বার্ষিক পরীক্ষার প্রস্তুতি
ইতিহাস
নমুনা প্রশ্নপত্র
পর্ব ১
বিভাগ – ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করোঃ-
১.১ ‘পার্সিয়ান লেটারস’ গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) মন্তেস্কু (খ) ভলতেয়ার (গ) অ্যাডাম স্মিথ (ঘ) রুশো
১.২ ‘টাইথ’ ছিল ফ্রান্সে প্রচলিত –
(ক) লবনকর (খ) রাজাকে দেয়কর (গ) চার্চকে দেয়কর (ঘ) বাৎসরিক খাজনা
১.৩ নেপোলিয়ান নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করেন –
(ক) ১৮০০ খ্রীঃ (খ) ১৮০৫ খ্রীঃ (গ) ১৮০৪ খ্রীঃ (ঘ) ১৮০২ খ্রীঃ
১.৪ নেপোলিয়ানকে প্রথমে যেখানে নির্বাসিত করা হয় –
(ক) এলবা দ্বীপে (খ) সেন্ট হেলেনা দ্বীপে (গ) আন্দামান দ্বীপে (ঘ) সাহারা মরুভূমিতে
১.৫ ‘কার্বোনারি’ নামক গুপ্ত সমিতিটি গড়ে উঠেছিল –
(ক) ইংল্যান্ডে (খ) ইতালিতে (গ) ফ্রান্সে (ঘ) রাশিয়ায়
১.৬ রাশিয়ায় ভূমিদাসের মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল –
(ক) ১৮৫১ খ্রীঃ (খ) ১৮৬১ খ্রীঃ (গ) ১৮৭১ খ্রীঃ (ঘ) ১৮৮১ খ্রীঃ
১.৭ প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় –
(ক) ফ্রান্সে (খ) জার্মানিতে (গ) রাশিয়াতে (ঘ) ইতালিতে
১.৮ বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন –
(ক) জেমস ওয়াট (খ) জন কে (খ) ব্লাস্ট ফার্নেস (ঘ) জর্জ স্টিফেনসন
১.৯ ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম হল –
(ক) ম্যাঞ্চেস্টার (খ) দিল্লী (গ) সেন্টপিটাসবার্গ (ঘ) ল্যাঙ্কাশায়ার
১.১০ ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল –
(ক) রাশিয়ায় (খ) স্পেনে (গ) পর্তুগালে (ঘ) ইতালিতে
১.১১ ‘মেই ক্যাম্প’ গ্রন্থটি রচনা করেন –
(ক) তুর্গোনিভ (খ) ভলতেয়ার (গ) মুসোলিনি (ঘ) হিটলার
১.১২ পার্লহারবারের ঘটনা ঘটেছিল ১৯৪১ খ্রীঃ –
(ক) ৭ ডিসেম্বর (খ) ৮ ডিসেম্বর (গ) ৯ ডিসেম্বর (ঘ) ১০ ডিসেম্বর
১.১৩ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির রাষ্ট্রপ্রধান ছিলেন –
(ক) চার্চিল (খ) হিটলার (গ)মুসোলিনী (ঘ) রুজভেল্ট
১.১৪ স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন –
(ক) লেনিন (খ) হিটলার (গ) জেনারেল ফ্রাঙ্কো (ঘ) তুর্গেনিভ
১.১৫ জাপানের যে শহরে প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল –
(ক) টোকিও (খ) হিরোসীমা (গ) নাগাসাকি (ঘ) তাইহোকু
১.১৬ চেম্বারলিন ছিলেন –
(ক) ব্রিটিশ প্রধানমন্ত্রী (খ) রুশ প্রধানমন্ত্রী (গ) মার্কিন প্রেসিডেন্ট (ঘ) ফরাসি প্রধানমন্ত্রী
১.১৭ ‘জাতিসংঘের জনক’ হিসাবে চিহ্নিত হয়ে আছেন –
(ক) চার্চিল (খ) রুজভেল্ট (গ) উড্রো উইলসন (ঘ) কোফি আন্নান
১.১৮ ‘জাতিপুঞ্জের সনদে’ প্রথম স্বাক্ষর করে দেশের সংখ্যা হল –
(ক) ৫১টি (খ) ৮০টি (গ) ৯৫টি (ঘ) ১৫টি
১.১৯ তার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় –
(ক) ১৯১৪ খ্রীঃ (খ) ১৯১৯ খ্রীঃ (গ) ১৯২৪ খ্রীঃ (ঘ) ১৯৩০ খ্রীঃ
১.২০ জাতিপুঞ্জের বর্তমান স্থায়ী সদস্য দেশের সংখ্যা হল –
(ক) ৫টি (খ) ৪টি (গ) ৩টি (ঘ) ২টি
বিভাগ – খ
২। যেকোন ষোলটি প্রশ্নের উত্তর দাওঃ-
(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপবিভাগ – ২.১
একটি বাক্যে উত্তর দাওঃ-
২.১.১ হিটলারের উপাধি কী ছিল?
২.১.২ নভেম্বর বিপ্লবের অপর নাম কি?
২.১.৩ ‘WHO’ কথার পুরো অর্থ কী?
২.১.৪ কোন্ দেশ জাপানের উপর দুটি পরমাণু বোমা নিক্ষেপ করে?
উপবিভাগ – ২.২
ঠিক বা ভুল নির্ণয় করোঃ-
২.২.১ অক্ষশক্তির অন্তর্ভূক্ত দুটি দেশ হল ইংল্যান্ড ও ফ্রান্স।
২.২.২ আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত।
২.২.৩ প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড পরাজিত হয়েছিল।
২.২.৪ ১৯২৯ খ্রীস্টাব্দের মহামন্দার প্রভাব গ্রেটব্রিটেনের ওপর পড়েনি।
উপবিভাগ – ২.৩
বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাওঃ-
বাম স্তম্ভ ডান স্তম্ভ
২.৩.১ গ্যাবেলা (ক) লেনিন
২.৩.২ করভি (খ) লবনকর
২.৩.৩ এপ্রিল থিসিস (গ) হিটলার
২.৩.৪ ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কাস পার্টি (ঘ) বাধ্যতামূলক শ্রমদান
উপবিভাগ – ২.৪
শূন্যস্থান পূরণ করোঃ-
২.৪.১ মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল ________ খ্রীস্টাব্দে।
২.৪.২ ১৯৪৫ খ্রীঃ ________ সেপ্টেম্বর জাপান আত্মসমর্পন করে।
২.৪.৩ ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থটি রচনা করেন _______।
২.৪.৪ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল _______।
উপবিভাগ – ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করঃ-
২.৫.১ বিবৃতিঃ ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্যাখ্যা-১ : ফরাসি বিপ্লবকে উৎসাহ দান ছিল এই সম্মেলনের উদ্দেশ্য।
ব্যাখ্যা-২ : এই সম্মেলনের উদ্দেশ্য মিত্রশক্তির প্রভাব রোধ করা।
ব্যাখ্যা-৩ : এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন শান্তি প্রতিষ্ঠা ও নেপোলিয়নের ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা।
২.৫.২ বিবৃতিঃ কাঁচামাল সংগ্রহ ও বাজার দখলের ক্ষেত্রে ইংল্যান্ড সর্বাধিক সুযোগ সুবিধা পেয়েছিল।
ব্যাখ্যা-১ : ইংল্যান্ড পূর্বেই পৃথিবীর একটি বৃহৎ অংশে উপনিবেশ স্থাপন করেছিল।
ব্যাখ্যা-২ : ইংল্যান্ডে নানাপ্রকার যন্ত্র আবিষ্কার হয়।
ব্যাখ্যা-৩ : ইংল্যান্ডে সমস্ত কাঁচামাল সুলভে পাওয়া যেত।
২.৫.৩ বিবৃতঃ প্রথম বিশ্বযুদ্ধ ছিল একটি সর্বাত্মক যুদ্ধ।
ব্যাখ্যা-১ : এই যুদ্ধ শুধু স্থলে হয়েছিল।
ব্যাখ্যা-২ : এই যুদ্ধ শুধু জল-স্থলে হয়েছিল।
ব্যাখ্যা-৩ : এই যুদ্ধ জল-স্থল-অন্তরীক্ষ সর্বত্রই হয়েছিল।
২.৫.৪ বিবৃতিঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বব্যাপী ঠান্ডা লড়াই রাজনীতির সূচনা হয়।
ব্যাখ্যা-১ : এই সময় বিশ্বে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল।
ব্যাখ্যা-২ : মার্কিন পুঁজিবাদ ও সোভিয়েত সাম্রাজ্যবাদের মধ্যে আদর্শগত সংঘাত দেখা যায়।
ব্যাখ্যা-৩ : মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাপেক্ষা শক্তিধর রাষ্ট্র।
বিভাগ – গ
৩। দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ-
৩.১ আঁসিয়া রেজিম বলতে কী বোঝ?
৩.২ লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন?
৩.৩ কনফেডারেশন অব রাইন কি?
৩.৪ থার্মোডোরিয় প্রতিক্রিয়া কী?
৩.৫ নারদনিক আন্দোলন কি?
৩.৬ ক্রিমিয়ার যুদ্ধে কোন্ কোন্ দেশ যোগ দিয়েছিল?
৩.৭ ফ্যাক্টরি প্রথা কি?
৩.৮ হেরেন ফোক তত্ত্ব কি?
৩.৯ নেপোলিয়ানের বিরুদ্ধে রাশিয়ার পোড়ামাটি নীতি বলতে কী বোঝো?
৩.১০ ঠান্ডা লড়াই বলতে কী বোঝ?
৩.১১ ক্যাশ অ্যান্ড ক্যারি নীতিটি কি?
৩.১২ ইউটোপীয় সমাজতন্ত্র বলতে কী বোঝো?
৩.১৩ রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠায় আটলান্টিক সনদের কি ভূমিকা ছিল?
বিভাগ – ঘ
৪। সাত বা আটটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ-
(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও)
উপবিভাগঃ ৪.১
৪.১.১ ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৪.১.২ ফ্রান্সে জ্যাকোবিন শাসনের পরিচয় দাও।
উপবিভাগঃ ৪.২
৪.২.১ রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতার কারণ কি ছিল?
৪.২.২ নেপোলিয়ানের সাম্রাজ্যিক কার্যোকলাপের সঙ্গে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধ সংক্ষেপে আলোচনা করো।
উপবিভাগঃ ৪.৩
৪.৩.১ ইতালির ঐক্য আন্দোলন ক্যাভুরের ভূমিকা আলোচনা করো।
৪.৩.২ ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন – এই উক্তির যথার্থতা উল্লেখ কর।
উপবিভাগঃ ৪.৪
৪.৪.১ টীকা লেখঃ আফ্রিকা ব্যবচ্ছেদ।
৪.৪.২ ১৯২৯ খ্রীষ্টাব্দের মহামন্দার কারনগুলি কি ছিল?
উপবিভাগঃ ৪.৫
৪.৫.১ উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের পরিচয় ও প্রসার সম্পর্কে লেখ।
৪.৫.২ টীকা লেখঃ স্পেনের গৃহযুদ্ধ।
উপবিভাগঃ ৪.৬
৪.৬.১ ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তগুলি কি ছিল?
৪.৬.২ বিসমার্কের রক্ত লৌহ নীতির পরিচয় দাও।
বিভাগ – ঙ
৫। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ-
৫.১ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারনগুলি সংক্ষেপে আলোচনা কর।
৫.২ জার্মানিতে ন্যাৎসিবাদী শক্তির উন্থান আলোচনা করো।
৫.৩ রাশিয়ার অর্থনীতি কিভাবে রুশ বিপ্লবের পটভূমি তৈরী করেছিল। টীকা লেখঃ নতুন অর্থনৈতিক নীতি (NEP)
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ