কি?
উত্তরঃ- লীগ অব নেশনস এর প্রধান অঙ্গ ছিল পাঁচটি। যথা সাধারণ সভা, লীগ পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক বিচারালয় ও আন্তর্জাতিক শ্রমিক সংস্থা।
(৩.৬) জাতিপুঞ্জের প্রধান কয়েকটি ব্যর্থতার কারণ উল্লেখ কর।
উত্তরঃ- জাতিপুঞ্জের বিভিন্ন ব্যর্থতার কারণগুলি হল জাতিপুঞ্জের নিজস্ব সেনাবাহিনী না থাকা, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দ্বারা ভেটো প্রয়োগ, জাতিপুঞ্জের সদর এর কিছু ত্রুটি-বিচ্যুতি এবং আমেরিকার আগ্রাসী মনোভাব।
(৩.৭) ভেটো বলতে কি বোঝা?
উত্তরঃ- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক একতরফাভাবে কোন কোন আইন বা সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতাকে ভেটো বলে। যেমন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্রের কোন একটি রাষ্ট্র কোন একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলে সিদ্ধান্তটি আর কার্যকর করা যায় না।
(৩.৮) FAO ও WHO এর পুরো নাম লেখ।
উত্তরঃ- FAO - Food and agricultural organisation ।
WHO - World Health Organisation ।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ