West Bengal Class 9 History Model Question Papers 2023 | নবম শ্রেণীর ইতিহাস নমুনা প্রশ্নপত্র ২০২৩ | বার্ষিক পরীক্ষার প্রস্তুতি | নমুনা প্রশ্নপত্র পর্ব ২
Type Here to Get Search Results !

West Bengal Class 9 History Model Question Papers 2023 | নবম শ্রেণীর ইতিহাস নমুনা প্রশ্নপত্র ২০২৩ | বার্ষিক পরীক্ষার প্রস্তুতি | নমুনা প্রশ্নপত্র পর্ব ২

বার্ষিক পরীক্ষার প্রস্তুতি

ইতিহাস

নমুনা প্রশ্নপত্র

পর্ব ২

West Bengal Class 9 History Model Question Papers 2023 | নবম শ্রেণীর ইতিহাস নমুনা প্রশ্নপত্র ২০২৩ | বার্ষিক পরীক্ষার প্রস্তুতি | নমুনা প্রশ্নপত্র পর্ব ২
West Bengal Class 9 History Model Question Papers 2023 | নবম শ্রেণীর ইতিহাস নমুনা প্রশ্নপত্র ২০২৩ | বার্ষিক পরীক্ষার প্রস্তুতি | নমুনা প্রশ্নপত্র পর্ব ২

বিভাগ – ক

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ-

১.১ রোবস্‌পিয়ার ছিলেন –

(ক) জ্যাকোবিন (খ) জিরেনন্ডিন (গ) সাঁকুলেত (ঘ) রাজতন্ত্রী

১.২ ফ্রান্সের কর ব্যবস্থায় ক্যাপিটেশন ছিল –

(ক) সম্পত্তি কর (খ) উৎপাদন কর (গ) ধর্ম কর (ঘ) লবন কর

১.৩ লেতর দ্য ক্যাশে হল –

(ক) অধিকার পত্র (খ) গেপ্তোরি পরোয়ানা (গ) ফ্রান্সের জাতীয় ব্যাঙ্ক (ঘ) গির্জার নির্দেশনামা

১.৪ নেপোলিয়ন বোনাপার্টের জন্ম –

(ক) সেন্ট হেলেনা দ্বীপে (খ) কর্সিকায় (গ) মডেনা শহরে (ঘ) ডোমিনিগো দ্বীপে

১.৫ ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয় –

(ক) ইংল্যান্ড (খ) ফ্রান্স (গ) রাশিয়া (ঘ) অস্ট্রিয়া

১.৬ অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় –

(ক) ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে (খ) ফ্রান্স ও রাশিয়ার মধ্যে (গ) ইংল্যান্ড ও জার্মানীর মধ্যে (ঘ) প্রাশিয়া ও রাশিয়ার মধ্যে

১.৭ ন্যায্য অধিকার নীতির ফলে ফ্রান্সের পুনঃ প্রতিষ্ঠিত হয়েছিল -

(ক) অরলিয়েন্স রাজবংশ (খ) স্যাভয় রাজবংশ (গ) অরেঞ্জ রাজবংশ (ঘ) বুরবঁ রাজবংশ

১.৮ ইউরোপে বিপ্লবের বছর নামে পরিচিত সালটি হল -

(ক) ১৮৪৮ খ্রী (খ) ১৮৪৭ খ্রী (গ) ১৮৪৮ খ্রী (ঘ) ১৮৪৯ খ্রী

১.৯ ‘হেটাইরিয়া ফিলিকে’ হলো - 

(ক) ইতালির বুদ্ধিজীবী সংস্থা (খ) গ্রীসের গুপ্ত সমিতি (গ) ইংল্যান্ডের সেনানিবাস (ঘ) রাশিয়ার বিদ্যালয়

১.১০ চার্চিট আন্দোলন ছিল -

(ক) শ্রমিক আন্দোলন (খ) অভিজাতদের আন্দোলন (গ) কৃষক আন্দোলন (ঘ) নারী আন্দোলন

১.১১ জোলভেরাইন ছিল একটি -

(ক) রাজনৈতিক সংস্থা (খ) অর্থনৈতিক সংস্থা (গ) শুল্ক সংঘ (ঘ) সামাজিক সংস্থা

১.১২ সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন -

(ক) চার্লস ফুরিয়ার (খ) সাঁ মিসোঁ (গ) কার্ল মার্কস (ঘ) রবার্ট আওয়েন

১.১৩ উনিশ শতকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে যে দেশটি পরিচিত ছিল -

(ক) এশিয়া (খ) আফ্রিকা (গ) ইউরোপ (ঘ) আমেরিকা

১.১৪ প্যারিস সম্মেলনে মোট চুক্তি হয়েছিল -

(ক) চারটি (খ) পাঁচটি (গ) ছয়টি (ঘ) তিনটি

১.১৫ মুক্তির ঘোষণাপত্র জারি করা হয় -

(ক) ১৭৮২ খ্রী (খ) ১৮৪৮ খ্রী (গ) ১৮৬১ খ্রী (ঘ) ১৮৬৪ খ্রী

১.১৬ ব্রেস্টলিটোভস্কের সন্ধি স্বাক্ষরিত হয় ________ এর মধ্যে -

(ক) জার্মানি ও রাশিয়া (খ) রাশিয়া ও ইংল্যান্ড (গ) জার্মানি ও ফ্রান্স (ঘ) ইংল্যান্ড ও স্পেন

১.১৭ এশিয়া এশিয়াবাসীদের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে এই কথা ঘোষণা করেছিল যে দেশ -

(ক) চীন (খ) জাপান (গ) জার্মানি (ঘ) ফ্রান্স

১.১৮ জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত -

(ক) জেনেভায় (খ) নিউইয়র্কে (গ) হেগ-এ (ঘ) লন্ডনে

১.১৯ ভেটো শব্দের অর্থ -

(ক) প্রস্তাব নাকচ করা (খ) প্রস্তাবে সম্মত হওয়া (গ) প্রস্তাব দিতে বাধা দেওয়া (ঘ) প্রস্তাব পেশ করা

১.২০ সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন -

(ক) ইউ থান্ট (খ) পেরেজ দ্য কুয়েলার (গ) ট্রিগভিলি (ঘ) কোফি আন্নান

বিভাগ - খ

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ-

২.১.১ টাইট কি?

২.১.২ লিজিয়ন অব অনার কে প্রবর্তন করেন?

২.১.৩ কালসর্বাড ডিক্রি কে ঘোষণা করেন?

২.১.৪ WHO এর অর্থ কি?

২.১.৫ রাইখস্ট্যাগ কি?

২.১.৬ d-day বলতে কোন দিনটিকে বোঝায়?

২.২ সত্য বা মিথ্যা নির্ণয় করোঃ-

২.২.১ সেফটি ল্যাম্প উদ্ভাবন করে জন কে।

২.২.২ ভিটে মাটিহীন ভবঘুরেদের সাঁকুলেৎ বলা হত।

২.২.৩ নেপোলিয়নের সেন্ট হেলেনা দ্বীপে মৃত্যু হয়।

২.২.৪ ১৮৩০ খ্রী ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল।

২.২.৫ মুসোলিনির নেতৃত্বে নাৎসিবাদের উত্থান ঘটে।

২.৩ ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাওঃ-

ক স্তম্ভ খ স্তম্ভ

২.৩.১ গ্র্যান্ড আর্মি (ক) রাষ্ট্র সমবায়

২.৩.২ কার্বোনারী (খ) ডুমা

২.৩.৩ কনফেডারেশন অফ রাইন (গ) ফরাসি বাহিনী

২.৩.৪ লাল কোর্তা (ঘ) গুপ্ত সমিতি

২.৩.৫ সোভিয়েত পার্লামেন্ট (ঙ) সেনাবাহিনী


বিভাগ - গ

৩। দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ-

৩.১ বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ বিভক্ত ছিল এবং কি কি?

৩.২ রাজনৈতিক কারাগার বলতে কী বোঝো?

৩.৩ সাঁকুলেৎ নামে কারা পরিচিত?

৩.৪ শত দিবসের রাজত্ব কি?

৩.৫ জোলভেরাইন কি?

৩.৬ ত্রিশক্তি আঁতাত কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

৩.৭ তিনজন রুশ সাহিত্যিক এর নাম লেখ।

৩.৮ কোন সময়কে মেটারনিকের যুগ বলা হয়?

৩.৯ পোড়ামাটির নীতি বলতে কী বোঝো?

৩.১০ ভার্সাই সন্ধি কে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন?

৩.১১ জাতিপুঞ্জের স্থায়ী সদস্য দেশ গুলির নাম লেখ।

৩.১২ দ্বিতীয় বিশ্বযুদ্ধে কেন সর্বাত্মক যুদ্ধ বলা হয়?

৩.১৩ আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝো?

৩.১৪ ইংল্যান্ড ফ্রান্সের তোষণ নীতি বলতে কী বোঝো?

৩.১৫ জাতিপুঞ্জের দুটি সহযোগী সংস্থার নাম লেখ।

৩.১৬ পাল হারবারের ঘটনা কে ঘটায় এবং এরপর কোন্ দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে?

বিভাগ - ঘ

৪। যে কোন চারটি প্রশ্নের উত্তর দাওঃ-

(প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে)

উপবিভাগ ৪.১

৪.১.১ ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকার সংক্ষিপ্ত পরিচয় দাও।

৪.১.২ ফরাসি বিপ্লবের সামাজিক কারণ সম্পর্কে লেখ।

উপবিভাগ ৪.২

৪.২.১ নেপোলিয়ানের ক্ষমতায় উত্তরন সম্পর্কে লেখ।

৪.২.২ ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনির ভূমিকা আলোচনা করো।

উপবিভাগ ৪.৩

৪.৩.১ ইউরোপের কোন দেশে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল?

৪.৩.২ ফেব্রুয়ারি বিপ্লবের কারণ গুলি লেখ।

উপবিভাগ ৪.৪

৪.৪.১ নাৎসিবাদ ও ফ্যাসিবাদের সাদৃশ্য গুলি লেখ।

৪.৪.২ সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের উদ্দেশ্য গুলি সম্পর্কে লেখ।

বিভাগ - ঙ

৫। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ- 

৫.১ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পশ্চাত্যের কারণগুলি সম্পর্কে লেখ।

৫.২ ১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দার কারণ ও ফলাফল সম্পর্কে লেখ।

৫.৩ ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণ গুলি আলোচনা করো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close